কোন মেয়ের জন্য একটি ছেলেকে পছন্দ হয়ে গেলে সবচেয়ে কঠিন কাজটি হয়ে দাড়ায় তাকে নিজের প্রতি আকৃষ্ট করা। কাজটি কঠিন হওয়ার কারণ মেয়েদের লাজুক স্বভাব ছাড়া আর কিছুই নয়। কোন মেয়েই সরাসরিভাবে কোন ছেলেকে তার আবেগের কথা জানাতে চান না। পরিবর্তে তারা ছেলেটিকে নিজের প্রতি আকৃষ্ট করার মাধ্যমে তাদের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে চান।
আর এই বিষয়টিও আরো বেশি কঠিন হয়ে পড়ে যখন ছেলেটিকে আকৃষ্ট করার জন্য ফেসবুক ছাড়া আপনার হাতে আর কোন উপায়ই থাকে না। ফেসবুকের বাইরে কিছু সাইকোলোজিক্যাল ট্রিকস্ আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই যে কাউকে আপনার প্রেমে পড়তে বাধ্য করতে পারেন।
কিন্তু বাস্তবিক জীবনে যেমন কথা-বার্তা বা আচার-ব্যবহারের মাধ্যমে কাউকে নিজের অভিপ্রায় বোঝানো সম্ভব হয়, ফেসবুকে ব্যাপারটি ততটা সহজে হয় না। আর একারণেই যখন ফেসবুকে কোন ছেলেকে আকৃষ্ট করার কথা আসে, তখন অধিকাংশ মেয়েদেরই হতাশাগ্রস্থ হয়ে পড়তে দেখা যায়।
তবে ভালো খবর এই যে, এই কাজটা একটু জটিল হয়েও একেবারে অসম্ভব না। মোটামুটি ধের্য্য নিয়ে এগিয়ে গেলে যে কোন ছেলেকেই জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আকৃষ্ট করা যায়। তাই চলুন ধাপে ধাপে জেনে নিই ফেসবুকে কোনও ছেলেকে আকৃষ্ট করার পদ্ধতি।
ফ্রেন্ড হিসাবে অ্যাড করুন:
কোন ছেলেকে ফেসবুকে আকৃষ্ট করার প্রথম ধাপটি হলো তাকে নিজের ফ্রেন্ড লিষ্টে শামিল করে নেওয়া। যেহেতু তাকে আপনার প্রতি আগ্রহী করে তোলার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার দৃষ্টি আকর্ষণ করা জরুরী। এখন পুরো ব্যাপারটি নির্ভর করে আপনি যার দৃষ্টি আকর্ষণে আগ্রহী, তার সাথে আপনার বর্তমান সম্পর্কের অবস্থার উপর।
আপনারা দুজন যদি পূর্ব পরিচিত হয়ে থাকেন, তাহলে তাকে সরাসরি ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠিয়ে দিন। আর যদি পরিচয় না থাকে, তাহলে প্রথমে কোন বন্ধুর মাধ্যমে পরিচিত হয়ে নিন। তারপর নিজের ফেসবুকে নিজের বন্ধুদের তালিকায় তাকে যোগ করুন।
সম্পর্কের ভিত্তি তৈরী করুন:
বাস্তব দুনিয়াতে কোন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তার আশেপাশে থাকা যতটা জরুরী, ফেসবুকও তার ব্যতিক্রম নয়। ফেসবুকে কারো মনে নিজের প্রভাব বিস্তারের জন্য আপনাকে তার কাছাকাঠি থাকতে হবে। অর্থাৎ সে যখন অনলাইনে থাকে, তখন আপনাকেও অনলাইনে থাকতে হবে।
প্রয়োজনে তার ফেসবুক অ্যাক্টিভিটির প্রতি নজর রাখার জন্য কিছুদিন সময় নিন এবং সে অনলাইনে থাকা অবস্থায় কি করে তা পর্যবেক্ষণ করতে থাকুন। যখনই সে কোন নতুন পোষ্ট করবে, যত দ্রুত সম্ভব তাকে কমেন্ট করার চেষ্টা করুন। এতে সে আপনার কমেন্টের রিপ্লাই দেবে এবং তার সাথে আলাদাভাবে কথা বলার মত পরিস্থিতি সৃষ্টি হবে।
এভাবে তার জীবনে প্রতিনিয়ত নিজের উপস্থিতির জানান দিতে থাকুন। খুব শিঘ্রই আপনার সাথে কথা বলাটা তার অভ্যাসে পরিণত হবে। মনে রাখবেন, ছেলেরা অনেক বেশি আবেগ প্রবণ হয়ে থাকে। তারা খুব সহজেই যে কোন মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি ছেলেরা খুব সহজে পরিবর্তন মেনে নিতে পারে না। তাই একবার যখন আপনি তার সাথে যোগাযোগ করার মত পরিবেশ তৈরী করে ফেলবেন, তখন সেটা নিয়মিত রাখার চেষ্টা করুন।
