ভেক্টর আর্টওয়ার্ক বিক্রি করার অনেক ওয়েবসাইট আছে। তার মাঝে বাছাই করা সেরা ৫টি ওয়েবসাইট নিয়ে আজকে আলোচনা করবো যেগুলোতে আপনি নিজের ডিজাইন বিক্রি করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই একই ডিজাইন বারবার বিক্রি এবং সেই বিক্রি থেকে প্রতিবারই আয় হয়।
এখানে ডিজাইন বলতে মূলত হাতে আঁকা ছবির ভেক্টর রূপকে বোঝানো হচ্ছে। যারা ছবি আঁকতে ভালবাসেন, তাদের জন্যে আঁকাআঁকি বা ড্রইং থেকে আয় করার ৮টি উপায় আছে।
যারা ডিজাইনার, বিশেষত যারা ভিজ্যুয়াল বা ইলাস্ট্রেশন ডিজাইনার তাদের মাঝে এমন অনেকেই আছেন যারা নিজেদের ডিজাইনগুলো কোথায় বিক্রি করবেন তা ভেবে পান না।
এছাড়া, অনেক ডিজাইনারের কাছেই প্রচুর আর্টওয়ার্ক বা ভেক্টর আর্ট বা ভেক্টর ইলাস্ট্রেশন আছে যেগুলো বিক্রি করে তারা ভাল মানের আয় করতে পারেন। তাদের জন্যেই আমাদের এই লেখা যারা এ-রকম ওয়েবসাইট খুঁজছেন।
ভেক্টর আর্টওয়ার্ক বিক্রি করার ওয়েবসাইট
আপনার যদি আঁকাআঁকির অভ্যেশ থাকে, তবে প্রথমেই জেনে নিন হাতে আঁকা ছবিকে কিভাবে ভেক্টর আর্টওয়ার্কে কনভার্ট করবেন। এরপর সেগুলোকে নিচের ওয়েবসাইটগুলোতে বিক্রি করে দিন।
১. Adobe Stock
অ্যাডোবি ইনকর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান Adobe Stock যেখানে মিলিয়নেরও বেশি ক্রেতা-বিক্রেতা রয়েছে। ২০০৫ সালে শুরু হওয়া এই স্টক ফটো প্রোভাইডার প্লাটফর্মটি সবার জন্যেই উন্মুক্ত। এখানে শুধু ভেক্টর গ্রাফিক্সই নয়, ভিডিও ও স্টক ফটোও সেল হয়।
আপনি যখন সাইটটি ভিজিট করবেন, দেখবেন যে সাইট এর টাইটেল ট্যাগ হিসেবে লেখা রয়েছে- Sell Stock Photos, Videos, Vectors online। সুতরাং, বুঝতেই পারছেন এই সাইটে আপনি কি কি সেল করতে পারবেন। এটি একটি ক্রিয়েটিভ কমিউনিটি। তাই, সেল করার জন্যে আপনাকে আগে কমিউনিটিতে জয়েন করতে হবে।
২. Creative Market
আপনি যদি Creative Market এর নাম না শুনে থাকেন, তবে স্বাভাবিকভাবেই ভেবে নিতে হবে যে, ডিজাইন জগতে আপনি একেবারেই নতুন। কারণ, এমন একজন এক্সপার্ট বা পুরনো ডিজাইনার খুঁজে পাওয়া যাবে না যে কিনা এই অনলাইন মার্কেটপ্লেসটির নাম শুনেনি বা একবারও এই ওয়েবসাইটটি ভিজিট করেনি।
৫ স্টার পাওয়া এই ওয়েবসাইটি ডিজিটাল ডিজাইন বিক্রির সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে প্রসিদ্ধ। এখানে আপনি গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি স্টক ফটো, টেমপ্লেট, সাইন, ফন্টসহ আরো বহু কিছু বিক্রি করতে পারবেন।
৩. Graphic River
ডিজিটাল ডিজাইন, বিশেষত ভেক্টর আর্টওয়ার্ক বিক্রির সেরা ওয়েবসাইট হিসেবে Graphic River গ্রাফিক্স ডিজাইনারদের কাছে ব্যাপক পরিচিত। এটি অস্ট্রেলিয়ান বেইজড্ ক্রিয়েটিভ কোম্পানী Envato এর একটি অন্যতম উদ্যোগ।
হ্যান্ড-ড্রন গ্রাফিক্সসহ প্রায় ৯ লক্ষ ডিজাইন রয়েছে এই অনলাইন মার্কেটপ্লেসে। আর প্রতিদিন এখানে হাজার হাজার ডিজাইন বিক্রি হচ্ছে। আপনি চাইলে বিক্রির এই বিশাল তালিকায় জুড়ে দিতে পারেন আপনার করা সৃষ্টিশীল ডিজাইনগুলোকে।
৪. Shutterstock
ফটো স্টক, গ্রাফিক স্টক ও ভেক্টর স্টকের জন্যে বিখ্যাত একটি মার্কেটপ্লেস এটি। ফটোজ, ফুটেজ ও ভেক্টরসহ লক্ষ লক্ষ ডিজাইন যেমন এখানে ফ্রি পাওয়া যায়, আবার হাজার হাজার ইউনিক ও বিউটিফুল ডিজাইন বিক্রি হয়ে থাকে।
আপনিও চাইলে Shutterstock-এ আপনার ভেক্টর বা অন্য যে কোনও ধরণের ডিজাইন বিক্রি করতে পারেন। এ জন্যে আপনাকে এখানে একজন Contributor হিসেবে জয়েন করতে হবে, এরপর ডিজাইন আপলোড করতে হবে। আর আপনার আপলোড করা ডিজাইন যখনই ডাউনলোড হবে তখনই আপনি সেখান থেকে আয়কৃত অর্থের একটা অংশ পেয়ে যাবেন।
৫. 123RF
কম দামে ডিজাইন ক্রয়-বিক্রয়ের এক বিশ্বস্ত ওয়েবসাইট 123RF যেখানে আপনিও চাইলে আপনার আর্টওয়ার্ক বিক্রি করতে পারেন। এই মার্কেটপ্লেসে এখন পর্যন্ত প্রায় ৯৭ মিলিয়ন ডিজাইন আপলোড করা হয়েছে যেখানে ভেক্টর ও স্টক ইমেজের পাশাপাশি রয়েছে অডিও ও ভিডিও ক্লিপ।
যদিও 123RF প্রচুর রয়্যালিটি ফ্রি ডিজাইন অফার করে থাকে, তবু এখানে খুচরো খাচরা যে পরিমাণ ডিজাইন বিক্রি হয়, তা অনেক সাইটেই হয় না বললে চলে। কারণ, এখানে রয়েছে মিলিয়ন মিলিয়ন বায়ার যারা মূলত কম দামে ভাল ডিজাইন কেনার জন্যেই এই প্লাটফর্মে আসেন।
ভেক্টর আর্টওয়ার্ক বা ড্রইং বিক্রি করার এই ওয়েবসাইটগুলোর সঙ্গে পরিচিত হয়ে আপনার কেমন লেগেছে আমাদের জানান। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে এই ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার পড়ে থাকা ডিজাইনগুলো বিক্রি করবেন। আপনাকে অগ্রিম অভিনন্দন!
Leave a Reply