বিশ্বব্যাপী বহুল জনপ্রিয় ফেসবুক অ্যাপ দিয়ে করা যায় অনেক কিছুই। বর্তমানে আমাদের বেশির ভাগ সময়ই কাটে ফেসবুকে। হতে পারে সেটা কোন গুরুত্বপূর্ণ খবর পড়ে কিংবা অযথাই নিউজ ফিড স্ক্রল করে। এই ফেসবুক ব্যবহারের সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও কম নয়। বিভিন্ন বিষয়ে ফেসবুক নিয়ে প্রায়ই আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিন্তু সহজ কিছু ফেসবুক টিপস্ জানা থাকলে ফেসবুকের সমস্যাগুলো আমরা এড়িয়ে যেতে পারি সহজেই।
ফেসবুক টিপস্ ফেসবুক ব্যবহারকে করে আরো স্বাচ্ছন্দ্যময়। ফেসবুকে বলতে গেলে সব জায়গায়ই আছে নিরাপত্তার ব্যবস্থা। কেবল না জানার কারণেই অনেকে এখানে হয়রানির শিকার হয়। জেনে এমন কিছু টিপস্ যা আপনার ফেসবুক ব্যবহারকে করে তুলবে নিরাপদ ও আনন্দময়।
২৫টি ফেসবুক টিপস্
ফেসবুকটা চমৎকারভাবে ব্যবহার করার জন্য অগণিত টিপস্ আছে। এর মধ্য থেকে যেগুলো আমাদের সচরাচর কাজে আসে এবং প্রত্যেকের জানা প্রয়োজন এমন ২৫টি ফেসবুক টিপস্ এখানে দেওয়া হলো।
আরো পড়ুন:
- ফেসবুক থেকে আয় করার সেরা ১০ উপায়
- অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করবেন যেভাবে
- মোবাইল কেনার আগে আপনার যা জানা ও মানা উচিত
নিউজ ফিডে গুরত্বপূর্ণ বা মজাদার কিছু পেলে সেটা সেভ করে নিন
নিউজ ফিডে এমন কিছু পেলেন যেটার প্রতি আপনি আগ্রহী। অথবা এমনও হতে পারে কনটেন্টটি পরবর্তীতে আপনার কাজে লাগবে। কিন্তু এই মুহূর্তে পড়া বা দেখার সময় নেই। সুতরাং, সেভ করে নিন পরবর্তী সময়ের জন্য।
যেকোন পোস্ট সেভ করে রাখতে চাইলে আপনার ফেসবুক অ্যাপ থেকে সেই পোস্টের ডান পাশের তীর চিহ্নে ক্লিক করুন। তারপর ক্লিক করুন ‘Save post’ অপশনে। পরবর্তীতে খুঁজে পেতে চাইলে ‘Saved’ আইটেমে যান। সেভ করার বিষয়টি ‘More’ অপশনেও থাকে।
বিরক্তিকর গেমের ইনভাইটেশন নটিফিকেশন বন্ধ করে দিন
ক্যান্ডি ক্রাশের মতো প্রচুর গেম আছে বারবার বিভিন্ন জনের কাছ থেকে যেগুলোর ইনভাইটেশন পেতে হয়। রিকোয়েস্ট বন্ধ করতে More→ Setting→ Account Setting→ Notification→ Mobile→ uncheck Application Invite যান আর বন্ধ করে ফেসবুক গেমের ইনভাইটেশন।
আপনার প্রোফাইল পিকচারটিকে অ্যানিমেটেড GIF করুন
আপনার ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে ক্লিক করুন ‘Take a New Profile Video’.
