ওজো বর্তমান সময়ে অনলনাইন আয়ের অন্যতম একটি নির্ভরযোগ্য সাইট। অন্যসব পিটিসি সাইট গুলার মতই ওজো একটি পিটিসি সাইট। ২০১৮ সালে টপ টেন পিটিসি সাইটের ভিতর ওজো ও অবস্থান করছে। এত অল্প সময়ের ভিতরে তারা বেশ সাড়া ফেলে দিয়েছে। পিটিসি সাইট ওজো থেকে আয় করার উপায় নিয়ে আজকের পোস্ট।
প্রথম প্রথম সবারই মনে হতে পারে নতুন পিটিসি সাইট ভুয়াও তো হতে পারে। আমারও মনে হয়েছিলো একটা সময়ে। তবে বিভিন্ন সাইটে ঘুরে বা অনলাইন ঘেঁটে অনেক যাচাই বাছাই করার পর নিজেই সিদ্ধান্ত নিই ওজো ওয়েবে কাজ করার।
তবে এক্ষেত্রে মাথায় রাখা উচিত অন্য সব পিটিসি সাইটের থেকে যেমন আয় করতে অনেক সময় দরকার তেমনি ওজো থেকে আয় করতেও ধৈর্য্য ধরতে হবে। নয়তো ফলাফল শূন্যই হবে। শুরু থেকেই আপনাকে ওজো ওয়েবে কাজ করে যেতে হবে ধৈর্য্য ধরে। তাহলেই ভালো ফলাফল পাবেন আশা করা যায়।
পিটিসি সাইট ওজো থেকে আয়
আপনার যদি ওজো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে একটি অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং আজকে থেকেই কাজ করা শুরু করুন। আশা করা যায় ৫ থেকে ৬ মাসের ভিতরে আপনিও ভালোমানের ইনকাম করতে সক্ষম হবেন। ওজো অ্যাকাউন্ট খুলতে সাইন আপ করুন।
ওজোতে আয় করার সঠিক পদ্ধতি
খুব সহজেই পিটিসি সাইট ওজো থেকে আয় করতে পারবেন কোনো রূপ দক্ষতা ছাড়াই। শুধু আপনাকে সঠিকভাবে কাজ করে যেতে হবে। আবারো বলছি, যারা ধৈর্য্য ধরতে পারবেন না, তারা পিটিসি সাইটে টিকতে পারবেন না। পিটিসি সাইট থেকে উপার্জন করার মূল শর্ত হচ্ছে, ধৈর্য ধরে কাজ করা।
আর আপনি হয়তো মাসিক ৩০০ ডলার ইনকামের কথা শুনে খুবই হাস্যকর এবং অবাক হচ্ছেন তাই না? তাহলে এই পোস্টটি পুরোটা পড়ুন তারপর বুঝেশুনে কাজ করুন। দেখবেন, সবকিছুই খুব সহজে পারবেন। কাজ করার জন্য ওজো তে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট খোলা নিয়ে নতুন করে আর লিখলাম না। কারণ, সবাই ই কম বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। না পারলেও ইউটিউব, গুগল ঘেটে তা বের করে ফেলতে পারবেন নিশ্চয়ই। আপনারা যেভাবে ইনকাম করতে পারবেন শুরু থেকে তা নিচে আলোচনা করা হলোঃ
- Referrals থেকে ইনকাম।
- paid to click ads থেকে আপনারা অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন। প্রতি অ্যাড 0.001$
- Minutestaff থেকে ইনকাম করতে পারবেন। এখানে 1 point=0.005$
- OjoooGrid থেকে লটারির মাধ্যমে ইনকাম করতে পারবেন। সর্বোচ্চ ইনকাম 2.0$
