আপনারা হয়তো রাশেদুল ইসলাম পাভেল ভাইয়ার “মুভি, গেম ও সফট্ওয়্যার ডাউনলোডের জন্য সেরা ৬টি টরেন্ট ওয়েবসাইট” পোস্টটি দেখেছেন। ফ্রি ভার্সনে অনেকেই টরেন্ট ডাউনলোডের ক্ষেত্রে সমস্যায় পড়েন। utorrent এবং bittorrent এর মাধ্যমে আপনারা টরেন্ট ডাউনলোড করতে পারবেন সেটাও নিশ্চই কারো অজানা নয়। তবে, প্রো-ভার্সন টরেন্ট ডাউনলোডার আপনাকে অনেক অ্যাডভান্সড্ লেবেলের সুবিধা দেবে।
উদাহরণস্বরূপ, ফ্রি-ভার্সন আর প্রো-ভার্সন এই দুটি ভার্সনের জন্য অনেকেই ঝামেলায় পড়েন। ফ্রি-ভার্সনে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। যেমন- অ্যাড শো করে, ভাইরাস এবং ম্যালওয়্যারের কোনো প্রটেকশন থাকে না, টরেন্ট স্ট্রিম করা যায় না ইত্যাদি। তাই, দরকার প্রো-ভার্সনের।
প্রো-ভার্সন টরেন্ট ডাউনলোডার
এমন অনেকেই আছেন যাদের ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো এবং তারা চান ডাউনলোডের সময় এক সাথে মুভিও দেখতে। এই সুবিধা ফ্রি-ভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, তাই প্রো-ভার্সন ব্যবহারের দরকার পড়ে।
প্রো-ভার্সন ইউটরেন্ট এবং বিটটরেন্ট ভাউনলোড করুন
খুব সহজেই আপনি প্রো-ভার্সন ইউটরেন্ট এবং প্রো-ভার্সন বিটটরেন্ট ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ডলার দিতে হবে না। প্রো-ভার্সন ইউটরেন্ট এবং বিটটরেন্টের ক্র্যাক ব্যবহার করেই আপনি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবেন।
অনেকেই হয়তো ভাববে, এভাবে ক্র্যাক ভার্সন ব্যবহার করলে ইন্টারনেট সংযোগ পেলে ক্র্যাক ভার্সন কাজ করে না। আমি বলবো, আপনি ব্যবহার করেই দেখুন, আমি নিজেও এইভাবে ব্যবহার করছি। প্রো- ভার্সন ব্যবহার করতে নিচের লিংকগুলোতে ক্লিক করে ডাউনলোড করে নিন। ৬৪ বিটেও এই সফট্ওয়্যার চালাতে পারবেন।
ফাইলটি জিপ করা রয়েছে এবং পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। পাসওয়ার্ড চাইলে shahriar দিয়ে দিবেন, তাহলেই আনজিপ হয়ে যাবে। ফাইলে Instructions নামের একটি টেক্সট ফাইল রয়েছে, সেটা ভালো করে বুঝে তারপর ইনস্টল দিন। আশা করি প্রো-ভার্সন ব্যবহারে কোনো সমস্যা হবে না।
এছাড়াও আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্যও প্রো-ভার্সন ইউটরেন্ট এবং প্রো-ভার্সন বিটটরেন্ট ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েট ফোনের জন্য ডাউনোড করুতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন। অ্যান্ড্রয়েড সফট্ওয়্যারগুলোও জিপ করা রয়েছে, আনজিপ করে নিন তারপর ইনস্টল করুন।
আশাকরি, টরেন্ট ডাউনলোডের ক্ষেত্রে এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। প্রো-ভার্সন ডাউনলোডে কোনো সমস্যা হলে নিচের কমেন্টবক্সে জানান।
Leave a Reply