কখনো কি ফেসবুকে নিজেকে নিজে মেসেজ পাঠানোর কথা ভেবেছেন? ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব, কেমন করে নিজেকে নিজে মেসেজ পাঠাবো! হ্যাঁ, এটা সম্ভব, চাইলে আপনি নিজেকেই নিজে মেসেজ পাঠাতে পারবেন আর সে উপায়টিই আমি আপনাকে জানাবো আজ।
ফেসবুকের সবচেয়ে বেশি ব্যবহৃত ফিচারটি সম্ভবত ম্যাসেজিং। দিনে-রাতে একে, তাকে, প্রিয়জনের সাথে আড্ডা বা কথা শেয়ার করার জনপ্রিয় একটি প্লাটফর্ম হয়ে উঠেছে এটি গত এক দশকে।
তবে অনেকেই হয়ত জানেন না, শুধু অন্যকেই নয়, চাইলে কিন্তু ফেসবুকে আপনার নিজের আইডি থেকে আপনাকেও ম্যাসেজ পাঠাতে পারেন! এটি যেমন বন্ধুদের অবাক করে দেবার মতো একটি কৌশল, তেমনি কিন্তু বেশ কাজেরও।
ফোন থেকে ছোটখাটো কোন ফাইল নিজেকে সেন্ড করলেই সেটা আপনার কম্পিউটারে লগ ইন করা একাউন্টে পেয়ে যাবেন। অল্প একটু কাজের জন্য আপনাকে ডাটা কেবল, ই-মেইল কিংবা ফাইল শেয়ারিং অ্যাপের প্রয়োজন পড়ছে না।
ম্যাসেঞ্জার ওয়েব এবং ম্যাসেঞ্জার অ্যাপ এই দুইটির যেকোন একটি ব্যবহার করে নিজেকে ম্যাসেজ পাঠাতে পারবেন। তবে ফেসবুকের বেসিক, ফ্রি বা মোবাইল ভার্সন থেকে প্রথমবারের মতো নিজেকে নিজে ম্যাসেজ পাঠাতে পারবেন না।
ম্যাসেঞ্জার ওয়েব
যারা শুধুমাত্র কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার তাদের জন্যই ম্যাসেঞ্জার ওয়েব। এবার ম্যাসেঞ্জার ওয়েব থেকে নিজেকে নিজে ম্যাসেজ পাঠানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- কম্পিউটার থেকে ফেসবুক-এ লগইন করুন।
- এরপর হোম পেজের একেবারে ডান পাশের কলামে থাকা আপনার নাম এবং News Feed লেখাটির ঠিক নিচে থাকা ম্যাসেঞ্জারের লোগো যুক্ত Messenger লেখাটির উপরে ক্লিক করুন।
- মেসেঞ্জার ওয়েবের যে পেজটি ওপেন হয়েছে, সেটির বাম পাশের কলামে তাকালে উপরে Search Messenger লেখা একটি সার্চবক্স দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনার প্রোফাইলের নাম লিখুন।
- নাম লেখার সাথে সাথেই সার্চবক্সের নিচে আপনার নামটি দেখতে পাবেন। আপনার নামের উপর ক্লিক করুন!
- ব্যাস, আপনার সাথে আপনার কনভারসেশন চালু হয়েছে। এবার যে কোনও ম্যাসেজ পাঠাতে পারেন নিজেকে। একবার কোন ম্যাসেজ পাঠানোর পর ফেসবুকের বেসিক, ফ্রি, মোবাইল ইত্যাদি যে কোন ভার্সন থেকেই পরবর্তীতে নিজেকে ম্যাসেজ পাঠাতে পারবেন।
ম্যাসেঞ্জার অ্যাপ
ম্যাসেঞ্জার অ্যাপ থেকে আরও সহজে নিজেকে নিজে ম্যাসেজ পাঠাতে পারবেন।
- জাস্ট ম্যাসেঞ্জারে ঢুকে সার্চবারে নিজের আইডির নামটি টাইপ করবেন।
- তারপর দেখবেন আপনার প্রোফাইলটি সার্চবক্সে নিচে শো করছে।
- এবার নিজের নামের উপরে চাপ দিলেই নতুন কনভারসেশন ওপেন হয়ে যাবে।
এখন এখান থেকে ইচ্ছেমত নিজেকে ম্যাসেজ পাঠান!! ফেসবুকে নিজেকে নিজে ম্যাসেজ পাঠানোর কৌশলটি কেমন লেগেছে কমেন্টে সেটি জানাতে ভুলবেন না।
Leave a Reply