ছবি কিংবা কমিক আঁকা শেখার জন্য ১০টি ফ্রি ড্রইং অ্যাপ নিয়ে হৈচৈ বাংলার আজকের আয়োজন। ছবি আঁকা বা ড্রয়িং পছন্দ করে না , এমন মানুষ হয়তো দুনিয়ায় খুঁজে পাওয়া মুশকিল। আমরা সবাই কম-বেশি ড্রয়িং পছন্দ করি। কিছু লোক হয়তো আঁকতে পারেন না কিংবা আঁকা-আঁকি পছন্দ করেন না, সেই লোকটিও হয়তো ভাল ছবি দেখলে চোখ আর মন জুড়িয়ে নিতে একবিন্দুও কার্পণ্য করেন না।
মোট কথা আমরা সবাই ড্রয়িং পছন্দ করি। যদি ড্রয়িং এর কথা শুনে আপনার মনে রংতুলি কিংবা ক্যানভাসের চিত্র ভেসে ওঠে, তাহলে বলাই যেতে পারে আপনি আপনার স্মার্টফোনটি যথাযত ব্যাবহার করছেন না। হয়তো আপনার ফোনটা এই কারণে আপনার উপর একটু রাগও হতে পারে। আপনার সাধের ফোনটি কেন রাগ হল, সেটা নিচে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি।
আমাদের জীবন যাত্রার মানের সাথে সাথে বেডেছে ড্রয়িং এর জীবন যাত্রার মান। আগের মত এখন ড্রয়িং শুধু ক্যানভাস আর রঙের ব্রাশে সীমাবন্ধ নয়, এখন কম্পিউটার ছাড়িয়ে ড্রয়িং আপনার পকেটে থাকা স্মার্টফোনেও জায়গা দখল করে নিয়েছে। যারা ড্রয়িং করতে ইচ্ছুক, তারা চাইলে নিজের ফোনে ফ্রি ড্রয়িং অ্যাপ ইনস্টল করে পরখ করে নিতে পারেন নিজের শৈল্পিক দক্ষতা।
এবার আপনিই বলুন, যদি পকেটে থাকা ফোন আপনাকে ড্রয়িং করার কাজে পরিপুর্ণ সাহায্য করতে আগ্রহী হয়, আর আপনি ফোনকে অবহেলা করে ক্যানভাস এবং ব্রাশের কথা ভাবেন, তাহলে তো ফোনটা একটু রাগ করতেই পারে। আপনার প্রিয় স্মার্টফোন বলে কথা।
তাই বলে আবার ভাববেন না, ক্যানভাস ছবি আঁকার জন্য কোন কাজের নয়। ড্রয়িং এর জন্য ক্যানভাস পুরোনো ও জনপ্রিয় পদ্ধতি হিসেবে নিজের জায়গা দখল করে আছে এবং থাকবে। তাছাড়া, আঁকাআঁকি বা ড্রইং থেকে আয় করার ৮ উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
আর প্রি ড্রয়িং অ্যাপ আপনাকে দেবে যেখানে সেখানে ড্রয়িং প্রাক্টিস করার সুযোগ, পাশাপাশি মুক্তি দিবে ক্যানভাস আর রংতুলি ক্যারিং করা থেকে।
১০টি ফ্রি ড্রইং অ্যাপ
এখানে যে ১০টি ফ্রি ড্রইং অ্যাপ নিয়ে আলোচনা করা হচ্ছে তার সব ক’টিই আঁকা-আঁকিতে আগ্রহী ছোট থেকে বড় যে কোন বয়সের মানুষকে একজন দক্ষ চিত্রশিল্পী হতে সাহায্য করবে। ছোটদের মধ্যে অনেকের মাঝেই ড্রইং প্রতিভা থাকে প্রকৃতিগতভাবে। এই অ্যাপগুলোর যে কোনটি দিয়ে প্র্যাকটিস করার সুযোগ পেলে, আপনার শিশু হয়ে উঠতে পারে আগামী দিনের চিত্রশিল্পী।
Adobe Illustrator And Photoshop Skech