তারপর আপনার একটি শর্ট ভিডিও সেখানে আপলোড করতে পারেন।
নিউজ ফিডে অটো-প্লেয়িং ভিডিও বন্ধ করে দিন
নিউজ ফিড স্ক্রল করার সময় বিভিন্ন ভিডিও অটো-প্লে হতে দেখা যায়। বিভিন্ন পরিস্থিতিতে যেগুলোর সাউন্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।
আপনি চাইলেই ফেসবুক অ্যাপের More অপশনে গিয়ে Videos and Photos এ শুধু Wi-Fi কানেকশনে চলবে বা Never ক্লিক করে সবসময়ের জন্য অটো-প্লে বন্ধ করে দিতে পারেন।
আগের বছরগুলোতে ঠিক আজকের দিনে আপনার ফেসবুক অ্যাক্টিভিটি দেখুন
ফেসবুকের On This Day ফিচারে নির্দিষ্ট দিনে আগের বছরে আপনার ফেসবুক অ্যাক্টিভিটি চেক করতে পারেন।
শুধুমাত্র আপনিই আপনার আগের অ্যাক্টিভিটি দেখতে পারবেন। Facebook.com/onthisday লিংক থেকে আপনি এটা দেখতে পারেন। কোন নির্দিষ্ট ব্যক্তির সাথের কোন মেমরি দেখতে না চাইলে ফেসবুক আপনাকে সেই সুবিধাও দিবে।
আপনার অ্যাক্টিভিটি লগ থেকে যা লাইক, শেয়ার বা কমেন্ট করেছেন তা দেখতে পারেন
অ্যাক্টিভিটি লগে আপনার প্রত্যেক দিনের সব কার্যক্রম রেকর্ড করা থাকে। ফেসবুকে আপনি কী করলেন সবকিছু চাইলে চেক করতে পারেন Activity Log থেকে। এটা শুধু আপনিই দেখতে পারবেন।
কোন ব্যক্তি বা পেজের কোন আপডেট মিস করতে না চাইলে সেগুলো সিলেক্ট করে নিন
কোন পেজ বা নির্দিষ্ট ব্যক্তির সব পোস্ট দেখতে চাইলে সেটা See First দিয়ে রাখতে পারেন।
প্রথমে More→ Setting→ News Feed Performance তারপরই নির্বাচিত ব্যক্তি বা পেজের পোস্টের পাশে ছোট নীল তারকা চিহ্নিত অংশ সহ নিউজ ফিডে প্রথমে তাদের অবস্থান থাকবে।
ফ্রেন্ড এবং ফলোয়ারের মধ্যে পার্থক্য রাখুন
দুইভাবে ফেসবুকে কারো সাথে যোগাযোগ রাখা যায় : বন্ধু হয়ে বা ফলো করে।
বন্ধুরা আপনার সব পোস্ট দেখতে পারবে। কিন্তু ফলোয়াররা সেই পোস্টগুলোই দেখবে যেগুলোর প্রাইভেসি পাবলিক করা। Follower সেকশনে গিয়ে কারা আপনাকে ফলো করতে পারবে সেটা ইচ্ছেমতো ঠিক করে নিতে পারেন।
আপনার প্রোফাইলটি অন্যরা কী রকম দেখে সেটা দেখে নিন
অন্যরা আপনার প্রোফাইলে এলে কেমন দেখে সেটা চেক করতে হলে নিজের প্রোফাইলে যান। তারপর সেখানে View as অপশন ক্লিক করুন। তারপর দেখুন অন্যদের কাছে আপনার প্রোফাইলি কেমন দেখায়।
নির্দিষ্ট কাউকে আপনার করা পোস্টটি দেখতে দিতে না চাইলে তাকে বাদ দিয়ে পোস্ট করুন
ফেসবুক টিপসের মধ্যে এটা অত্যন্ত জরুরি। একটা পোস্ট করতে গেলে তিনটা অপশনে করা যায় : Friends, Friends of Friends & Everyone।
পোস্টের ওপরের ডানপাশের কোণার তীর চিহ্ন থেকে যেকোন প্রাইভেসি নির্বাচন করা যায়। Edit privacy তে গেলেই অপশনগুলো পাওয়া যাবে।
যদি নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বাদ দিয়ে পোস্ট করতে চান তবে মোবাইল অ্যাপের ক্ষেত্রে Friends except এ গিয়ে যাদেরকে বাদ দিতে চান তাদেরকে সিলেক্ট করুন। ডেক্সটপের ক্ষেত্রে ক্লিক করুন Custom।
আপনি ছাড়া অন্য সবার কাছ থেকে আপনার ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখুন
আপনার ফ্রেন্ড লিস্টে কতজন আছে বা কারা আছে তা কাউকে দেখাতে না চাইলে লিস্টটি হাইড করে ফেলুন।
ডেক্সটপ থেকে ফ্রেন্ড লিস্টে Manage এ ক্লিক করুন। তারপর Edit Privacy. তারপর আপনার ফ্রেন্ড লিস্ট, ফলোয়ার বা আপনি যাদের ফলো করেন এসব কারা দেখতে পারবে তা নির্ধারণ করে দিতে পারবেন।
রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তণ বন্ধুদের কাছ থেকে হাইড করুন
হঠাৎ রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করলেন আর সেটা আপনার বন্ধুদের নিউজ ফিডে শো করল। এটা মাঝে মাঝে বিব্রতকরও হয়।
তাই চাইলেই আপনার রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না এমনটা করতে পারেন। Edit profile এ গিয়ে Family & Relationship অপশনে ক্লিক করুন। তারপর প্রাইভেসি রাখুন Only me.
