সব ধরণের সফটওয়্যারের স্পিড বাড়ানো, পিসির ওভারঅল পারফমেন্স ভাল রাখা এবং কাজের সুবিধার জন্যে পিসির ড্রাইভার আপডেট রাখা আবশ্যক। কিন্তু খুঁজে খুঁজে একটা একটা করে ড্রাইভার আপডেট দেয়া বেশ বিরক্তিকর এবং সময় সাপেক্ষ। তাই, আজকে আপনাদের সন্ধান দিচ্ছি ছোট্ট একটি সফটওয়্যারের যেটা দ্বারা খুব সহজেই এবং এক ক্লিকেই আপেডেট করে নিতে পারবেন পিসির সাথে সংযুক্ত সকল বিল্ট ইন এবং এক্সটারনাল ডিভাইসসমূহের ড্রাইভার।
ড্রাইভার কি? এই প্রশ্নের উত্তর মোটামুটি আমরা সবাই জানি। তবুও এক কথায় বলতে গেলে ড্রাইভার হল কম্পিউটারের সিস্টেম ও হার্ডওয়্যারের চালক। বিভিন্ন হার্ডওয়্যার ও সিস্টেমকে সঠিকভাবে সর্বোচ্চ কার্যকররূপে পরিচালনার জন্য সঠিক ড্রাইভার প্রয়োজন।
অর্থাৎ, পিসির কোন হার্ডওয়্যার যদি একটি যাত্রীবাহী বাস হয়, তবে ড্রাইভার হল ঐ বাসের চালক। বাসের চালক যত এক্সপার্ট হবে, তত যাত্রীরা জার্নিতে আরাম পাবে। ঠিক তেমনি পিসির ড্রাইভার যত আপ-টু-ডেট থাকবে, পিসির পারফরম্যান্সও ততটা মজার ও স্পিডি হবে। যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেন, তারা উইন্ডোজের স্পিড বাড়ানোর ১০টি সহজ উপায় নিশ্চয়ই জানেন।
তবু, স্পিড বাড়ানোর জন্যে ড্রাইভার আপডেট দেয়া জরুরি। আমরা অনেকেই আমাদের অজান্তেই পুরনো ড্রাইভার নিয়ে পিসি চালিয়ে যাচ্ছি এবং পিসির পারফরম্যান্সের উপর বিরক্ত হচ্ছি। আসলে, আমাদের ড্রাইভার আছে, যে কিনা বাস চালাতে গিয়ে ঝিমায়; তাই আমাদের দরকার এক্সপার্ট চালক।
অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ব্যবহার্য্য সাজানো, গোছানো কম্পিউটারে অনাকাঙ্খিতভাবে নতুন উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সেটা হতে পারে কঠিন কোন ভাইরাসের আক্রমণের কারণে, আবার হতে পারে বর্তমান অপারেটিং সিস্টেমটি বহু পুরনো হয়ে যাওয়ার কারণে। ফলে পিসির পারফরম্যান্স দিন দিন খারাপ হয়ে পড়ে।
যেহেতু আমরা বাজারের কমদামী পাইরেটেড উইন্ডোজ কপি ব্যবহার করে থাকি, সেহেতু এ-রকম সমস্যা বিচিত্র কিছু নয়। আমরা অনেকেই জানি না অরজিনাল উইন্ডোজ ডাউনলোড করার উপায় আছে এবং নিজে নিজেই ডিভিডি অথবা ইউএসবি তৈরী করে নেয়া যায়। না জানার ফলে, নানা রকম সমস্যায় পড়ে আমরা প্রায়ই উইন্ডোজ পরিবর্তণ করে থাকি। কিন্তু উইন্ডোজ পরিবর্তণ করার পর এমন অবস্থা হয় যে আমরা নিজের পিসি নিজেই ঠিকমতো চিনতে পারি না। যদিও
বেশিরভাগ ক্ষেত্রেই উইন্ডোজ আপডেটের পর পিসির সাউন্ড না আসা, ভিজ্যুয়াল পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া, নেটওয়ার্ক সমস্যা, বিভিন্ন ডিভাইস ঠিকমতো কাজ না করা ইত্যাদি সমস্যায় পড়তে হয়। যাদের ড্রাইভার সম্পর্কে কমবেশি ধারণা আছে, তারা বড়জোর বাজার থেকে ড্রাইভারের সিডি কিনে কাজ চালিয়ে নেন।
কিন্তু প্রকৃতপক্ষে বাজারের সিডির ড্রাইভারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বহুদিনের পুরনো থাকে। তাই, আমাদের প্রয়োজন আপডেটেড ড্রাইভার সফটওয়্যারের। আর আপডেট কথাটি শুনলে প্রথমেই মাথায় আসে ইন্টারনেটের কথা। কারণ, কোন কিছুর সর্বশেষ আপডেট জানা ইন্টারনেট ছাড়া সম্ভব নয়। সো, এখন আমরা যে সফটওয়্যারটি দিয়ে কাজ করবো তা সম্পূর্ণটাই ইন্টারেনেট নির্ভর যা আমদের সত্যিকারের আপডেটেড ড্রাইভার সফটওয়্যারের নিশ্চয়তা দিবে। চলুন, আর দেরী না করে কাজে নেমে পড়ি।