Adobe Illustrator এবং Photoshop Skech হচ্ছে Adobe পরিবারের দুটি দারুণ অ্যাপ। নামেই বোঝা যায় একজন ড্রয়িং স্পেশালিস্ট আরেকজন স্ক্যাচ এর। এই দুটি ড্রয়িং অ্যাপের সাহায্যে আপনি খুব সুন্দরভাবে ড্র এবং স্ক্যাচের কাজ চালিয়ে যেতে পারবেন। পাচ ধরনের নান্দনিক পেন আপনার কাজকে করে তুলবে সহজ আর সাবলীল। স্বচ্ছ ড্রয়িং স্কিল, পরিচ্ছন্নও ভাল লেয়ার আপনার আঁকা আঁকির ক্ষেত্রে এনে দেবে এক নতুন অভিজ্ঞতা।
এক্স৬৪ জুমের কারণে এই অ্যাপে আঁকা ছবির ক্ষুদ্র ভুলও আপনার নজরকে ফাঁকি দিতে পারবে না। তাছাড়া এডোবি পরিবারের সদস্য হিসেবে অ্যাপ দুটি আপনাকে দিবে এডোবি পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা। অর্থাৎ, এই অ্যাপটি ব্যবহার করে এডোবি থেকে যে কোন ফাইল আদান-প্রদান করতে পারবেন খুবই সহজে।
ArtFlow: Paint Draw Sketchbook
মোবাইল ড্রয়িং এপ যেখানে আলোচনা হচ্ছে, সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ স্থান পাবে ArtFlow অ্যাপটি। ৭০টা ব্রাশ, ফ্রেশ দাগের নিশ্চয়তা আর অসংখ্য টুল অ্যাপটিকে দিয়েছে ফ্রি ড্রইং অ্যাপ ডিরেক্টরিতে এক গুরুত্বপূর্ণ স্থান।
ArtFlow ‘র ব্যাবহার খুবই সহজ আর প্রাঞ্জল। কাঠিন্য কম হওয়ায় নতুন ব্যাবহারকারীদের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। সিনিয়ররাতো অনাসায়াসে লুটতে পারবে অ্যাপটির মজা। মনের রঙে ফোনের স্ক্রিন সাজিয়ে সেটা পোর্ট করা যাবে JPEG, PNG এবং PSD তে। কোন প্রয়োজনীয় জিনিষ আনাও যাবে এদের কাছ থেকে। এই অ্যাপের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অ্যাপটি ব্যাবহারকারীদের এত্ত সব সুবিধা দিয়ে থাকে একদম ফ্রিতে।
Dotpict
ইউনিক ড্রয়িং অ্যাপ হিসেবে Dotpict পরিচিত। সবার চেয়ে আলাদা কর্ম পদ্ধতি দিয়ে মন জয় করে নিচ্ছে ড্রইং প্রেমীদের। এটার পিক্সেল আর্ট দিচ্ছে নিখুঁত ড্রইংয়ের নিশ্চয়তা। এক্সটা জুমিং আপনার ড্রয়িং এর অতি ক্ষুদ্র ভুলটিও দেখিয়ে দিতে সক্ষম হবে।
আপনি যদি ড্রয়িং করার পর সেটা সংরক্ষণ করতে ভুলে যান, তবুও প্রোব্লেম নাই। এই অ্যাপের অটো সেভিং আপনার এই ছোট ভুল নিজ থেকেই শুধরে নিবে। আপনি পুর্বের কিংবা পরের পেজে খুব সহজে মুভ করতে পারবেন এই ড্রয়িং অ্যাপের মধ্যে। এছাড়াও আপনার আঁকা ছবি অনায়াসেই অন্য কোথাও স্থানান্তরিত করতে পারবেন। অ্যাপটি খুবই হালকা হওয়ায় আপনার ফোনটিও থাকবে সুরক্ষিত এবং ঝামেলাহীন।
Draw Something
ফ্রি ড্রইং অ্যাপ এর জগতে এটি দারুণ জনপ্রিয়, এই ড্রইং অ্যাপ মুলত একটা গেইম। গেইম হলেও আপনার ড্রয়িং এর ক্ষেত্রে আপনাকে দেবে ড্রইং করার জন্য সব ধরণের সহযোগীতা। এখানে আপনি কিছু আঁকবেন আর সেটা দেখবে আপনার মত অন্য প্লেয়াররা। তাদের কাজ হবে আপনার অংকন গেস করা। আপনিও সুযোগ পাবেন অন্যের অংকন দেখার এবং অনুমান করার।