উপরিউক্ত কাজগুলো থেকে প্রতিদিন ইনকাম হবে। এছাড়াও বাড়তি ইনকাম রয়েছে। এবার আলোচনা করবো কিভাবে আপনি ভালো অংকের টাকা আয় করতে পারবেন।
ধাপ-১: রেফারেল
অন্যসব সাইটের মতই পিটিসি সাইট ওজো থেকে আয় করার প্রধান পথ হলো রেফারেল। রেফারেল বাড়ানোর মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। রেফারেল বলতে বুঝায়; যারা আপনার মাধ্যমে ওজোতে জয়েন করবে। অর্থাৎ, আপনি যদি কাউকে আপনার রেফারেল আইডি/রেফারেল নাম্বারের মাধ্যমে ওজোতে জয়েন করাতে পারেন এবং তারা যদি নিয়মিত কাজ করে তাহলে আপনি তাদেরকে জয়েন করানোর জন্য তাদের উপার্জনের উপর একটা অংশ বোনাস হিসেবে পাবেন।
এখন বুঝতেই পারছেন, যত বেশি রেফারেল আপনি বানাতে পারবেন, আপনার ইনকামও ততো বেশি হবে। এখানে রেফারেল আছে দুই ধরনের।
- Direct Referrals
- Rented Referrals
ডাইরেক্ট রেফারেল তো বুঝলেন। এবার রেন্টেড রেফারেল মানে কি তা জানবো। রেন্টেড রেফারেল বলতে ভাড়া করা ব্যক্তিদেরকে বুঝায়। অর্থাৎ, আপনি তাদেরকে কিনতে পারবেন। নির্দিষ্ট সময়ের জন্য তারা আপনার হয়ে কাজ করবে।
ধাপ-২: পেইড টু ক্লিক অ্যাড
ওজো ওয়েবে প্রতিদিন কম বেশি অ্যাড দেখে আয় হবে। paid to click ads এ ক্লিক করলে 0.001$ আয় হবে। প্রতিদিন এভারেজ ১৫/২০ টা অ্যাড পাওয়া যায়। আর এর থেকে ১ দিনে ইনকাম হবে মনে করি, 0.001*18=0.018$. তাহলে ১০ দিনে আয় হবে 0.018*10=0.18$ এবং ৩০ দিনের ইনকাম 0.018*30=0.54$ যখন আপনার 0.2$ হয়ে যাবে তখনই ১ টা রেন্টেড রেফারেল কিনতে পারবেন। আর রেন্টেড রেফারেল যদি নিয়মিত কাজ করে, তবে আপনি বোনাস পাবেন, এভাবে পিটিসি সাইট ওজো থেকে আয় বাড়বে।
ধাপ-৩: মিনিটস্টাফ
Minutestaff থেকে প্রতিদিন কাজ পাবেন এটা নিশ্চিত। আর এখানে সবচেয়ে বেশি আয় করা যায় যতগুলা কাজ থেকে তার ভিতর Minutestaff অন্যতম। মিনিটস্টাফ এর ভিতর অনেক কাজ আছে। যেমনঃ Instant, View, Click, Visit, Target, EX, Mail ইত্যাদি। তবে যেগুলার কথা বললাম এগুলাতে প্রতিদিন কিছু না কিছু কাজ থাকবেই।
আপনি অনায়াসেই প্রতিদিন এখান থেকে 0.020 আয় করতে পারবেন। তাহলে ৩০ দিনের ভিতর আপনি 0.020*30=0.60$ ইনকাম করতে পারবেন। এখানে সমস্যা একটাই সেটা হলো, আপনি যদি এই কাজটায় ভুল করে ফেলেন, তাহলে আপনি একটি ওয়ার্নিং পাবেন। এভাবে ৩ টি ওয়ার্নিং হলে অ্যাকাউন্টটি বাতিল হয়ে যেতে পারে। তাই, সাবধানের সাথে বুঝে শুনে কাজ করতে হবে। নিয়মগুলো একে একে বলছি।