নির্দিষ্ট কোন ফটো অ্যালবাম বা ইভেন্ট টাইমলাইন থেকে হাইড করে রাখুন
কোন ফটো অ্যালবাম যেটা আপনি চান না যে অন্য কেউ দেখুক। আবার ডিলেটও করতে চান না। সেক্ষেত্রে সেগুলো কেবল আপনি দেখবেন এমন প্রাইভেসি দিয়ে রাখুন। আপনার লাইফ ইভেন্ট, রিলেশন, নতুন চাকরি এসবও আপনি হাইড করে রাখতে পারেন।
ফটো অ্যালবাম বা ইভেন্টের পাশের আইকনে চোখ রাখুন। দুটো ছোট মানুষের আইকন মানে শুধু বন্ধুরা দেখবে, গ্লোভ মানে এটা পাবলিক আর প্যাডলক আইকন বোঝায় শুধু আপনিই এটা দেখতে পারবেন।
বিরক্তিকর লোকজনকে ব্লক করে দিন
ফেসবুক টিপস্ এর মধ্যে এটা অন্যতম। ভাবা যায় না এই অপশনটা না থাকলে কী হতো!
আপনাকে মেসেজ দিয়ে বা পোস্টে আপত্তিকর কোন কমেন্ট করে বিরক্ত করলে সেই ব্যক্তিকে আপনি ব্লক করে দিতে পারবেন। অর্থাৎ ওই ব্যক্তি আপনার প্রোফাইল বা আপনাকে আর কখনোই খুঁজে পাবে না, আপনার সাথে যোগাযোগ করতে পারবে না।
যাকে ব্লক করতে চান তার প্রোফাইলে গিয়ে ওপরের ডান পাশের কোণার তিনটা ডট চিহ্নে ক্লিক করুন। তারপর সিলেক্ট করুন Block.
যত জায়গায় আপনি এ পর্যন্ত লগ ইন করেছেন দেখুন এবং লগ আউট করুন
আপনার ফেসবুক অ্যাপ থেকে সিলেক্ট করুন More→ Settings→ Account Setting→ Security→ Active Session. অ্যাকটিভ সেসনে দেখতে পাবেন লগ ইন ডিভাইসগুলো। “X” ক্লিক করে সব ডিভাইস থেকে লগ আউট করে নিন।
কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে চাইলে অ্যালার্ট সেটিং করে রাখুন
ফেসবুকে লগইন অ্যালার্ট এবং লগইন অ্যাপ্রুভাল অন করে রাখতে পারেন সিকিউরিটি সেটিংয়ে গিয়ে।
আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকার চেষ্টা করলে আপনার ইমেইল বা ফেসবুক নটিফিকেশনের মাধ্যমে সেটা জানতে পারবেন। লগইন অ্যাপ্রুভাল মানে হচ্ছে অন্য কোন ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার ফোনে একটি কোড আসবে যেটা ছাড়া লগইন সম্ভব না।
জন্মদিনের নটিফিকেশন বন্ধ করে দিন
প্রতিদিন অনেকের জন্মদিনের নটিফিকেশন জমা হওয়া যদি বিরক্তিকর মনে হয়, তবে Account Setting এ গিয়ে Birthday অপশন বন্ধ করে রাখুন।
পছন্দের মানুষের প্রত্যেকটি পোস্টের নটিফিকেশন অন করে নিন
নির্দিষ্ট কারো প্রত্যেকটি পোস্ট দেখতে চাইলে তার প্রোফাইলে গিয়ে Friends অপশনে ক্লিক করে Get Notification চালু করুন।
কোন প্রোফাইল বা পেজ না খুঁজে একটি নির্দিষ্ট কিওয়ার্ড এবং টপিক খুঁজুন
ফেসবুক টিপস্ এ আপনি শুধু একজন ব্যক্তি বা একটি পেজই খুঁজে নিতে নয়, বরং যে কোন কিওয়ার্ড বা টপিক সার্চ দিয়ে যে কোন জায়গা থেকে তা খুঁজে নিতে পারবেন।
যেমন : iPhone 6 বা James Bond লিখে সার্চ দিন। এই বিষয়ে যত জায়গায় যত পোস্ট লেখা হয়েছে আপনি এক এক করে সব পড়তে পারবেন।
আপনার নাম কীভাবে উচ্চারণ করতে হবে তা জানিয়ে রাখুন
বন্ধুরা আপনার নামের উচ্চারণ ভুলভাবে করছে? এই ফেসবুক টিপস্ টি তাহলে আপনার জন্য।
ডেক্সটপে আপনার প্রোফাইল এডিটিংয়ে গিয়ে Details About You তে ক্লিক করে উচ্চারণ লিখুন। আপনি চাইলে প্রোফাইলে একটা ডাকনামও সেভ করে রাখতে পারেন।
যাদের পোস্ট দেখতে বিরক্তি আসে তাদেরকে আনফলো করে রাখুন
যাদের পোস্ট আপনি দেখতে চান না। আবার আনফ্রেন্ডও করতে চান না। তাদেরকে আনফলো করে দিন। এই ফেসবুক টিপস্ টি আপনার সামাজিক সম্পর্ক ভালো রাখতে সহায়ক ভূমিকা রাখবে। কারণ, আনফলো করলে তাদের পোস্ট আর আপনার নিউজ ফিডে শো করবে না। কিন্তু তারা আপনার ফ্রেন্ড লিস্টে ঠিকই থাকছে।
যাকে আনফলো করতে চান তার প্রোফাইলে গিয়ে Following অপশনে ক্লিক করুন। তারপর Unfollow.
