ফেসবুক মার্কেটিং কোর্স আপনার অনলাইন অ্যাক্টিভিটি বাড়িয়ে তুলবে। ফলে, সহজেই আপনি অনলাইনে জব পেয়ে যাবেন সেই সব কোম্পানীতে যেগুলো তাদের প্রোডাক্ট সেলের জন্যে ফেসবুকের উপর নির্ভরশীল। এছাড়া, প্রায় প্রতিটি আউটসোর্সিং ওয়েবসাইটেই ফেসবুক মার্কেটারের চাহিদা রয়েছে।
একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এইসব মার্কেটপ্লেস থেকে ঘন্টায় ১৫ থেকে ৪০ ডলার আয় করে থাকেন। তবে, এটা এমন নয় যে কোন যোগ্যতা ছাড়াই যে কেউ নিজেকে এই উচ্চতায় নিয়ে যেতে পারেন। কারণ, আমরা সকলেই জানি যে, আর্নিং এর জন্যে লার্নিং প্রয়োজন।
আর অনলাইনে প্রচুর লার্নিং কোর্স রয়েছে যার মাঝে ফেসবুক মার্কেটিংও আছে। আসুন, এ রকম ১টি কোর্সের সাথে পরিচিত হই যেটি আপনাকে ফেসবুক মার্কেটিং এর উপর দক্ষ করে তুলবে।
মাস্টারি ফেসবুক মার্কেটিং কোর্স ২০১৯
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্লাটফর্ম udemy পরিচালিত একটি অসাধারণ কোর্স এটি। একেবারে নতুন থেকে শুরু করে যে কোন স্টেজের মানুষই এই কোর্সে অংশ নিতে পারবে। ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১ লক্ষ ৫০ হাজার ফেসবুক ইউজার এই কোর্সটি করেছে।
যা যা শিখবেন:
- নতুন অডিয়েন্সের সঙ্গে কানেক্টিভিটি তৈরি
- ফেসবুক অ্যাডস্ এর মাধ্যমে অ্যাড কস্ট কমানোর উপায়
- ফেসবুক অ্যাডস্ ম্যানেজারে মাস্টারিং
- ফেসবুক পিক্সেল ও ট্র্যাকিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট
- বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে অল্প সময়ে অধিক পোস্ট
- সেলস্ বাড়ানোর উপায়
- ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাডভান্সড্ ফিচারের ব্যবহার, ইত্যাদি।
যাদের জন্যে এই কোর্স:
- ছোট ব্যবসা মালিকদের জন্যে
- অ্যাড ম্যানেজারদের জন্যে
- কর্পোরেট প্রফেশনালদের জন্যে
- ব্লগার, ইনফ্লুয়েন্সার ও পাবলিক ফিগারদের জন্যে
- অনলাইন মার্কেটারদের জন্যে, এছাড়া
- ফেসবুক মার্কেটিংয়ে এক্সপার্ট হতে চায় এমন যে কারো জন্যে
যা যা লাগবে:
- একটি ফেসবুক অ্যাকাউন্ট
আশা করি, এই ফেসবুক মার্কেটিং কোর্স পরিচিতিটি আপনার ভাল লেগেছে এবং এটি শেয়ার করে আপনি আপনার সকল বন্ধুদের জানিয়ে দেবেন। আর হ্যাঁ, একটা তথ্য দিয়ে রাখা দরকার। সেটি হচ্ছে এই কোর্সটি এক সময় ফ্রি ছিল, অনেকেই বিনামূল্যে কোর্সটি করেছেন। কিন্তু অল্প কিছুদিন আগে Udemy কতৃপক্ষ এটিকে পেইড করে ফেলেছে। সমস্যা নেই, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখায় আগ্রহী হন, তবে ফেসবুক মার্কেটিং এর উপর ফেসবুকের ১৬টি ফ্রি সাটিফিকেট কোর্স করতে পারেন।
Leave a Reply