এসইও প্রপেশনালস্, অনলাইন মার্কেটার, বিজনেস ওনারসহ সকলেরই এসইও অডিট টুল প্রয়োজন। কারণ, এসইও টুল একদিকে যেমন যে কোনও ওয়েবসাইটের ইনসাইট জানায়, অন্যদিকে সাইট র্যাংক পাওয়ানোর জন্যে নানা রকম সাজেশন দেয়।
এমনকি, কম্পিটিটরদের সাইটের সাথে তুলনা করে করণীয় কার্য্যক্রম সম্পর্কেও দারুণ কিছু ধারণা দেয়।
আপনি যদি আউটসোর্সিং করতে চান, এসইও’র মাধ্যমে কোনও ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে চান, তবে অবশ্যই আপনাকে এসইও এক্সপার্ট হতে হবে।
আর এক্সপার্ট হওয়ার জন্যে আপনি ফ্রিতে কিছু অনলাইন এসইও কোর্স করতে পারেন।
এরপর, কাজ শুরু করার জন্যে কিংবা অ্যাডভান্সড্ লেভেলের এসইও করার জন্যে, আপনার কিছু এসইও টুল প্রয়োজন হবে। আর সে টুলগুলো নিয়েই আমাদের আজকের পোস্ট।
এসইও অডিট টুল
১. Semrush – All-in-one Marketing Toolkit
এসইও এক্সপার্টদের কাছে Semrush অত্যন্ত সুপরিচিত অডিটিং ও রিসার্চ টুল। অর্গানিক কি-ওয়ার্ড, কম্পিটিটর রিসার্চ, পিপিসি কি-ওয়ার্ড এবং ব্যাকলিংকসহ সব ধরণের ইনসাইট ও সাজেশন পেতে এটি একটি অসাধারণ অনলাইন সফটওয়্যার।
Semrush এসইও অডিট টুলের কিছু গুরুত্বপূর্ণ ফিচার-
- কম্পিটিটরদের অ্যাড কপি বের করার অপশন।
- যে কোনও ওয়েবসাইটের ব্যাকলিংক এনালাইসিস।
- কম্পিটিটরদের এসইও স্ট্র্যাটেজি এবং বাজেট বের করার উপায়।
- টপ পাবলিশার ও অ্যাডভার্টাইজার ফাইন্ডিং ফিচার।
- ফিচার ফর ইফেক্টিভ অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন।
- এসইওর জন্যে বেস্ট কি-ওয়ার্ড বের করার মিনি টুল।
- কম্পিটিটরদের ওয়েবসাইট অডিট ও পজিশন ট্র্যাকিং।
২. Moz – Smarter Way to do SEO
Moz অনলাইন মার্কেটের অন্যতম সেরা এসইও টুল। এটিকে সর্ব বৃহৎ এসইও অ্যাজেন্সিও বলা হয়ে থাকে। ডোমেইন ও পেজ অথরিটি ম্যাট্রিক্সের জন্যে এসইও এক্সপার্টরা এই টুলটিই বেশি ব্যবহার করে থাকেন। Moz এর ফ্রি এবং প্রো উভয় ব্যবস্থাই রয়েছে।
Moz এর উল্লেখযোগ্য ফিচারগুলো হলো-
- সাইট এক্সপ্লোরার ওপেনিং।
- সাইট অডিট।
- কি-ওয়ার্ড এক্সপ্লোরিং।
- র্যাংক ট্রেকিং।
- বিজনেস কনসোল।
- রিসার্জ ক্যাটেগোরিজ।
- বিজনেস লিস্টিং।
৩. Woorank – Easier Way To Do SEO
ওয়েবসাইট অডিট বা অ্যানালাইজ করার জন্যে Woorank একটি অ্যামেইজিং এসইও টুল। এটি ওয়েবসাইট মালিক, এসইও অ্যাজেন্সি ও ডিজিটাল মার্কেটার এবং বিটুবি মার্কেটিং কোম্পানীর জন্যে অত্যন্ত দরকারি একটি টুল।
Woorank আপনাকে অন-পেইজ এসইও ও অফ-পেইজ এসইওর ডিটেইলস্ অ্যানালাইসিজ করে দেবে। একই সঙ্গে এটি ব্যাংক লিংক, ব্রোকেন লিংক এবং ডিফেক্টিভ ওয়েব পেজ বের করে দেবে এবং সেগুলোকে ইমপ্রুভ করার জন্যে প্রয়োজনীয় সাজেশন দেবে।
Woorank এর ফ্রি এবং পেইড উভয় ভার্সণই রয়েছে। আপনি আপনার সুবিধা মতো যে কোনটি ব্যবহার করতে পারেন।
৪. Raventools – The Original SEO Platform
ডিজিটাল অ্যাজেন্সী এবং এসইও কনসালটেন্টদের জন্যে একটি অসাধারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অডিটিং টুল Raventools। সব ধরণের টেকনিক্যাল এসইও ইস্যু এবং রিকোমেন্ডেশনসহ কোয়ালিটি এসইও রিপোর্ট পেতে এই টুলটি ব্যবহার করতে পারেন।
ওয়েবসাইটের পেজ স্পিড, ডিজাইন, সোশ্যাল মিডিয়া রেপুটিশন, ব্যাংকলিংক এবং অনলাইন পজিশনসহ ওয়েবসাইটের র্যাংকিং সাজেশন দেবে এই এসইও টুল।
৫. WebCEO – A Remote SEO Workspace
WebCEO আরেকটি গুরুত্বপূর্ণ এসইও অডিট টুল যা দিয়ে যে কোনও ওয়েবসাইটের যাবতীয় সকল সমস্যা বের করা যায়। সেই সাথে, এসইও রিলেটেড সমস্যাগুলোর সমাধানের জন্যে দরকারি সাজেশন পাওয়া যায়। এটি মূলত একটি SaaS প্লাটফর্ম যা দিয়ে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন মনিটোরিং, ব্যাকলিংক ম্যানেজিং, কিওয়ার্ড অপটিমাইজিংসহ আরো অনেক কাজ করা যায়।
WebCEO এর কয়েকটি সংক্ষিপ্ত ফিচার-
- কি-ওয়ার্ড অপটিমাইজেশন।
- লিংক বিল্ডিং।
- লিংক ট্র্যাকিং।
- কম্পিটিটর অ্যানালাইজিং।
- ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট।
- এসইও পারফর্মান্স রিপোটিং।
এসইও অডিট টুল হিসেবে উপরোক্ত সবগুলোই সেরা। আপনি এখানকার একাধিক টুল ব্যবহার করে চেক করে দেখতে পারেন কোনটি আপনার জন্যে বেশি প্রযোজ্য বা ডিপলি ইফেক্টিভ।
sabbir says
যারা এসইও কাজের সঙ্গে জড়িত, তাদের জন্যে টুলগুলো অত্যন্ত দরকারি।
Munju says
এসইও অডিট নিয়ে লেখা এই পোস্টটি খুব কার্যকরী। সাইটের অডিটের জন্য খুব প্রয়োজন। এই টুলসের সাহায্যে সাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারা যাবে। পোস্টকারীকে ধন্যবাদ।