যারা সিরিয়াসলি কিংবা প্রোফেশনাললি ড্রয়িং করতে চান, তাদের জন্য হয়তো গেমটা অতটা হেল্পফুল হবে না। তবে শেখার জন্য অথবা সোস্যাল বেনিফিটের জন্য চাইলে খেলতেও পারেন। অ্যাপের সাথে গেমটি পাবেন পুরোপুরি ফ্রি। তবে এটার অ্যাপ পেতে কিছুটা খরচা করতে হবে আপনাকে।
Learn How to Draw
আপনি যদি মন থেকে ড্রয়িং শিখতে চান তাহলে আপনার জন্যই এই ড্রয়িং অ্যাপ। বিখ্যাত কমিক আর্টিস্ট Will Sliney আবিস্কৃত এই অ্যাপটিতে আপনি পাবেন অনেক টিউটোরিয়াল, যা আপনার ড্রয়িং শেখার পথকে করবে সুগম। ভাল কমিক আর্টিস্ট হতে চাইলে এই এপের সাথে কারো তুলনা ইহতে পারে না।
যারা শুধু পরিশ্রমি এবং কমিককে ভালবাসেন তারাই এটার মাধ্যমে পাবেন ভরপুর সফলতা। হার্ড ওয়ার্ক করার জন্য পাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন টিউটোরিয়াল। আর দেরি কেন, কমিকের প্রতি ভালবাসা থাকলে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন এই ড্রয়িং অ্যাপ।
Paper One
ড্রয়িং এর জন্য আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাপ Paper One । অ্যাপটি খুবই বাস্তবধর্মী যা রিয়েল লাইফ ড্রয়িং এর বিশেষ গুন। ভিন্নধর্মী ব্রাশ এই অ্যাপকে নিয়ে গিয়েছে খ্যাতির চুড়ায়।
মনের মাধুর্য খুব সহজেই প্রকাশ করতে পারবেন এই অ্যাপের সাহায্যে। কারণ , এর বাস্তবধর্মী কালার আপনাকে দিবে আসল ছবির আনন্দ। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আপনাকে দিবে ড্রয়িং এর সম্পুর্ণ মজা। নতুনদের জন্য এটা খুবই ফলদায়ক।
MediBang Paint
ড্রইং শেখার জন্য একটি দারুণ অ্যাপ MediBang Paint। প্রচুর কার্য্যকর কোর্স প্লাটফর্ম রয়েছে এখানে, যা একজন ড্রয়িং আগ্রহীকে খুব সহজে করে তুলবে ড্রয়িং এক্সপার্ট। আপনার অনাকাংখিত ডিলিট থেকে ড্রয়িংকে মুক্ত রাখবে এটার অটো সেভ প্রোগ্রাম।
মোবাইল ছাড়াও আপনি MAC এবং উইন্ডোজে অনায়াসে ব্যাবহার করতে পারবেন অ্যাপটি। এক অপশন থেকে অন্য অপশনে যাওয়ার ক্ষেত্রে অ্যাপটি আপনাকে দেবে সর্বোচ্চ সহায়তা। অনেক ব্রাশ অপশন আপনার ড্রয়িং এর মান বাড়িয়ে দেবে বহুগুন। সাথে ফ্রি কমিকসও দেবে আপনাকে। সেই সাথে আপনার পকেটকেও রাখবে সুরক্ষিত, কারণ, অ্যাপটি আপনি ডাউনলোড করতে পারবেন সম্পুর্ণ বিনামুল্যে।
Ibis Paint X