- Instant এর কাজ হলো, একটি বক্স থাকবে, আপনাকে সেটাতে ক্লিক করতে হবে। তারপর একটি পেইজে লোড হবে। সেখানে লিংক থাকবে। লিংকে ক্লিক করে সেই পেইজে যেয়ে পেইজটা পুরোপুরি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর কেটে দিতে হবে, তাহলেই কাজ শেষ।
- View এর কাজটাও প্রায় একই, তবে যে পেইজটি লোড হবে সেটিতে ২০ সেকেন্ড থেকে তবেই কেটে দিতে হবে।
- Click এর কাজও আগের দুইটার মত, তবে শুধু নতুন পেইজ লোড হওয়ার পর ১০ সেকেন্ড থেকে কেটে দিতে হবে।
- Visit এর কাজ কিছুটা ভিন্ন, তবে পেইজ লোড হওয়া পর্যন্ত একই। নতুন পেইজ লোড নিলে সেই পেইজের URL কপি করে First URL এর ঘরে বসিয়ে দিতে হবে। আর ওই প্রথম পেইজের ভিতরেই অনেক কন্টেন্ট আছে, সেখান থেকে দ্বিতীয় পেইজে যেয়ে দ্বিতীয় পেইজের URL কপি করে second URL এর ঘরে বসিয়ে দিলেই কাজ শেষ আপনার।
এগুলো ছাড়াও মিনিটস্টাফে আরো অনেক কাজ আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায়না তাই আর বিস্তারিত বললাম না।
ধাপ-৪: ওজোগ্রিড
পিটিসি সাইট ওজো থেকে আয় করার আরেকটি ভাল উপায় হল OjoooGrid লটারি। লটারির মত আপনি প্রতিদিন ১০টি ক্লিক করতে পারবেন। কাজটি বেশ সহজ। শুধুমাত্র আপনাকে OjoooGrid এ যেতে হবে আর ছবির উপর অনেকগুলা গ্রিড আছে ছোট, যেগুলো লটারির মত। আপনি খুশি মত ক্লিক করলে অন্য পেইজে চলে যাবে এবং ৫ সেকেন্ড লোড নিবে। যদি আপনি বিজয়ী হন তবে লেখা আসবে You’re win 0.050/যে ডলারটা আপনি ইনকাম করবেন সেটা দেখাবে। এর মাধ্যমে আপনি সর্বোচ্চ 2.0$ ইনকাম করতে পারেন। এবং এটির মাধ্যমে আমিও অনেক উপকার পেয়েছি, তবে যেহেতু লটারি সেহেতু নাও জিততে পারেন।
অন্যান্য উপায়ে ইনকাম
এবার অন্যান্যভাবে কিভাবে আয় করা যায় ওজো থেকে, তা জানবো আমরা। ওজোতে সর্বাধিক জনপ্রিয় একটি কাজ আছে। তবে কাজ বললে ভুল হবে। এটি একটি গেইম নাম Coinflip. যেটাতে আপনি সর্বনিম্ন 0.05$ হলেই এই খেলাটি খেলতে পারবেন এবং win হলে পাবেন 0.098$। সুতরাং, বুঝতেই পারছেন এখান থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব।
আপনি কয়েন ফ্লিপে যদি 0.1$ দিয়ে ফ্লিপ করেন আর জিতে যান, তবে পাবেন 0.195$. তাই এখান থেকে বেশ ভালো অংকের ইনকাম করা সম্ভব। তবে এই গেইম বেশি না খেলাই উচিত। এতে আপনি loss করতে পারেন ও আপনি টাকা খোয়াতে পারেন। এটি দিনে ৪/৫ বার খেলতে পারেন।
বেশি ইনকাম হবে যেভাবে