কোন ধরনের পোস্ট আপনার পছন্দ না তা ফেসবুককে জানান
আপনার নিউজ ফিডে বিভিন্ন ধরনের পোস্ট আসে। যে ধরনের পোস্টে আপনি লাইক কমেন্ট বেশি করেন সাধারণত সেগুলোই বেশি আসে। তবে কোন পোস্ট যদি আপনার পছন্দ না হয় তবে পোস্টের ডান পাশের তীর চিহ্নিত অংশে ক্লিক করে প্রেস করুন I don’t like this post. এতে এই ধরনের পোস্ট ফেসবুক আর আপনাকে রিকমেন্ড করবে না।
বন্ধু তালিকার বিশেষ বন্ধুদের আলাদা গ্রুপে রাখুন
আপনার স্কুল, কলেজ বা এলাকার বন্ধুদের নিয়ে আলাদা গ্রুপ করতে পারেন। Friend অপশনে গিয়ে See friend list এ ক্লিক করে যে কাউকে নির্দিষ্ট গ্রুপে অ্যাড করা যায়।
নিজের সম্পর্কে একটা ছোট বায়ো রাখুন প্রোফাইলে
অল্প কথায় নিজের সম্পর্কে একটা বায়ো অ্যাড করতে পারেন প্রোফাইলের ওপরের অংশে।
যেকোন সময় আপনি সেটা এডিট করতে পারেন।
কোন পোস্টে কমেন্ট করার পর ওখান থেকে বারবার নটিফিকেশন আসা বন্ধ করুন
প্রায়ই দেখা যায় কোন একটা পোস্টে কমেন্ট করার পর সেখান থেকে বারবার নটিফিকেশন আসতে থাকে। অন্য যে কেউ ওই পোস্টে কমেন্ট করলে সেটার নটিফিকেশন আসে বারবার। যা রীতিমত বিরক্তিকর এবং নটিফিকেশনেরর ভয়ে অনেকেই কমেন্ট করা থেকেই বিরত থাকে।
কোন পোস্টের নটিফিকেশন বন্ধ করতে ফেসবুক অ্যাপ থেকে এর ওপরের ডান পাশের কোণার তীর চিহ্নে ক্লিক করুন এবং সিলেক্ট করুন Turn off notification for this post.
ব্যবহারের সঠিক নিয়মাবলী এবং উল্লিখিত ২৫টি ফেসবুক টিপস্ জানা থাকলে সকল প্রকার ঝামেলা এড়িয়ে বহুল জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক ফেসবুক ব্যবহার হয় আরো সহজতর। নিরাপদে ফেসবুক ব্যবহারের জন্য এই ফেসবুক টিপস্ গুলো জেনে রাখা প্রত্যেকের জন্যই জরুরি। প্রয়োজনের মুহূর্তে যে কোন ফেসবুক টিপস্ কাজে আসতে পারে। তাই, আপনার ওয়ালে শেয়ার করে পোস্টটি আজীবনের জন্য সেভ করে রাখুন।
মাহফুজ বিন মনসুর says
দারুণ দারুণ টিপস্, সবই ফেসবুক ইউজারদের জন্য দরকারি ও উপকারি, ভালো লিখেছেন, চালিয়ে যান।
তাজওয়ার উচ্ছাস says
ফেসবুক নিয়ে গুরুত্বপূর্ণ পোস্ট যা ফলো করার মাধ্যমে ব্যবহারকারী আসলেই আরো বুদ্ধিমান ও নিরাপদ হয়ে উঠবে।
শারমিন says
আমার জন্মদিনের নটিফিকেশন যাতে কেউ না পায় সে জন্য কি করব
আমি জন্ম তারিখ জানাতে চাই না
টি আই অন্তর says
ধনবাদ, শারমিন। আপনার জন্মদিনের নোটিফিকেশন বন্ধ করার উপায় জেনে নিন। লেখাটি পড়ে খুব সহজেই আপনি আপনার জন্মদিনের নোটিফিকেশন অন্যদেরকে জানানো থেকে ফেসবুককে বিরত রাখতে পারবেন।