অ্যান্ড্রয়েডের জন্য অন্যতম একটা ফ্রি ড্রইং অ্যাপ হচ্ছে Ibis Paint। অসংখ্য ড্রইং ফান ফ্যাক্ট আর ১৫০টিরও বেশি ব্রাশ অ্যাপটির যোগ্যতার পরিচয় দেয়। পেন কোয়ালিটি তুখোড়, ডিপপেইন্টিং স্টাইল অ্যাপটির প্রেমে পড়তে বাধ্য করবে আপনাকে। এর আরেকটা গুন হচ্ছে, আপনি ড্রইং করার সময় আপনার ভিডিও ধারণ করতে পারবেন। যা অনুপ্রেরণা এবং আশির্বাদ হবে নতুন শিক্ষার্থীদের।
গাঢ় লেয়ার সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাবে আপনার মনের রঙ স্ক্রিনে ভাসিয়ে তোলার। যারা সত্যিকার অর্থেই ড্রয়িং পছন্দ করে তাদের জন্য অনেক সহায়ক হবে এই ড্রয়িং অ্যাপ। এটার পেইড ভার্সন পেতে হলে আপনাকে দিতে হবে $4.99। মজার ব্যাপার হচ্ছে, পেইড ভার্সন ছাড়াও রয়েছে এই এপের ফ্রি ভার্সন।
Rough Animator
এটি মুলত একটি অ্যানিমেশন অ্যাপ যা আপনাকে অ্যানিমেশন তৈরিতে বিশেষ সহায়তা করবে। করতে পারবেন খুব সহজে মেয়ার এবং এক্সপোর্ট। একদম শুরু থেকে ফুল এনিমেশন বানানোর সবগুলি স্টেপ আপনাকে দেবে এই ড্রয়িং অ্যাপ।
ফ্রেম বাই ফ্রেম সাজানো কার্টুনগুলি আপনার অ্যানিমেশন কিংবা gif’s তৈরির পথকে করবে অত্যান্ত সুখকর। এত কিছু আপনাকে সহজভাবে দেওয়ার জন্য অল্প কিছু বিনিময় চাইবে মি: Rough Animator। মাত্র $4.99 খরচ করে আপনিও হতে পারেন এপটির সম্মানিত ব্যাবহারকারীদের একজন।
Sketch Book
অনেক পুরোনো ও অভিজ্ঞ প্রি ড্রয়িং অ্যাপ এটি। পুরোনো এবং প্রোফেশনাল আর্টিস্টদের কাছে তাই অতি আপনজন এই অ্যাপট। অসংখ্য ফিচার অ্যাপটির অন্যতম বৈশিষ্ট্য। এটার রয়েছে ১০টি ড্রয়িং ব্রাশ, যা সব সময় কাষ্টমাইজ করা থাকে। সাথে রয়েছে ২৫০০% জুম। যার কারণে অতিক্ষুদ্র অংশকেও রাঙানো যায় মনের রঙে।
এছাড়াও আরও অনেক মনের মত ফিচার নিয়ে সবার মনে জায়গা করে নিয়েছে এই ড্রয়িং অ্যাপ। ইচ্ছুক হলে আপনিও ডাউনলোড করে নিতে পারেন এই আকর্ষনীয় অ্যাপটি।
এছাড়াও আরও অনেক ফ্রি ড্রয়িং অ্যাপ রয়েছে, যা আপনাকে দিবে স্বচ্ছও নির্মল ড্রয়িং করার আনন্দ। বিশেষ করে আপনার আদরের ছোট বাচ্চাটিকে এই অ্যাপগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। এছাড়া, আপনি যদি আপনার সন্তানের জন্য শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের ব্যবস্থা করেন, তবে আপনার সন্তান অহেতুক কাজ থেকে বিরত থাকবে। আর আপনার নিজের যদি ইচ্ছা থাকে চিত্রশিল্পী হওয়ার, তাহলে পছন্দমত ড্রয়িং অ্যাপ নিয়ে কাজ শুরু করতে পারেন এখনি। কে জানে, হয়তো কিছুদিন পরে আপনিও হয়ে উঠতে পারেন বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী।
Arif says
আমাকে আমার নিজের পিক আর্ট করা শিখতে হবে।