পাবজি খেলে আয় করার কথা আপনি হয়তো এখনো ভাবেননি। কারণ, পাবজি নেহায়েতই একটি গেম যা আপনি মূলত আনন্দ পাওয়ার জন্যেই খেলে থাকেন। স্ট্যান্ডিং স্টোরি লাইন আর গর্জিয়াস গেম-প্লে’র জন্যে অন্য অনেকের মতো আপনিও হয়তো পাবজিতে আসক্ত হয়ে আছেন।
কিন্তু গেম খেলে আয় করা যায়, এটা এখন অনেকেই জানেন। আনন্দের জন্যে গেম খেলা আর খেলে যদি কিছু আয় হয়, তবে এটাই সবচেয়ে ভাল নয় কি? কিন্তু কিভাবে আপনি গেমও খেলবেন, আবার খেলা থেকে ইনকামও করবেন, তাই নিয়েই আমাদের আজকের আয়োজন।
আমরা আপনাকে এমন একটি গেমিং অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যারা নিয়মিত বিভিন্ন পরিচিত গেমের ম্যাচ বা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে থাকে। এটি একটি বাংলাদেশী গেমিং অ্যাপ, বাংলাদেশের প্রথম ই-স্পোর্ট প্লাটফর্ম।
আর এই প্লাটফর্মের পরিচিত গেমগুলোর মধ্যে অন্যতম হল পাবজি। পাবজি গেমের উপর এরা নানা রকম প্রতিযোগীতার আয়োজন করে থাকে। আপনাকে এ-সব প্রতিযোগীতায় অংশ নিতে হবে। আপনি যদি পাবজি খেলায় নতুন হয়ে থাকেন, তবে আপনার জন্যে রয়েছে এমন ৫টি পাবজি টিপস্ যেগুলো আপনাকে এক্সপার্ট করে তুলবে।
আর আপনি যদি পাবজিতে প্রো প্লেয়ার হয়ে থাকেন, তাহলে প্রতি ম্যাচে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা উপার্জন করতে পারবেন। আপনার উপার্জিত টাকা আপনি বিকাশ বা রকেটে তুলে নিতে পারবেন।
তাহলে চলুন জেনে নিই কিভাবে পাবজি গেম খেলে আয় করতে পারবেন।
কিভাবে পাবজি খেলে আয় করবেন?
- প্রথমে খেলাঘর অ্যাপ্লিকেশন্টি ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড লিঙ্কঃ KhelaGhor।
- অ্যাপ ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ইন্সটল করে ওপেন করতে হবে। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
- এরপর অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। যদি আগের অ্যাকাউন্ট থাকে, তবে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে Sign Up এ ক্লিক করে সব ইনফরমেশন দিয়ে রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হবে যাবে।
- অ্যাকাউন্ট হয়ে গেলে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করলে পাবজি ও ফ্রী ফায়ারের বিভিন্ন ম্যাচ দেখতে পাবেন।
- প্রত্যেক ম্যাচের জন্য একটি নিদিষ্ট এন্ট্রি ফি দেওয়া থাকে। আপনি যে ম্যাচ খেলতে চান, সে ম্যাচের জয়েন বাটনে ক্লিক করে এন্ট্রি ফি পরিশোধ করলেই আপনি ম্যাচে জয়েন হয়ে যাবেন। তবে মাঝে মাঝে কিছু ফ্রী ম্যাচের আয়োজন করা হয় যেগুলোতে আপনি ফ্রী জয়েন করতে পারবেন। যদি আপনার এন্ট্রি ফি পরিশোধ করার মতো টাকা না থাকে, তাহলে বিকাস বা রকেটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনে টাকা ডিপোজিট করতে পারবেন।
- ম্যাচে জয়েন হওয়ার পর একটি নিদিষ্ট সময় পর আপনাকে অ্যাপ্লিকেশন থেকে একটি কাস্টম রুমের ID ও Password ও ম্যাচ শুরুর টাইম বলে দেওয়া হবে। এই ID ও Password দিয়ে আপনাকে নির্দিষ্ট সময়ে ম্যাচে জয়েন করে গেম খেলতে হবে।
- গেম জিতে গেলে নিদিষ্ট পরিমান টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তবে, হেরে গেলে আপনি কোন টাকা পাবেন না এবং যে এন্ট্রি ফি দিয়ে গেমে জয়েন করেছিলেন সেটা কেটে নেওয়া হবে।
কিভাবে টাকা পাবেন?
আপনার অ্যাকাউন্টের টাকা আপনি বিকাস, রকেট বা মোবাইলে রিচার্জ করে নিতে পারবেন। অ্যাপগুলোতে মিনিমাম পে-আউট উল্লেখ্য নেই। তবে, ১০ টাকা বা তার নিচে কোন পেমেন্ট নিতে পারবেন না।
অ্যাপ্লিকেশনগুলো কোথা থেকে আমাকে টাকা দেবে?
