দৈনিক হিসাব রাখার অ্যাপ আপনাকে প্রডাক্টিভ হতে সাহায্যে করবে। আপনার আয় ব্যয়ের যদি সঠিক পরিসংখ্যান না থাকে, তাহলে মাস শেষে ঋণ করে চলা ছাড়া আর কোনও উপায় থাকবে না। তেমন পরিস্থিতি আসার আগেই হিসেব করে চলতে শিখুন। কত আয় করছেন আর কত ব্যয় করছেন এবং কতটুকু হঠাৎ আসা দু:সময়ের জন্যে জমা করছেন তার হিসাব রাখুন।
কর্মজীবন কিংবা ব্যবসায়ীক জীবনে সফল হবার জন্য যে ১০টি বৈশিষ্ট্য থাকা জরুরী, তার মাঝে একটি হচ্ছে হিসেব করে চলা, আয়-ব্যয়ের ভারসাম্য রাখা। পৃথিবীর প্রত্যেক সফল ব্যক্তিরা তাদের প্রতিদিনের কর্মপরিকল্পনা তৈরি করে নেয়। সেই কর্মপরিকল্পনায় তাদের আর্থিক দিকটিও বিদ্যমান থাকে।
দৈনিক আয় ব্যয়ের হিসাব রাখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা খরচ হয়েছে। এছাড়া, ভবিষ্যতে আর কত টাকা খরচ করতে পারবেন তার একটি ধারণা পেয়ে যাবেন অ্যাপের মাধ্যমে। প্রায় প্রতিটি জমা খরচ অ্যাপে আপনি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলোর তালিকা করে রাখতে পারবেন। যার ফলে, অযথা কোনও টাকা খরচ হওয়ার সম্ভাবনা নেই।
আজকের এই লেখায় দৈনিক হিসাব রাখার ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে আলোচনা করবো। এর মধ্যে ২টি ইংরেজি ভাষার এবং ৩টি বাংলা ভাষার অ্যাপ রয়েছে। আপনি প্রতিটি অ্যাপের সুবিধাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।
দৈনিক হিসাব রাখার অ্যাপ
হিসাবের খাতা
- বাংলা এবং ইংরেজি ২টি ভাষা রয়েছে।
- আয় এবং ব্যয় গণনা করা যায়।
- প্রতিদিনের ব্যালেন্স চেক করা যায়।
- সমস্ত অর্থের লেনদেন দেখা যায়।
- ইচ্ছামত নাম দিয়ে আয় অথবা ব্যয় যোগ করা যায়।
- এটা ব্যবহার করতে কোনও ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
আকর্ষণীয় ডিজাইনের এই অ্যাপটিতে আপনি খুব সহজে দৈনন্দিন হিসাব নিকাশ করতে পারবেন। অ্যাপটি চালু করার সাথে সাথে ড্যাশ-বোর্ডে আপনি আপনার আয়, ব্যয় এবং অতিরিক্ত কোন আয় হয়ে থাকলে তা দেখতে পারবেন। ড্যাশ-বোর্ড থেকেই আয়, খরচ যুক্ত করতে পারবেন। এছাড়া, নোট রাখার সুযোগ রয়েছে এই অ্যাপে।
দৈনন্দিন টাকার হিসাব নিকাশ
- ড্যাশ-বোর্ড থেকে ব্যালেন্স চেক।
- সমস্ত আয় বা ব্যয় আলাদাভাবে দেখার সুযোগ।
- সাপ্তাহিক ও মাসিক অর্থের লেনদেনের তালিকা।
- অ্যাকাউন্ট এডিট করার সুযোগ।
- বিল্ট ইন ক্যালকুলেটর
- সকল তথ্য ব্যাকআপ এবং তা আবার পুনরুদ্ধার করার সুবিধা।
- নোট রাখার সুযোগ।
- ইন্টারনেট সংযোগ প্রয়োজন নেই।
- আপনার ভাষা পরিবর্তন করার সুযোগ।
চমৎকার ডিজাইনের পাশাপাশি অ্যাপটি ব্যবহারে বেশ সুবিধা পাওয়া যাবে। দ্রুত যে-কোনো জায়গায় নেভিগেট করা যায় অ্যাপটিতে। অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হল এর ব্যাকআপ সিস্টেম। আপনি যদি অ্যাপটি আন্সটল করে দেন অথবা অন্যকোনো ফোনে ইন্সটল করেন, তখন আপনার পূর্বের তথ্য পুনরুদ্ধার করতে পারবেন।
দৈনিক জমা খরচ
- বাংলা ভাষায় মানি ম্যানেজার অ্যাপ।