সাদৃশ্য তুলে ধরুন:
বেশির ভাগ ছেলেরাই সেই সব মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট হয়, যার সাথে তার পছন্দ বা অপছন্দ সবচেয়ে বেশি মিলে যায়। এখন স্বাভাবিকভাবে দুজন মানুষের পছন্দ অপছন্দ মিলতেই হবে এমন কোন বাঁধাধরা নিয়ম না থাকলেও এই মুহুর্তে আপনার প্রিয় মানুষটির দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে তার সাথে পছন্দের সাদৃশ্যগুলি তুলে ধরতেই হবে।
এর জন্য খুব বেশি কষ্ট করার প্রয়োজন নেই। সে যেই যেই পেজে লাইক দিয়েছে, একই পেজে আপনিও লাইক করতে পারেন। তবে এক্ষেত্রে পুরোপুরি অনুকরণ না করাটাই ভালো হবে। আপনি তার লাইক করা ৫টি পেজে লাইক করুন আর বাকী ৫টি একই ধরনের পেজে লাইক দিন। এতে ব্যপারটি তার কাছে স্বাভাবিকও মনে হবে আর আপনার আর তার পছন্দের মধ্যে কতটা মিল রয়েছে এটাও সে সহজে বুঝতে পারবে।
ফেসবুকে গেম খেলুন:
ফেসবুক এখন শুধু আর পোষ্টিং আর ষ্ট্যাটার আপডেটের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বর্তমানে অনেক বড় একটি গেমিং প্লাটফর্মেও পরিণত হয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা সারাদিন নিউজফিডের দিকে তাকিয়ে থাকার পরিবর্তে বিভিন্ন মজাদার গেম খেলে তাদের সময় কাটান।
আপনি যাকে আকৃষ্ট করতে চান, সে বেশিরভাগ যেই গেমগুলি খেলে থাকে. আপনিও সেই গেমগুলি খেলা শুরু করুন। পাশাপাশি যখন সে অনলাইনে থাকে, তখন তার সাথে বা তার বিপরীতে গেম খেলুন। এতে আপনার প্রতি কখনো তার মনে একঘেয়েমীর সৃষ্টি হবে না।
বিভিন্ন ছবিতে ট্যাগ করুন এবং কমেন্ট করুন:
এটি অনেক গুরুর্ত্বপূন একটি অংশ। আপনি যাকে আকৃষ্ট করতে চান, আপনাকে অবশ্যই নিজেকে তার সামনে তুলে ধরতে হবে। আর এটি করার জন্য ফেসবুকে রয়েছে ট্যাগ করার মত একটি অসাধারণ ফিচার। আপনার সুন্দর সুন্দর ছবিতে তাকে ট্যাগ করুন। তার কমেন্টের রিপ্লাই দিন।
পাশাপাশি সেও যদি আপনাকে কোন ছবিতে ট্যাগ করে, তাহলে একই কাজ সেখানেও করুন। মোটকথা তার মধ্যে এমন মানসিকতা তৈরী করুন যেন আপনার পোষ্ট বা ছবিতে কমেন্ট করাটা তার জন্য আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়।
উপরের সবগুলি ধাপ যদি আপনি সফলভাবে সম্পন্ন করে থাকেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা দুজনেই এখন দুজনের খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছেন। ঠিক এভাবেই নিজেদের সম্পর্কটাকে ধরে রাখুন এবং উপরের আইডিয়াগুলির বাইরেও আপনার যদি কোন পরিকল্পনা থেকে থাকে, তাহলে সেটি প্রয়োগের মাধ্যমে তাকে বার বার নিজের দিকে আকৃষ্ট হতে বাধ্য করে তুলুন।
ফেসবুকে কোন ছেলেকে যেমন আকৃষ্ট করার উপায় রয়েছে, তেমনি কোন মেয়েকে ভাল লেগে গেলে তাকে আকৃষ্ট করারও উপায় রয়েছে। কাজেই, ছেলেরা এই উপায়গুলো ব্যবহার করুন আর ফেসবুকে ভাললাগা মেয়েটিকে আপন করে নিন।
Leave a Reply