ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পেছনে একজন মানুষের বিভিন্ন কারণ থাকতে পারে। কেউ কেউ শুধুমাত্র পরিচিত মানুষদের সাথে যোগাযোগ রক্ষার জন্য অ্যাকাউন্ট তৈরী করেন। কেউবা আবার নতুন বন্ধু বা অনলাইনে গার্লফ্রেন্ড পাওয়ার জন্য। তবে কারণ যাই হোক না কেন, বর্তমানে প্রতিটি মানুষের জন্যই ফেসবুকের অ্যাকাউন্ট থাকাটা অতি জরুরী একটি বিষয়ে পরিণত হয়েছে।
ফেসবুকে আপনি কোন মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পেয়ে যাবেন কিনা তা নির্ভর করে সম্পূর্ণভাবে আপনার নিজের উপরই। শুধুমাত্র ফেসবুকে প্রোফাইল তৈরী করে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠালেই যে সে আপনার প্রতি আগ্রহী হয়ে পড়বে এমন ভাবাটা ভুল।
আপনি যেমন এখানে নিজের জন্য কোন ভাল মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পাওয়ার চেষ্টা করছেন, একইভাবে ফেসবুকে থাকা প্রতিটি মেয়েও তার জন্য এমন কাউকে বয়ফ্রেন্ড হিসেবে নির্বাচন করতে চায়, যার সাথে সে একটি সুন্দর সম্পর্ক তৈরী করতে পারবে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, ফেসবুকে কোন মেয়ের সাথে আমাদের প্রাথমিক আলাপচারিতা হলেও আমরা সেটিকে খুব বেশি দুর পর্যন্ত নিয়ে যেতে পারি না। খুব অল্প সময়ের মধ্যেই মেয়েটি আমাদের সম্পর্কে অনাগ্রহী হয়ে পড়ে এবং ম্যাসেজের রিপ্লাই করা বন্ধ করে দেয়। ফেসবুকে কোন মেয়েকে ভাল লেগে গেলে তাকে নিজের প্রতি আকৃষ্ট দারুণ কিছু উপায় রয়েছে।
তবে, যত উপায়ই থাকুক না কেন, অনেকেই মেয়েদের সঙ্গে চ্যাট করতে গিয়ে সবকিছুতে গোলমাল পাকিয়ে ফেলেন। ইনবক্সে এমন আচরণ করে ফেলেন, এমন ধরণের কথা বলে ফেলেন যা মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু দুর্দান্ত টিপস, যার মাধ্যমে আপনি আপনার পছন্দের মেয়েটিকে ফেসবুক চ্যাটের মাধ্যমে গার্লফ্রেন্ড হিসেবে পেয়ে যাবেন।
আপনার প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলুন:
আপনি যদি সত্যিই কোন মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান, যাকে আপনি ফেসবুকে ভালোবেসে ফেলেছেন এবং একই সাথে তাকে আপনার গার্লফ্রেন্ড হিসেবে পেতে চান, তাহলে প্রথমেই আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলটিকে সুন্দরভাবে সাজাতে হবে। কোন রকম ভুল তথ্য দেবেন না, যেমন আপনার আসল নাম রেখে অন্য নাম দেয়া থেকে বিরত থাকা।
যদি ইতিমধ্যেই এই ভুলটি করে ফেলে থাকেন, মানে নিজের নামের বদলে অন্য নাম দিয়ে থাকেন, তবে এখনই সেটি বদলে নিন। আপনার আসল নাম দিয়ে পরিবর্তণ করে নিন। নাম বদলের প্রক্রিয়াটি না জানা থাকলে, জেনে নিন কিভাবে নিজের ফেসবুক আইডির নাম পরিবর্তণ করবেন।
