অনেকের কাছেই মেসেঞ্জার কাজে লাগে কিন্তু ফেসবুক ব্যবহারে বিরক্তি লাগে। অথচ আমরা জানি না যে, ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করা যায়।
ফেসবুক বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের প্রধান কমপিটিটর হলো হোয়াটসঅ্যাপ। এজন্য মেসেঞ্জারের ফাংশনগুলোকে হোয়াটসঅ্যাপের সাথে কম্পিটিশনে যাবার মতো বানানো হয়েছে।
এরই একটা অংশ হিসেবে, ফেসবুক ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করার আপগ্রেডটি করা হয়েছে। যদিও মেসেঞ্জারের ফিচারের ডাইভার্সিটি হোয়াটসঅ্যাপ থেকে অনেক বেশি, তারপরেও এই আপডেটটি মেসেঞ্জারের গ্রহণযোগ্যতাকে আরো বাড়িয়ে দিয়েছে।
ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের সুবিধা-অসুবিধা আমাদের প্রায় সকলেরই জানা রয়েছে। কিন্তু এটা হয়তো অনেকের জানা নেই যে এটি এখন একটি আলাদা অ্যাপ যা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমের সকল ডিভাইসের জন্যেই সমানভাবে কার্য্যকর।
আমরা জানি, মেসেঞ্জার আগে ফেসবুকের সঙ্গে একটি বিল্ট-ইন ফিচার হিসেবে ছিল। ফেসবুক যখন এই ফিচারটাকে আলাদা একটি অ্যাপে রূপ দিয়ে বাজারে আনার ঘোষণা দিয়েছিল, তখন ফেসবুকের ইউজাররা আশ্চর্য্য হয়েছিল। আর ভেবেছিল আলাদা মেসেঞ্জারের কী দরকার!
কিন্তু যখন মেসেঞ্জার অ্যাপটি ইউজারদের হাতে পৌঁছালো আর সবাই ব্যবহার করতে শুরু করলো, তখন এর প্রয়োজনীয়তার ব্যাপারে কারো কোনও প্রশ্ন রইলো না। বরং, অ্যাপটির যাবতীয় সুবিধা দেখে সকল ইউজারই যারপরনাই খুশি হলো।
বর্তমান অনলাইন ব্যবসাকে অনেক সহজ করে দিয়েছে ফেসবুক মেসেঞ্জার। শুধুমাত্র ক্লায়েন্ট, সেলারের প্রতি মাসে প্রায় ৮ বিলিয়ন ম্যাসেজ আদান-প্রদান হয়। স্বাভাবিক ম্যাসেজ আদান-প্রদান হয় আরো কয়েকগুণ বেশি।
খুবই কম খরচে, দ্রুত যোগাযোগের এই মাধ্যমটি তাই অত্যন্ত জনপ্রিয়। আবার, সময়ের অপচয়ের কারণে অনেকে ফেসবুক অ্যাপ ব্যবহার করেন না। সব মিলিয়ে এ-রকম একটা ফিচারের দরকার ছিলো যার দ্বারা ফেসবুক অ্যাপ বা অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করা যাবে।
এই আর্টিকেলে জানবেন, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই ঝামেলাহীনভাবে মেসেঞ্জার ব্যবহার করবেন।
ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার করার উপায়
অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক মেসেঞ্জার
এটি করার জন্য প্রথমেই আপনাকে Google Play Store থেকে Messenger অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিংক উপরে দেয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ইউজাররা “অ্যান্ড্রয়েডের জন্যে” আর আইফোনের ইউজারার “আইফোনের জন্যে” লেখাটাতে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন।
নিয়ম ০১
যখন অ্যাপটি ওপেন করবেন, তখন ছবি-০১ এর মতো একটি পেজ আসবে। এখন আপনি “Create New Account” (ছবিতে লাল বর্ডার কালারে দেখানো হয়েছে) এ ক্লিক করবেন।
তখন ছবি-০২ এর মতো একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। যদিও ছবিতে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের শুরুতে +44 রয়েছে যা কিনা ইউনাইটেড কিংডমের কোড, আপনার ক্ষেত্রে কিন্তু এটি থাকবে না। বরং, আপনার ক্ষেত্রে ডিফল্টভাবে আমাদের বাংলাদের কোড +88 আসবে। আপনি শুধু আপনার নাম্বারটি দেবেন, যে নাম্বারটি দিয়ে আপনি মেসেঞ্জার ব্যবহার করতে চান।
