হাসতে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই, তাই ইউটিউব জুড়ে রয়েছে অসংখ্য ফানি ভিডিও চ্যানেল যেখানে বাংলাদেশী চ্যানেলেরও অভাব নেই। ডিজিটাল যুগের আবর্তন ও প্রসারের সাথে সাথে মানুষের এই সহজাত প্রবৃত্তিকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে অনেকেই তাদের ক্যারিয়ার গড়ে নিয়েছেন, যার সবচেয়ে বেশি প্রয়োগ দেখা গেছে ইউটিউবে।
ইউটিউবে থাকা জনপ্রিয় চ্যানেলগুলি আমাদের চরমভাবে বিনোদন দিয়ে থাকে যা আমরা টেলিভিশন থেকে কখনোই পাই না। এটিকে ভিডিওর স্বর্ণযুগ বললেও ভুল হবে না। যদি আপনি এমন কিছু দেখতে চান যা সত্যিই আপনাকে হাসাবে, তাহলে এখন আপনাকে আর টেলিভিশনের কোন নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে হবে না। শুধু খুজেঁ বের করুন এমন একটি চ্যানেল যা আপনাকে বিনোদন প্রদানে সক্ষম আর সাবস্ক্রাইব করুন, তারপর বাকিটা ইউটিউব নিজেই আপনার জন্য করে দেবে।
বর্তমানে বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেলগুলি এদেশের মানুষকে অনেক ভালো মানের বিনোদনের সাথে সাথে বিভিন্ন ধরনের সামাজিক সচেতনা মূলক বার্তাও দিয়ে থাকে। তাই, আজকে আমরা বিস্তারিত জেনে নিব বাংলাদেশী কয়েকটি ফ্রাঙ্ক ভিডিও চ্যানেল সম্পর্কে।
বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেল
বাংলাদেশে ইউটিউব ইন্ডাস্ট্রি খুব বেশি দিনের না হলেও বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেলগুলি খুব দ্রুতই মানুষের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। প্রত্যেকটি চ্যানেল তাদের নিজস্ব চিন্তাধারার আঙ্গিকে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং বিভিন্ন হাস্যকর ঘটনা তারা তাদের চ্যানেলগুলিতে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন। তাই চলুন দেরী না করে জেনে নিই বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেল সম্পর্কে-
SalmoN TheBrownFish
বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেল এর তালিকা তৈরী করতে হলে প্রথমেই জনপ্রিয় অভিনেতা সালমান মুক্তাদিরের SalmoN TheBrownFish চ্যানেলটির কথা বলতে হয়। চ্যানেলটিতে বাংলাদেশের বিশেষ করে ঢাকায় যারা বসবাস করে তাদের দৈনন্দিন জীবনের মজার বিভিন্ন কর্মকান্ড সবার সামনে তুলে ধরা হয়।
চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৭.৫ লক্ষেরও বেশি। এছাড়াও চ্যানেলটির বিভিন্ন গানের সাথে বাংলাদেশের নামকরা তারকাদেরও অভিনয় করতে দেখা যায়। তাছাড়া চ্যানেলটিতে প্রতি ১ লক্ষ সাবস্ক্রাইবার বৃদ্ধিতে বিশেষ ভিডিও তৈরী করে দর্শকদের উপহার দেওয়া হয়। “জান ও বেবী” গানটি এই চ্যানেলের সর্বাধিক ভিউপ্রাপ্ত ভিডিও, যার ভিউ এর পরিমাণ প্রায় ৭০ লক্ষ। ঘুরে আসতে পারেন SalmoN TheBrownFish চ্যানেল থেকে।
bongobd
বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেল এর তালিকায় bongobd এর অবস্থান দ্বিতীয়। এটি মূলত একটি বিনোদন ভিত্তিক ইউটিউব চ্যানেল যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৭.৫ লক্ষের মত। চ্যানেলটি কানায় কানায় বিনোদনে সমৃদ্ধ। বাংলা মুভি, মজার মজার নাটকসহ প্রচুর ফানি ভিডিওর মাধ্যমে bongobd খুব সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ঘুরে আসুন bongobd চ্যানেল থেকে।
Prank King Entertainment