ভুল নাম দেয়া ছাড়াও অনেকে আরেকটি ভুল কাজ করে থাকেন। সেটি হচ্ছে জন্ম তারিখ। বহু ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, যারা ফেসবুক আইডি খোলার সময় নিজের সঠিক জন্ম তারিখ না দিয়ে তাৎক্ষনিকভাবে যে কোনও একটা তারিখ দিয়ে রাখেন। কোন মেয়ের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটি ভবিষ্যতে বড় ধরণের সমস্যা তৈরি করতে পারে।
যেমন, আপনি ভুলে গিয়েছেন যে, ফেসবুক আইডিতে জন্মতারিখ হিসেবে কী দিয়েছিলেন। এদিকে আপনার সত্যিকারের জন্মতারিখ এসে গেল আর আপনি সেটি মেয়েটিকে জানালেন যেখানে মেয়েটি আপনার ফেসবুকে দেয়া জন্মতারিখ নিয়ে একটা প্ল্যান করে রেখেছে। এমন অবস্থায় আপনাদের সম্পর্কে কেমন প্রভাব পড়বে একবার ভেবে দেখুন।
অথবা, এমনও হয়ে যেতে পারে যে, আপনার আসল জন্মতারিখ আসতে এখনো অনেক দেরী। এদিকে ফেসবুকে দেয়া জন্মতারিখ এসে পড়ল আর মেয়েটি ঠিক ওই তারিখে আপনার ওয়ালে বিশাল একটা পোস্ট মেরে দিল এবং আপনার জন্যে জন্মদিনের উপহার নিয়ে হাজির হয়ে পড়ল, ভাবুন তো কী অবস্থা হবে! কাজেই, এ ভুলটি যদি করে থাকেন, চিন্তা নেই। ফেসবুক প্রোফাইলের জন্ম তারিখ পরিবর্তণ করার উপায় আছে। উপায়টা দেখে নিয়ে, নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করে আজই আপনার জন্মতারিখ পরিবর্তণ করে নিন।
এছাড়াও, আপনার প্রোফাইলে থাকা যাবতীয় অপ্রয়োজনীয় পোষ্ট ও ছবি মুছে ফেলুন। যখন যা খুশি পোষ্ট করার পরিবর্তে এমন বিষয়ে পোষ্ট করা শুরু করুন যে বিষয়ে মেয়েটি আগ্রহী। আপনার ব্যক্তিগত তথ্য সময়ের সাথে সাথে হালনাগাদ করুন। বিশেষ করে আপনার প্রোফাইল পিকচারটি কিছু দিন পর পর বদলাতে থাকুন। প্রোফাইলে কখনোই ফটোশপে এডিট করা কোন ছবি আপলোড করবেন না। যতটা সম্ভব স্বাভাবিক ছবি দেওয়ার চেষ্টা করুন।
মেয়েটিকে জানার চেষ্টা করুন:
প্রতিনিয়ত মেয়েটির প্রোফাইল ভিজিট করুন। সে যে-সব পোষ্ট শেয়ার করে সেগুলি মনোযোগ সহকারে পড়ুন। এতে তার ব্যক্তিত্ব সম্পর্কে আপনি ধারণা পেতে শুরু করবেন। যেহেতু কোন মেয়েই খুব সহজে আপনার সাথে তার ব্যক্তিগত বা পারিবারিক তথ্য শেয়ার করবে না, সেহেতু আপনার প্রয়োজনীয় যাবতীয় তথ্য আপনি তার ফেসবুক প্রোফাইল থেকে সংগ্রহ করতে পারেন।
আপনি যখন পরবর্তীতে তার সাথে চ্যাটিং করবেন, তখন এ ধরনের তথ্যগুলি আপনার কাজে আসবে এবং আপনি যে তার প্রতি আগ্রহী এটি বুঝতে তাকে সাহায্য করবে।
ফেসবুকে অ্যাক্টিভ থাকুন:
আপনার পছন্দের মেয়েটি যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকে, ঠিক একই সময়ে আপনিও অনলাইনে থাকার চেষ্টা করুন। বাস্তবিক জীবনের মত ভার্চুয়াল জগতেও কোন মানুষকে আকৃষ্ট করার জন্য তার আশে-পাশে নিজের অস্তিত্বের জানান দেওয়াটা জরুরী।