যাইহোক, আপনার দেয়া মোবাইল নাম্বারটিতে একটা কোড আসবে যা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটিকে কনফার্ম করবেন। এই নাম্বারটি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে তা রিকভারিতে সাহায্য করবে।
নোট: মেসেঞ্জার ব্যবহারের জন্যে আপনার অবশ্যই ঐ নাম্বারটি ব্যবহার করা উচিৎ, যে নাম্বারটি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের কাছে রয়েছে। এতে আপনি একটি বাড়তি সুবিধা পাবেন যে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি সবাইকে মেসেঞ্জারে দেখতে পাবেন এবং অন্যরাও আপনাকে সহজে খুঁজে পাবে।
নিয়ম ০২
দুইটা নিয়মের প্রসেস আসলে একরকম। মেসেঞ্জার ওপেন করার পর যে ধরনের পেজ আসবে সে অনুযায়ী কাজ করবেন। এই নিয়মে নিচের ছবির মতো পেজ আসবে।
এখানের প্রথম ছবি থেকে “Not on Facebook” এ যাবেন।
এরপর দ্বিতীয় ছবির মতো একটা পেজ আসবে। এখানে আগের মতোই মোবাইল নাম্বার দিবেন, একটা ভেরিফিকেশন কোড আসবে, ঐটা সাবমিট করার পর মেসেঞ্জারে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে।
অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার মোবাইলে যাদের নাম্বার আছে, তাদের থেকে যারা যারা মেসেঞ্জার ব্যবহার করে তাদেরকে সরাসরি আপনার সাথে যুক্ত করতে পারবেন।
এরপর, আপনার প্রোফাইলের ছবি যুক্ত করতে পারবেন, সার্চ অপশনে গিয়ে ইমেইল বা নাম লিখে সার্চ দিয়ে পরিচিতজনের সাথে যুক্ত হতে পারেন। ছবি পাঠাতে পারবেন, ভয়েস কল বা ভিডিও কল দিতে পারবেন। অর্থাৎ, মেসেঞ্জারে থাকা সব ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন।
আইফোনে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার
আইফোনে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের নিয়ম প্রায় একই রকম। তাই, আমি আর ছবি ইউজ করলাম না। শুধু মাত্র স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটি তুলে ধরলাম।
স্টেপ-১. অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করে নিন। উপরে প্রথম ছবির নিচে “আইফোনের জন্যে” লেখা নীল বাটনটিতে ক্লিক করলেই এটি আপনাকে অটোমেটিক অ্যাপ স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে অ্যাপটি ইনস্টল করুন।
স্টেপ-২. প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
স্টেপ-৩. ছবি ও অন্যান্য তথ্য দিয়ে প্রোপাইল সাজিয়ে নিন, যদি প্রয়োজন মনে করেন।
স্টেপ-৪. যে-সব বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে মেসেঞ্জারে কানেক্টেড হতে চান, জাস্ট সিম্পলি তাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন এবং অ্যাড করে নি।
যারা ঝামেলাহীনভাবে শুধু যোগাযোগ স্থাপনের জন্য এবং হ্যাসেল ফ্রি কমিউনিকেশন করতে চান, তাদের জন্য ফেসবুক ছাড়া মেসেঞ্জার ব্যবহার করা অন্যতম ভাল চয়েস।
বর্তমানের কমিউনিকেশন অ্যাপগুলো যেমন- মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আমাদের যোগাযোগের ক্ষেত্রও বাহ্যিক দুরত্বকে অনেকখানি কমিয়ে এনেছে মেসেঞ্জার।
Garjan says
জেনে খুব ভাল লাগলো যে, ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও কিংবা না খুলেও মেসেঞ্জার ব্যবহার করা যায়। যারা ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকতে চান, কিন্তু মেসেঞ্জারও ব্যবহার করতে চান, তাদের জন্যে দারুণ একটি টিউটোরিয়াল শেয়ার করার জন্যে লেখককে ধন্যবাদ।