বাংলাদেশের তরুনদের মাথায় প্র্যাঙ্ক এর জোয়ার যখন তুঙ্গে ঠিক তখনই Prank King Entertainment প্র্যাঙ্ক এর মাধ্যমে সবাইকে দারুন বিনোদন দেয়ার মাধ্যমে সবার মনে নিজেদের জায়গা করে নেয়। পরবর্তীতে বাংলাদেশে প্র্যাঙ্ক নিষিদ্ধ হওয়ার পর তারা প্র্যাঙ্ক এর পরিবর্তে বিভিন্ন ধরনের মজার মজার ঘটনা নিয়ে ভিডিও তৈরী শুরু করে। চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৫.৫ লক্ষের কাছাকাছি। ঘুরে আসতে পারেন Prank King Entertainment চ্যানেল থেকে।
Gaan Friendz
বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেল এর গতানুগতিক ভাবধারাকে সম্পূর্ণ বদলে দেয়া একটি চ্যানেলের নাম Gaan Friendz। নামের সাথে মিল রেখে তাদের চ্যানেলের প্রায় সব ভিডিওই গানের। কিন্তু গানগুলিকে এমনভাবে হাস্যরসের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করা হয়, যাতে যে কেউ না হেসে পারবে না। ৫.৫ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটি সবাইকে ইউটিউবের মাধ্যমে বিনোদন দিয়ে আসছে।
গানের ওস্তাদ এবং শিষ্যের গানের মাধ্যমে হাস্য রসাত্বক যুগলবন্দীর মাধ্যমে তারা এদেশের লাখো মানুষের মনে নিজেদের অবস্থান করে নিয়েছে। মূলত চ্যানেলটির আগের ভিডিওগুলোতে সৌভিক ও তামিম মৃধাকেই যথাক্রমে শিষ্য ও ওস্তাদের ভূমিকায় বেশি দেখা গেলেও বর্তমানে আনিকা করিব শখ, শামিম হাসান সরকার, জাকি এবং সৌমিকের মত তারকাদের উপস্থিতি প্রায়ই ধরা পড়ে। “দেবো না ধুমতানা” গানটি এই চ্যানেলের সর্বাধিক জনপ্রিয় ভিডিও। ঘুরে আসুন Gaan Friendz চ্যানেল থেকে।
BhaiBrothers Ltd
আমি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত যে যারা এই আর্টিকেলটি পড়ছেন তাদের সবাই আসিফ বিন আজাদের BhaiBrothers Ltd চ্যানেলটির সাথে পরিচিত। চ্যানেলটি শুরুর দিকে বিভিন্ন ফানি ভিডিও দিয়ে শুরু করলেও বর্তমানে তারা ইউটিউবে বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেল এর ভাবধারাকে সম্পূর্ণ অন্য পর্যায়ে পৌছে দিয়েছে। ইন্টারভিউ উইথ ছোট আজাদ সিরিজটিতে বাংলাদেশের অনেক খ্যাতনামা তারকাসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিবর্গের সাথে মজার মজার গল্পে সাক্ষাৎকার নেওয়া মাধ্যমে তারা তুমুল জনপ্রিয়তা অজর্ন করে। চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৪ লক্ষের কাছাকাছি। ঘুরে আসতে পারেন BhaiBrothers Ltd চ্যানেল থেকে।
আপনি চাইলে খুব সহজেই নিজের একটি ইউটিউব ভিত্তিক চ্যানেলে সবাইকে ভালো কিছু উপহার দেওয়ার মাধ্যমে ইউটিউবে আপনার ক্যারিয়ার গড়ে নিতে পারেন। কি বিষয়ে চ্যানেল তৈরী করবেন ভাবছেন? এখানে ক্লিক করে জেনে নিন ২০টি ব্রিলিয়ান্ট ইউটিউব চ্যানেল আইডিয়া সম্পর্কে।
ইউটিউবে যে চ্যানেলগুলি সবচেয়ে বেশি ভিউ পেয়ে থাকে তার মধ্যে বাংলাদেশী ফানি ভিডিও চ্যানেলগুলি ক্রমেই সবার নিকট গ্রহণযোগ্যতা অর্জন করে চলেছে। বাংলাদেশের ইউটিউবারগণ বর্তমানে নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ইউটিউবের বিভিন্ন ক্যাটাগরীতে চ্যানেল তৈরী করে সবাইকে বিনোদন দেওয়ার পাশাপাশি ইউটিউবকে নিজেদের ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছেন। যার কারণে প্রতিনিয়তই ইউটিউবে আমরা নতুন মুখ দেখতে পাচ্ছি যাদের মূল উদ্দেশ্যই হলো আপনার আমার বিনোদন।
Leave a Reply