ধৈর্য্যই ধর্ম, এ কথাটি আপনি বহুবার শুনেছেন। কিন্তু কখনো কি ধৈর্য্য পরীক্ষা দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, তবে আজই একটি পরীক্ষা দিয়ে দিন। যাছাই করে নিন আপনি আসলে কতটা ধৈর্য্যশীল।
ধৈর্য্য যাছাইয়ের জন্যে নিচের নীল বাটনে ক্লিক করে ব্যতিক্রমী একটি ওয়েবসাইটে যান। ফিরে এসে বাকি লেখাটুকু পড়ুন।
কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন!
হুম, তার মানে আপনি ধৈর্য্য পরীক্ষায় ফেল মেরে দিয়েছেন। নৈলে তো উপরোক্ত ওয়েবসাইট থেকে এত দ্রুত চলে আসতেন না।
আপনি হয়তো বলবেন যে, আমি তো অনেকক্ষণ ছিলাম। কি ওয়েবসাইটের লিংক দিলেন, সেটি এত স্লো যে লোডই হচ্ছে না! ঘন্টার পর ঘন্টা ধরে খালি লোডিং… দেখাচ্ছে।
দেখাবে না তো কি করবে!
ওয়েবসাইটে আর কিছু থাকলে তো দেখাবে!
আসলে, এ ওয়েবসাইটটিতে আর কিছুই নেই; না কোন ছবি, না কোনও লেখা, না কোনও ফাংশন।
সুতরাং, এটি অনন্তকাল ধরে শুধু লোডিংই দেখাবে। পৃথিবীর যে প্রান্তের যে মানুষই এই ওয়েবসাইট ভিজিট করবে আর যখনই ভিজিট করবে, তখনই কেবল- Loading, please wait… লেখাটি দেখতে পাবে।
ওয়েবসাইটটিতে Loading, please wait… লেখা যে পেজটি আপনি দেখতে পাচ্ছেন, সেটি একটি ফ্ল্যাশ ফাইল। আর এই ফাইলটি ছাড়া ওয়েবসাইটে আর কিছুই নেই। এটি ইন্টারনেট জগতের বিচিত্র কিছু ওয়েবসাইট এর একটি।
এই ওয়েবসাইটটি মূলত মজা করার জন্যে তৈরি করা হয়েছে। চাইলে আপনিও ওয়েবসাইটটি দিয়ে মজা করতে পারেন। আপনার বন্ধু কিংবা পরিচিত মানুষকে ওয়েবসাইটটির লিংক পাঠান। সাথে এমন কিছু কথা লিখুন যাতে ওয়েবসাইটটি ব্রাউজ করার জন্যে তার আগ্রহ তুমুল পর্যায়ে উঠে যায়। ফলে, সে Loading, please wait… দেখেও অপেক্ষা করতেই থাকে, কখন লোড হবে, কখন লোড হবে…।
Priyota says
আমি ফেল করছি, আর ধৈর্য্য রাখতে পারলাম না।