২০১৮ সালের প্রথম চন্দ্রগহণেই আকাশে দেখতে পাবেন সবচেয়ে বড় নীল চাঁদ যা ঘটতে যাচ্ছে প্রায় দেড়শো বছর পর। এর আগে নীলের ঘাড়ত্ব নিয়ে পৃথিবী থেকে সবচেয়ে বড় চাঁদ দেখা গিয়েছিল ১৮৬৬ সালের ৩১শে মার্চ। এ মাসের যে দিনটিতে আবার পৃথিবীবাসি সেই বড় নীল চাঁদ দেখবে, সে দিনও ৩১শে মার্চ, অর্থাৎ এ মাসের শেষ দিন।
বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের প্রায় সবক’টি দেশ থেকেই দেখা যাবে এই নীল চাঁদ। তবে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এছাড়া, পূর্ব এশিয়া ও নিউজিল্যান্ড থেকেও অনেকটাই স্পষ্ট দেখা যাবে দেড়শো বছর পর ঘটতে যাওয়া এই অসাধারণ দৃশ্য।
আবার ঠিক ১৯ বছর পর, ২০৩৭ সালের প্রথম মাসের শেষ দিন দেখা যাবে এই নীল সুন্দরীকে। ততদিন পর্যন্ত যদি বেঁচে থাকেন তো দেখবেনই আর যদি বেঁচে থাকার আশা না থাকে তো এবারই দেখে নিন, আর তো মাত্র অল্প কয়টা দিন!
Leave a Reply