টেকনোলোজির এই জামানায় পড়াশুনার সবচেয়ে আকর্ষণীয় ক্ষেত্র হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একদিকে টেকনোলোজি যেভাবে উন্নত থেকে আরো উন্নত হচ্ছে, অন্যদিকে এই প্রক্রিয়া চলমান রাখার জন্যে ভাল মানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামারের প্রয়োজনীতা বাড়ছে। ফলে, আমাদের দেশের কিছু বিশ্ববিদ্যালয়ে এ.আই. ডিপার্টমেন্ট খোলা হয়েছে এবং ছাত্র-ছাত্রীদের অনেকেই এদিকে ঝুঁকছে।
তবে, সব বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ. আই. সাবজেক্টটি না থাকায়, অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও শিখতে পারছেন না। বিশেষ করে, যেসব ছাত্র-ছাত্রী ঢাকার বাইরে থাকেন, তাদের জন্যে এ. আই. শেখার কোনও ব্যবস্থাই নেই।
অন্যদিকে, যারা ইতিমধ্যেই অন্যান্য কোনও বিষয়ে পড়াশুনা শেষ করেছেন, তারা কোথায় যাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে? তাদেরকে কি বিশ্ববিদ্যালয় ভর্তি নেবে? কিংবা তারা নিজেরাও আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইবেন?
কারো জন্যেই বিষয়টা সহজ নয়। প্রাতিষ্ঠানিক অপ্রতুলতা, প্রয়োজনীয় রিসোর্সের অভাবসহ আরো নানা কারণেই আমাদের দেশে থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার সুযোগ কম। প্রায় নেই বললেই চলে। কিন্তু, তাই বলে কি আগ্রহীরা আশা ছেড়ে দেবে!
না, তা হবে কেন! যখন ইন্টারনেটের উন্মুক্ত দরজা দিয়ে ঢুকে পড়া যায় যে কোনও জগতে। কাজেই, এখানে শিক্ষার জগতও খোলা। চাইলেই আপনি ঘরে বসে ইন্টারনেট আর কম্পিউটারের মাধ্যমেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারেন। এমনকি, কোনও রকম পয়সা খরচ ছাড়াও!
হ্যাঁ, আজ আমি ৩টি অনলাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের সন্ধান নিয়ে এসেছি আপনাদের জন্যে, যেগুলো আপনি ফ্রিতেই করতে পারবেন।
ফ্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স
Google’s free AI course
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লানিং ফিল্ডে গুগল এখন টপ প্লেয়ার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিবর্তন ঘটিয়ে তারা প্রযুক্তি দুনিয়া লিড দিচ্ছে। আর এই প্রযুক্তি পাগল কোম্পানীটিই এখন সবার জন্যে ফ্রিতে চালু করেছে মেশিন লানিং কোর্স।
অবাক করা কান্ড হচ্ছে গুগল তাদের প্রতিষ্ঠানের এআই এবং এমএল ইঞ্জিনিয়ারদের যেসব ট্রেনিং দিয়ে থাকে, এই কোর্সটি একদম একইরকম। তার মানে বুঝতেই পারছেন, গুগলের এই ফ্রি মেশিন লানিং কোর্সটি সম্পন্ন করলেই আপনি তাদের ইঞ্জিনিয়ারদের সমান যোগ্যতা অর্জণ করবেন।
কিন্তু কেন গুগুল তাদের এই সিক্রেট বিষয়টি একটি ফ্রি কোর্সে ওপেন করে দিচ্ছে?
গুগলের ডেভেলপার ব্লগ এর ভাষ্য মতে, আমরা বিশ্বাস করি যে, আগামীর প্রযুক্তি পৃথিবীর জন্যে মেশিন লানিং এর সম্ভাবণা এতই বেশি যে, প্রতিটি প্রযুক্তিপ্রেমীরই এটি শেখা উচিৎ।
গুগলের এই কোর্সটির একটি বিশেষত্ব হচ্ছে এটি খুব একটা টেকনিক্যাল নয়। যে কোন সাধারণ প্রযুক্তিপ্রেমীই এই কোর্সটি করে মেশিন লার্নিং কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফান্ডামেন্টাল পার্টগুলো শিখে ফেলতে পারবে।
যদিও কোর্সটি করার জন্যে কম্পিউটার সায়েন্সের মতো জটিল কোনও ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, তবে এটি করতে হলে আপনাকে ম্যাথের বেসিক কনসেপ্ট বুঝতে হবে।
Stanford’s free AI course
মেশিন লার্নিং জগতে অত্যন্ত পরিচিত একটি নাম Andrew Ng। তিনি একজন বিজ্ঞানী, Stanford University এর প্রফেসর এবং বিখ্যাত অনলাইন লার্নিং প্লাটফর্ম Coursera এর কো-ফাউন্ডার। এমনকি, তিনি Stanford University দ্বারা পরিচালিত Coursera এর মেশিন লার্নিং সার্টিফিকেট কোর্সের একজন টিচারও।
এবার তিনিই চালু করেছেন একটি ফ্রি মেশিন লার্নিং কোর্স। সুতরাং, আপনি অনায়াসেই এই কোর্সে জয়েন করে ফ্রিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে নিতে পারেন।
Udacity’s free AI course
বিগত বছরগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হাইলি এক্সপার্ট দুই বন্ধু Peter Norvig এবং Sebastian Thrun প্রায় এক লক্ষ ছাত্র-ছাত্রীকে উচ্চ মূল্যে কোর্সটি করিছেন। এবার তারাই সে কোর্সটিকে ফ্রিতে করার জন্যে সবার জন্যে উন্মুক্ত করে দিয়েছেন।
সুতরাং, আপনি চাইলেই ৪ মাসের এই ফ্রি কোর্সটিতে জয়েন করে আপনার স্বপ্নের মেশিন লার্নিং শেখা শুরু করতে পারেন।
শেষ কথা
অনলাইনে, বিশেষ করে ফেসবুকের মতো টাইম কিলিং সোশ্যাল মিডিয়াটিতে বসে না থেকে নিজের সময়টাকে কাজে লাগান। উপরোক্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স থেকে যে কোনটি করে নিন। কিংবা, সবগুলোই ঘেঁটে দেখতে পারেন, সবটা থেকেই শিখতে পারেন।
Leave a Reply