আমরা যে এন্ট্রি ফি দিয়ে ম্যাচে জয়েন করি, সে টাকাই আমাদের দেওয়া হয়। ধরুন, ১০ টাকা এন্ট্রি ফি দিয়ে ৫০ জন ম্যাচে জয়েন করলাম। সেক্ষেত্রে এন্ট্রি ফি হয় ৫০০ টাকা কিন্তু ম্যাচ জিতলে আপনি পাবেন ৩০০ টাকা। ৩০০ টাকা আপনি এবং ২০০ টাকা অ্যাপ্লিকেশন আয় করে।
অ্যাপ্লিকেশনগুলো প্রতারণা করবে কি?
এ-সব টুর্নামেন্ট আয়োজনের ফলে অ্যাপ্লিকেশনগুলো খুব ভালো পরিমান অর্থ উপার্জন করে। তাই, প্রতারণার সম্ভবনা নেই। তবে, পেমেন্ট পেতে মাঝে মধ্যে একটু দেরি হয়।
পাবজি খেলে ইউটিউবের মাধ্যমে আয়
খুব ভালো প্লেয়ার না হলেও আপনি যদি আপনার গেমপ্লে মজাদার ও আকর্ষণীয় করতে পারেন, তাহলে আপনি ইউটিউবের মাধ্যমে খুব ভালো টাকা আয় করতে পারবেন। PUBG ও FREE FIRE গেমপ্লে করে বাংলাদেশে বর্তমানে সফল অনেক ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে অনেক ভালো টাকা আয় করছে। তাদের ভিডিও দেখে ধারনা নিতে পারেন এবং আপনিও শুরু করতে পারেন। আপনি জেনে অবাক হবেন যে, গেম খেলে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে PewDiePie আয় করেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার।
শেষ কথা
আজকে আপনারা জানলেন কিভাবে PUBG ও FREE FIRE গেম খেলে টাকা আয় করতে পারবেন। ভালোভাবে গেম খেলার জন্য ভালো মোবাইল বা ল্যাপটপ এবং ইন্টারনেট প্রয়োজন। যদি এ-সব না থাকে, তাহলে অ্যাপের মাধ্যমে গেম খেলতে যাবেন না। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।
যদি ইউটিউব চ্যানেল খুলতে চান, সেক্ষেত্রে আপনাকে গেমপ্লে রেকর্ড করতে হবে। তাই, আরো ভালো ডিভাইসের প্রয়োজন। তাই, ভালো ফোন নিয়ে গেম খেলার চেষ্টা করুন।
সোয়েব says
এটাতো জুয়া হয়ে গেল, আপনি জানেন! এই পোস্ট দেখে যতজন প্রথম পদ্ধতিটি অবলম্বন করবে, সকল পাপের ভাগিদারি আপনি হবেন।
মোহাম্মদ রাশেদ আলী says
না ভাইয়া এটা জুয়া না। জুয়া হল সেটা যেটা ভাগ্যের উপর নির্ভর করে খেলতে হয়। যেমনঃ কার্ড খেলা। আপনি অনেক ভালো কার্ড খেলোয়াড় হলেও যদি আপনার কাছে ভালো কার্ড না থাকে তাহলে খেলা জিততে পারবেন না। কিন্তু আপনার ভাগ্যে যদি ভালো কার্ড থাকে তাহলে সামান্য খেলা জানলেও আপনি জিততে পারবেন। তবে, পাবজিতে আপনি ভালো খেলোয়াড় না হলে ভাগ্যের জোরে কোনদিন জিততে পারবেন না কেননা পাবজিতে দক্ষতা প্রয়োজন ভাগ্য নয়। তাছাড়া বিভিন্ন দেশে এমন অনেক প্রতিযোগিতার আয়োজন করা হয় যেগুলোতে কিছু ফি(টাকা) পরিশোধ করে অংশগ্রহন করতে হয় এবং প্রতিযোগিতা শেষ হলে তাদের পুরুস্কার হিসাবে অর্থ প্রদান করা হয়, তাহলে কি আপনি সেগুলোকেও জুয়া বলবেন? তাই, জুয়া ও প্রতিযোগিতাকে এক করে ফেলবেন না। ধন্যবাদ।
Sakib says
আপনার ব্লগ থেকে পাবজি খেলা ও একই সঙ্গে আয় করা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমার ব্লগেও আমি পাবজি খেলে টাকার ইনকাম করার উপায় সম্পর্কে একটা আর্টিকেল লিখেছি, চাইলে দেখে আসতে পারেন।
sawon says
পাবজি বেশ পাওয়ারফুল একটি গেম যা অনেকের মতো আমার কাছেও রোমাঞ্চকর। কিন্তু এই গেমটি খেলে যে আয় করা যায় তা আগে জানতাম না, আজ সেটা জেনে বেশ ভালো লাগলো।