এবার বলছি আপনি কিভাবে মাসিক ৩০০ ডলার ইনকাম করবেন। আগের ধাপগুলাতেই সব কাজের প্রতিটার ৩০ দিনের একটা হিসাব দিয়েছি। এবার বিস্তারিতভাবে বলছি। আপনি যদি ১ মাসের ভিতর উপরে বর্ণিত সব কাজ করে নিয়মিত আয় করতে পারেন, তবে আশা করা যায় আপনি মাসিক 1.20$ ইনকাম করতে পারবেন সহজেই।
আর ১ ডলার ইনকাম হয়ে গেলেই আপনি ৫টি রেফারেল কিনতে পারবেন। আর ৫টি রেফারেল নিয়মিত কাজ করলে আপনি ১৫ দিনের ভিতর আরো ২/৩টি রেফারেল কিনতে পারবেন। ২ মাসে আপনি অনায়াসেই ১৩/১৪টা রেফারেল কিনতে পারবেন। আর একবার ১৩/১৪টা রেফারেল হয়ে গেলে আপনি ১ মাসের ভিতর আরো ১৪ টা রেফারেল কেনার ক্ষমতা রাখেন।
এভাবে ৩ মাসে আপনি প্রায় ২০ টা রেফারেল কিনতে পারবেন। এভাবে ৪র্থ ও ৫ম মাসের ভিতর আপনি প্রায় ৫৫/৬০টি রেফারেল কিনতে পারবেন। তখন ৬০ টি রেফারেল নিয়মিত কাজ করলে আপনি দিনেই প্রায় ২/৩ ডলার ইনকাম করতে পারবেন। তাহলে দিনে যদি 2.00$ হয় তবে মাসে 2.00*30=60$ আর আপনি তখন Privilege অ্যাকাউন্ট কিনতে পারবেন ৪০ ডলার দিয়ে একমাসে।
তখন আপনার ইনকাম ডাবল হয়ে যাবে, অর্থাৎ আপনি মাসে ১২০ ডলার পাবেন। টাকা না তুলে তখন আবার পরের মাসে প্রিভেজ কিনেন। তাহলে খরচ হচ্ছে আপনার মাত্র ৪০ ডলার আর থাকছে ৮০ ডলার। পরের মাসে আপনার ইনকাম আরো বেড়ে যাচ্ছে। এভাবে আপনি ১ বছর ব্যবধানে ৩০০ ডলার আয় করতে পারবেন। তবে যদি আপনি দ্রুত রেফারেল বাড়িয়ে নিতে পারেন আমার মত, তবে আপনি ৫/৬ মাসের ভেতরেই খুব সহজে ৩০০ ডলার ইনকাম করতে পারবেন।
এখনো ওজো ওয়েবে যারা কাজ করে না, যারা একেবারে নতুন তাদের কিভাবে শুরু করতে হবে তাও বলে দিয়েছি। এখান থেকে খুব ভালোমানের টাকা ইনকাম করা একেবারেই কোনো ব্যাপার না। শুধু কাজ চালিয়ে যান। ফলাফল নিজ চোখেই দেখতে পাবেন। আমি শুধু রেন্টেড রেফারেলের কথা বলেছি।
আর যদি ডাইরেক্ট রেফারেল পান তবে ইনকাম আরো বেশি হবে। শুধু আমি না। আপনিও এখান থেকে আমার মতই মাসে ৩০০ডলার ইনকাম করতে পারেন। মনে রাখবেন, আপনি কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই এখান থেকে ইনকাম করবেন। ভুলেও পেইজা বা অন্য অ্যাকাউন্ট থেকে ইনভেস্ট করবেন না। প্রথমে ইনভেস্ট করলেই আপনার লসের মুখ দেখতে হতে পারে। তাই আমার মতে কোনোরূপ ইনভেস্ট ছাড়াই কষ্ট হলেও ৫ থেকে ৬ মাস কাজ করে গেলেই আপনি সফলতা পাবেন। পিটিসি সাইট ওজো থেকে আয় করার পথে আপনাকে স্বাগতম।
মিজান says
ভাই PTC সাইট এ গাধার মতো খাটার চেয়ে সঠিক উপায়ে freelancing করা ভালো নয় কি?