পিসির ড্রাইভার আপডেট
প্রথমেই নিচের লিংকে ক্লিক করে Sofonic এর অফিসিয়াল সাইট Driver Booster ডাউনলোড করে নিন।
মাত্র 23এমবি সাইজের সফটওয়্যারটি ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় নেবে মাত্র। আর এটি ডাউনলোড হবে ফ্রিতেই। Driver Booster লেখা লিংকটিতে ক্লিক করলেই, সফটওয়্যারটি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে। যদি না হয়, তবে মেন্যু বারের নিচে Click Here লেখাটিতে ক্লিক করুন, তাতেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডাউনলোড হয়ে গেলে যে ইন্টারফেসটি আসবে, সেটির ইনস্টল বাটনে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নিন সিম্পলি।
উপরের ইন্টারফেসটি আসলে ভয় পাবার কারণ নেই। আপনাকে সফটওয়্যারটির আপডেট সংক্রান্ত বিভিন্ন নিউজ পাঠানোর জন্য আপনার ই-মেইল চাইতে পারে। আপনি এ-রকম কোন নিউজ পেতে আগ্রহী না হলে No, thanks বাটনে ক্লিক করে সামনে আগান।
এবার ড্রাইভার বুস্টার নিজস্ব বুদ্ধিমত্তার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে আপনার পিসি স্ক্যানিং করা শুরু করে দিবে। এই স্ক্যানিং এর আওতায় থাকবে আপনার পিসির সাথে সংযুক্ত সকল ইন্টারনাল ও এক্সটারনাল সিস্টেম ও হার্ডওয়্যার। যেমন, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, মডেম, ক্যামেরা, ওয়াইফাই ডিভাইস, ইউএসবি কন্ট্রোলার ডিভাইস, ইত্যাদি।
স্ক্যানিং শেষে হলে আপনার সামনে নিচের চিত্রের মতো একগাদা আউটডেটেড ড্রাইভার নিয়ে আসবে যেগুলো আপডেট করা প্রয়োজন।মনে রাখবেন, Outdated ফোল্ডারে ওই ড্রাইভারগুলো থাকবে যেগুলো আপডেট দেওয়া জরুরী। আর UpToDate ফোল্ডারে থাকবে ঐসকল ড্রাইভার যেগুলো আপডেট করা আছে। আর Action Center নামক ফোল্ডারে থাকবে আরও কিছু দরকারী সফটওয়্যার যেগুলো আপনি প্রয়োজন হলে ইনস্টল করে নিতে পারেন। সো, আপাতাত আপনার শেষোক্ত ফোল্ডারটিতে যাওয়ার দরকার নেই।এবার আপনার কাজ হল Update Now নামের লাল বাটনটিতে ক্লিক করা।
ক্লিক করার সাথে সাথে নিম্নের চিত্রের মতো আপনার পিসির আউটডেটেড ড্রাইভারগুলো স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ও ইনস্টল হওয়া শুরু করবে। তবে আপনার পিসির ইন্টারনেট কানেকশন অবশ্যই সচল থাকতে হবে। কারণ, এই সফটওয়্যারটি আপনার পিসির জন্য প্রয়োজনীয় ড্রাইভারসমূহের সর্বশেষ ভার্সনটি নেট ঘেঁটে খুঁজে বের করে আনে।
একে একে আপনার পিসির আউটডেটেড ড্রাইভারগুলো অটোমেটিক ডাউনলোড এবং আপডেট হয়ে যাবে। আপডেট শেষে হয়ে গেলে পিসি একবার রি-স্টার্ট করুন। দেখবেন পিসির পারফরম্যান্স কতটা চমৎকার হয়ে গেছে!
যাই হোক, পিসির ড্রাইভার আপডেট নিয়ে সংক্ষেপে লিখলাম, হৈচৈ বাংলায় এটাই আমার প্রথম পোস্ট। সো, ভুল-ত্রুটি হলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভবিষ্যতে আমি সেটা অবশ্যই সংশোধনের চেষ্টা করবো। আজকের মত এতটুকুই। প্রযুক্তির সাথে থাকুন মাতৃভাষায়, টেক কেয়ার, স্টে উইথ হৈচৈ বাংলা।
Faisal khan says
এক ক্লিকে পিসির সব ড্রাইভার আপডেট করার উপায়টি খুব ভালো লেগেছে, ধন্যবাদ।