- খুব সহজ ইন্টারফেস। তাই ব্যবহার করা অনেক বেশি সহজ।
- তারিখের ভিত্তিতে প্রতিদিনের পৃথক আয় এবং ব্যয় দেখার সুযোগ।
- CSV এবং Excel ফাইল হিসাবে সেভ করার সুযোগ।
এই অ্যাপটির পূর্বে নাম ছিল খতিয়ান। অ্যাপটি বেশ সাজানো গোছানো ডিজাইনে তৈরি করা। মাত্র কয়েকটি ক্লিকে আপনার প্রতিদিনের আয় ব্যয় যোগ করতে পারবেন। আয় ব্যয় দেখার অপশনগুলো বেশ সহজ।
এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল, ডাটাকে CSV ও Excel ফাইল হিসাবে সেভ করার সুবিধা। এর ফলে, আপনি মাইক্রোসফট এক্সেল বা অন্য যেকোনো অ্যাপে এই ডাটাগুলো যোগ এবং দেখতে পারবেন।
Money Manager
- আয় ব্যয় ট্র্যাকার।
- ড্যাশ-বোর্ডে সকল তথ্য।
- চার্টের মাধ্যমে তথ্য প্রদর্শন।
- রিমাইন্ডার অপশন।
- অ্যাড মুক্ত অ্যাপ।
এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং অ্যাড মুক্ত অ্যাপ। এই অ্যাপটিতে আপনি সকল সুবিধা পাবেন সম্পূর্ণ ফ্রিতে। অ্যাপটির ডিজাইন যেমন আকর্ষণীয় তেমনি তার কাজও। অ্যাপটিতে চার্ট ব্যবহার করার কারণে খুব সহজে আপনি আয় ব্যয়ের ধারণা পেয়ে যাবেন। দুঃখজন ব্যাপার হল এটাতে আপনি বাংলা ভাষার অস্তিত্ব পাবেন না। তবে, ইংরেজি ভাষাতে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
দৈনন্দিন যেসব খরচ বা আয় হয়ে থাকে তার সবগুলো আইকনের মাধ্যমে যোগ করা যায়। যার ফলে, আপনাকে আর আয় ব্যয়ের নাম লিখতে হবে না; বরং শুধু টাকার অংক যোগ করে দিলেই হবে।
Wallet
- eTrust কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত।
- রিয়েল-টাইমে ট্র্যাক করার সুযোগ।
- স্বয়ংক্রিয় ব্যাংক আপডেট।
- বাজেট পরিকল্পনা সুবিধা।
- অ্যাকাউন্ট শেয়ারিং সুবিধা।
- ক্লাউড ব্যাকআপ, CSV, Excel, pdf এ সেভ করার সুবিধা।
- অ্যাপটি নিয়মিত আপডেট হয়।
- অ্যাড মুক্ত অ্যাপ।
অ্যাপটি বিজ্ঞাপন মুক্ত অ্যাপ। তবে, এই অ্যাপের অনেক সুবিধা ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিতে হবে। যদিও, ফ্রিতে আপনি এদের অনেক সুবিধা গ্রহণ করতে পারবেন। উপরে উল্লেখিত সবগুলো অ্যাপের সুবিধা একসাথে আপনি এই অ্যাপে পাবেন। অ্যাপটির ডিজাইন বেশ চমৎকার। আপনার আয় বায়ের প্রতিটি হিসাব চার্টের মাধ্যমে দেখানো হবে। ফলে, খুব সহজেই ধারণা পেয়ে যাবেন।
শেষ কথা
এই ছিল আজকে দৈনিক হিসাব রাখার অ্যাপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি, এখন থেকে আপনি ডিজিটাল পদ্ধতিতে হিসাব রেখে কাগজের উপর চাপ কমাবেন। সেই সাথে, দৈনন্দিন কাজ-কর্মের নোট রাখার জন্যে ৫টি ফ্রি নোটবুক অ্যাপ থেকে যে কোনটি ব্যবহার করতে পারেন। হিসেব রাখার অ্যাপ বলেন, আর নোট রাখার অ্যাপ বলেন, এগুলো আপনার জীবনযাত্রাকে সহজ ও সাবলীল করে তুলবে।
Shahriar says
টালিখাতা অ্যাপটা ট্রাই করতে পারেন। বেস্ট লাগসে আমার কাছে।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, শাহরিয়ার। আশা করি, পাঠকরা আপনার কমেন্টটি দেখে টালিখাতা ট্রাই করবে।