টি আই অন্তর says
অবশ্যই ভাল। আমরা পিটিসি সাইটে কাজ করার জন্য উৎসাহিত করছি কেবল তাদেরকে যাদের পক্ষে আর কোন কাজ করা সম্ভব নয়। প্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ করার জন্য কোন না কোন যোগ্যতা থাকতেই হবে, নৈলে কখনোই কাজ পাওয়া যাবে না। যাদের ওরকম একটিও যোগ্যতা নেই, তাদের জন্যই পিটিসি সাইট। আর ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কি কি কাজ পাওয়া যায়, কাজের জন্য কেমন যোগ্যতা দরকার, কিভাবে যোগ্যতা অর্জণ করা যায় এ-সব নিয়েও আমাদের সাইটে প্রচুর আর্টিকেল আছে। আমরা সবার জন্যই লিখছি, যার যেটা প্রয়োজন সে সেটা গ্রহণ করবে। কমেন্ট করার জন্য ধন্যবাদ, ভাই।
রাশেদুল ইসলাম পাভেল says
পোষ্টটিতে পেমেন্ট মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন রয়েছে। যদিও আমি ব্যাক্তিগতভাবে জানি যে ওজো শুধুমাত্র পেপাল কে সমর্থন করে এবং পেপাল থেকে টাকা উত্তোলন করা এখন আমাদের দেশ থেকে সম্ভব নয়। তাই লেখকের যদি অন্য কোন উপায় জানা থাকে তাহলে সে ব্যাপারে বা পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ করছি।
শাহরিয়ার আহমেদ says
ওজো শুধুমাত্র পেপাল সমর্থন করে এটা ভুল কথা। ওজো পায়জা একাউন্ট সাপোর্ট করতো। কিন্তু বর্তমানে পায়জা সেবা তারা বন্ধ করে দিয়েছে। ওজো তাদের পেমেন্ট মেথড আপগ্রেড করার কাজে আছে। যারা পায়জা একাউন্ট ব্যবহার করতো তারা শীঘ্রই অন্য উপায়ে পেমেন্ট নিতে পারবেন। লেখাটি অনেক দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমি পেমেন্ট মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারিনি। আমি এখনো তাদের সাইটে কাজ করে যাচ্ছি। যদিও আমার পেপাল, পায়জা দুইটাই আছে। পেপালের মাধ্যমেও বাংলাদেশ থেকে অনেকেই সমস্যা ছাড়া টাকা তুলতে পারছে।
টি আই অন্তর says
শাহরিয়ার, আমিও শুনেছি পে-পাল বাংলাদেশে পুরোপুরি চালু না থাকলেও, অনেকেই কোন একটা বিশেষ পদ্ধতিতে পে-পাল ব্যবহার করছে এবং পেমেন্ট তুলতে তাদের কোন সমস্যা হচ্ছে না। আমি জানি না, বাংলাদেশ থেকে তারা কিভাবে পে-পাল ব্যবহার করছে। আপনি যেহেতু নিজেই ব্যবহার করছেন, তাই আপনি জানেন কী পদ্ধতিতে ব্যবহার করা যায়।
যারা পে-পাল না থাকার কারণে অনেক ওয়েবসাইটে কাজ করতে পারছেন না, তাদের জন্য বাংলাদেশ থেকে পে-পাল ব্যবহারের উপায় নিয়ে একটা আর্টিকেল দিন। বিস্তারিত লিখুন, লেখাটি বড় হলেও আমরা পাবলিশ করবো।
শাহরিয়ার আহমেদ says
ধন্যবাদ 🙂
Minhajul Abedin says
ওজো নিয়ে খুবই ইনফরমেটিভ লেখা, ভালো লাগলো। আমাদের দেশে যারা আউটসোর্সিংয়ের কাজ করেন, তাদের জন্য খুবই প্রয়োজনীয় আর্টিকেল, লেখককে ধন্যবাদ।
arnob says
ওজো এখন শুধুমাত্র কয়েনবেজে পেমেন্ট করে
Mehedi Islam Noman says
ভাই অজো সাইটে কি স্মার্টফোন দিয়েও কাজ করা যাবে নাকি পিসি লাগবে?? দয়া করে জানাবেন….