মেয়েটি যখনই কোন পোষ্ট করবে, ঠিক তখনই সর্ব প্রথমে কমেন্ট করার চেষ্টা করুন। কিছু দিন এভাবে প্রথমে কমেন্ট করার মাধ্যমে মেয়েটি স্পষ্ট ধারণা লাভ করবে যে আপনি তার সম্পর্কে আগ্রহী এবং সেও পরবর্তীতে কোন পোষ্ট করলেই এটা লক্ষ্য করা শুরু করবে যে সবচেয়ে প্রথম কমেন্টটি আপনার কিনা।
মেয়েটির সাথে নিয়মিত চ্যাট করুন:
যদি সে আপনাকে ফেসবুকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করে থাকে, তাহলে এটিই সঠিক সময় প্রথম পদক্ষেপটি গ্রহন করার। প্রথম দিকে তার সাথে যতটা সম্ভব স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যান। একই সাথে তার করা ছবি এবং পোষ্ট সম্পর্কে নিজের মতামত প্রকাশ করুন।
আপনি এর আগে তার প্রোফাইল থেকে যেসব তথ্য সংগ্রহ করেছিলেন সেগুলি নিয়েও কথাবার্তা বলতে পারেন। কথা বলার সময় এমন বিষয়গুলিকে এড়িয়ে চলুন, যা তাকে বিরক্ত করে। একই সাথে, আপনার সাথে কথা বলে যেন সে আনন্দ পায় এবং পুনরায় চ্যাট করতে আগ্রহী হয়, সে বিষটিও নিশ্চিত করুন।
এরপর আস্তে আস্তে চ্যাট করার সময়ে তার প্রতি আপনার আগ্রহকে বোঝানোর চেষ্টা করুন এবং তার মনোভাব উপলব্ধির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান।
ফেসবুক যা যা করবেন না:
ফেসবুক চ্যাটের মাধ্যমে কোন মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পেতে হলে করণীয় কাজগুলির সাথে এমন কিছু কাজ আছে যা বর্জণীয়।
- চ্যাটিং করার সময় অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বিরত থাকুন। মেয়েটি যেন কোনভাবে আপনাকে বাচাল না ভাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- নিজেকে জাহির করতে যাবেন না। আপনি স্বাভাবিক যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে উপস্থাপন করুন। বাড়িয়ে কথা বলতে গেলে উল্টো বিপদে পড়ার সম্ভাবনাই বেশি।
- কোন বিষয়ে নিজের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিশেষ করে এমন বিষয়গুলি থেকে নিজেকে দুরে রাখার চেষ্টা করুন, যার সম্পর্কে আপনার ধারণা কম।
- বিনা কারণে ফ্লার্টিং করার চেষ্টা করবেন না। মেয়েটির সাথে যথাসম্ভব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজার রাখুন এবং সময় নিয়ে অগ্রসর হোন। শুরুতেই ফ্লার্টিং করলে আপনার স্বভাব চরিত্র সম্পর্কে মেয়েটির মনে নেতিবাচক ধারণার জন্ম নেয়াটাই স্বাভাবিক।
ভার্চুয়াল জগত হোক আর বাস্তবিক জীবন হোক, কোন মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পেতে হলে সবার আগে নিজেকে তার সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাটাই মূখ্য বিষয়। প্রতিটি মেয়েই সবার আগে ছেলের ব্যক্তিত্বকে ভালোবেসে থাকে। তাই ফেসবুকে কাউকে গার্লফ্রেন্ড হিসেবে পেতে হলে সবার আগে নিজের ব্যক্তিত্বের প্রতি গুরুত্ব আরোপ করুন। একই সাথে মেয়েটির সাথে মানানসইভাবে নিজেকে গুছিয়ে নিয়ে তারপরই সামনের দিয়ে এগিয়ে যান।
Leave a Reply