আপনি কি কখনো ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তণ করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন? করুন আর না করুন, কখনো না কখনো আপনার আইডির পাসওয়ার্ড পরিবর্তণের প্রয়োজন দেখা দিতে পারে। হয়তো ইতিমধ্যেই অনেকেরই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এমন ৫টি কারণ রয়েছে যেগুলোর জন্যে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তণের প্রয়োজন হয়। আপনার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন যে কোন কারণটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। যদি একটি কারণও খুঁজে পান, তবে অবশ্যই আপনার আইডির পাসওয়ার্ড পরিবর্তণ করা দরকার।
মূল কথা হচ্ছে, আপনার ফেসবুক আইডির সিকিউরিটির জন্যেই পাসওয়ার্ড পরিবর্তণ প্রয়োজন। কারণ, যেন-তেন পাসওয়ার্ড দিয়ে আইডি চালালে হ্যাক হওয়ার সম্ভাবণা থাকে এবং এটাকে সাধারণভাবে দেখার উপায় নেই। আপনাকে অবশ্যই আপনার সিকিউরিটির বিষয়টি সিরিয়াসলি নিতে হবে।
আর সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক আইডির সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করার জন্যেই সাধারণ পাসওয়ার্ড পরিবর্তণ করে শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হবে।
কিভাবে পরিবর্তণ করবেন? খুবই সহজ আর সেটাই জানাবো আজ।
ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তণ করার উপায়
প্রথম কাজ: ফেসবুকের হোমপেজ-এ গিয়ে আপনার অ্যাকাউন্ট লগ-ইন করুন।
দ্বিতীয় কাজ: স্ক্রিণের উপরের ডান দিকের কর্ণারে নেভিগেট করুন এবং ডাউন-অ্যারোটিতে ক্লিক করুন।
তৃতীয় কাজ: ড্রপ ডাউন মেন্যুর নিচের দিকে গিয়ে Settings এ ক্লিক করুন।
চতুর্থ কাজ: বাম পাশের ড্রপ-ডাউন মেন্যু থেকে Security and Login এ ক্লিক করুন।
পঞ্চম কাজ: ডান পাশে ওপেন হওয়া লগইন ঘরটিতে দেখুন Change Password লেখাটি রয়েছে। এ লেখাটির বরাবর ডান পাশে দেখুন Edit অপশন রয়েছে। Edit লেখাটির উপর ক্লিক করুন।
ষষ্ঠ কাজ: ৩ ঘরের একটি পেজ ওপেন হয়েছে দেখুন। প্রথম ঘর Current Password এর জন্যে, এখানে আপনার বর্তমান পাসওয়ার্ড দিন। এর পরের ঘর New Password এর জন্যে, এই ঘরে নতুন পাসওয়ার্ড দিন অর্থাৎ যে পাসওয়ার্ড আপনি সেট করতে চাইছেন সেটি দিন। পরের ঘরটি Retype New Password এর জন্যে, এখানে নতুন পাসওয়ার্ডটি আবার দিন।
৩টি ঘর ঠিক মতো পূরণ করা হয়ে গেলে দেখবেন, নিচের Save Changes লেখাটি ভেসে উঠেছে। সুতরাং, এটিতে অর্থাৎ Save Changes লেখাটিতে ক্লিক করুন।
আপনার নতুন পাসওয়ার্ড সেভ হয়ে গেলো। এখন থেকে এই নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
নোট: যদি নতুন পাসওয়ার্ডটি কমপ্লেক্স বা শক্তিশালী না হয়, তবে নতুন পাসওয়ার্ডের ঘরটির নিচে Password is not sufficiently complex লেখাটি দেখতে পাবেন।
সুতরাং, একটি শক্তিশালি পাসওয়ার্ড দিন। প্রয়োজনে জেনে নিন কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন।
আশা করি, ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তণ করা নিয়ে আপনার কোনও সমস্যা হয়নি। আর যদি সমস্যা হয়েই থাকে, তবে আমাদের জানান। নিচের কমেন্ট বক্সে আপনার নতুন পাসওয়ার্ড সেটিং সম্পর্কিত যে কোনও সমস্যা আমাদের জানালে আমরা উত্তর দিয়ে সহযোগীতা করবো।
Robin Miah says
পাসওয়ার্ড পরিবর্তণের উপর সহজ ও সুন্দর এই পোস্টটির জন্যে ধন্যবাদ জানাই হৈচৈ বাংলাকে।
Md billalbepary says
আমার সিম কার্ড হারিয়ে গেছে, ওই সিম নাই; মোবাইল নাম্বার এখন আর ইউজ হয় না। আর পাসওয়ার্ড আমি ভুলে গেছি, এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো কিভাবে? আইডি লিংক আছে শুধু আমার কাছে। আর কিছু নাই, এখন আমার ওই আইডিটা দরকার। ওইটা পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবো আমি?
Md billalbepary says
একটা আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করা লাগবো।
Md billalbepary says
আমি যে লিংক দিছি ওই লিঙ্কের আইডিটার পাসওয়ার্ডটা কি?