জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, একটু আগে সব ফাঁকাই দেখলেন কিন্তু হঠাৎ মনে হল কে যেন দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে একটি রিক্সা চলে গেল আর আপনার মনে হল রিক্সায় বসে আছে অমুক। মানে পরিচিত কারো মুখ দেখলেন বলে মনে হল।
যতই নিজের চোখ নিয়ে বড়াই করুন না কেন, আপনারও মাঝে মাঝে দৃষ্টি-বিভ্রম হয়, হয় না? তাহলে নিচের ছবিটি দেখুন যার মাঝখানে একটি ‘+’ চিহ্ন আছে। ছবিটিতে দেখতে পাচ্ছেন নানা রকম রঙ যা অনেকটা আবছা আবছা লাগছে। এ রঙগুলো উধাও হয়ে যাবে যদি আপনি এক দৃষ্টিতে মাঝখানের ‘+’ চিহ্নটির দিকে তাকিয়ে থাকেন।
বিশ্বাস না হলে এখনই পরীক্ষা করে দেখুন, ছবিটির কেন্দ্রবিন্দুতে থাকা যোগ চিহ্নটির দিকে আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন ছবিটির সব রঙ মুছে যাবে মানে উধাও হয়ে যাবে। আবার যখন আপনি অন্যদিকে মনোযোগ দেবেন বা একটুখানি চোখ ফেরাবেন, দেখবেন সব রঙ ফিরে এসেছে।
না, এটা কোন যাদু নয়, বিজ্ঞানের ভাষায় এটাকে দৃষ্টি-বিভ্রম বা ট্রক্সলার ইফেক্ট বলে। কোন একটি বিশেষ চিহ্ন, বিন্দু কিংবা বৃত্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে সকলের চোখেই ট্রক্সলার ইফেক্ট দেখা দিতে পারে। এটা গভীর মনোযোগের ফলে ব্রেনে এক ধরণের রাসায়নিক পরিবর্তণের ফলে ঘটে থাকে।
Leave a Reply