সোশাল মিডিয়া মার্কেটিং এর অন্যতম সেরা ওয়েবসাইট, টুইটার থেকে আয় করার অনেক উপায় রয়েছে। সেরা ৫টি উপায় নিয়ে আজ আলোচনা করা হল। এগুলো দিয়ে আপনি সোশাল মিডিয়া ম্যানেজারের মত ঘন্টায় ১৫ থেকে ৪০ ডলার আয় করতে না পারলেও একটা উল্লেখযোগ্য পরিমাণ আয় বের করে নিয়ে আসতে পারবেন।
২০০৬ এ লঞ্চ করা সোশাল মিডিয়া নেটওয়ার্ক হিসেবে টুইটারের রয়েছে ৩০০ মিলিয়ন ইউজার। তার মাঝে অনেক ইউজার রয়েছে যারা টুইটারকে ব্যবহার করছেন তাদের ব্যবসায়িক নেটওয়ার্ক হিসেবে। ভোক্তাদের ট্র্যাক রাখা, ম্যাসেজ দেয়া, প্রোডাক্ট প্রমোশনসহ নানা কাজে টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকেই সফল হয়েছেন এবং হচ্ছেন।
যারা ব্যক্তিগত কাজে টুইটার ব্যবহার করছেন, তারাও নিজেদের ক্যারিয়ার, পার্সোনাল সার্ভিসসহ বিভিন্নভাবে টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করছেন। আপনি যদি একজন মেধাবী টুইটার ব্যবহারকারি হন, আপনিও আপনার অ্যাকাউন্ট দিয়ে টুইটার থেকে আয় করতে পারেন অনায়াসে।
টুইটার থেকে আয় করার জন্য প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে টুইটারে একটি অ্যাকাউন্ট খোলা । আপনার যদি একটা শক্তিশালি ফলোয়ার নেটওয়ার্ক থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটিকে আপনি টাকা উপার্জনের একটা উপায়ে রূপ দিতে পারবেন। তবে, তার আগে আপনার অ্যাকাউন্টটিকে গুছিয়ে নিতে হবে-
টুইটার Bio লিখুন
আপনার টুইটার Bio আপনাকে টুইটার সার্চে খুঁজে পেতে সাহায্য করবে। সেই সাথে সুন্দর একটি বায়োগ্রাফি অন্যদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলবে। আর সেই সাথে আপনার ফলোয়ার বেড়ে যাবে। সুতরাং, ১৬০টি অক্ষরের মধ্যে অত্যন্ত সুন্দর করে আপনার সম্পর্কে একটি বায়ো লিখুন।
আপনার যদি কোন ওয়েবসাইট বা বিজনেস থাকে, তবে হ্যাসট্যাগের মাধ্যমে কি-ওয়ার্ড যোগ করুন। আর অবশ্যই খেয়াল রাখবেন হ্যাসট্যাগ যেন ক্লিক্যাবল হয়। অর্থাৎ, ক্লিক করলেই যেন আপনার দেয়া কি-ওয়ার্ডে প্রবেশ করা যায়। আমার বায়ো যেন আকর্ষণীয় হয় সেদিকেও খেয়াল রাখুন। মনে রাখবেন ১৬০ লেটারের মাধ্যমেই আপনার সম্পর্কে একটি গল্প বলে দিতে হবে যা যে কাউকে আপনাকে ফলো করতে উৎসাহিত করবে।
প্রোফাইল ইমেজ ব্যবহার করুন
আপনার পার্সোনাল প্রোফাইলের জন্যে সুন্দর আর ভদ্র গোছের একটা ইমেজ ব্যবহার করুন। খেয়াল রাখবেন আপনার ইমেজটি যেন ব্যক্তিত্বসম্পন্ন হয় অর্থাৎ আপনার ছবির দিকে তাকিয়ে যে কারোই যেন আপনার সম্পর্কে অত্যন্ত ভাল ধারণা হয়। আর যদি এটি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়, তবে অবশ্যই আপনার কোম্পানীর লোগো ব্যবহার করুন।
হেডার ইমেজ ব্যবহার করুন
ফেসুবুকের মতো টইটারেও প্রোফাইল ইমেজের পাশাপাশি হেডার ইমেজ ব্যবহার করা যায়। সুতরাং, এ সুযোগটি হাতছাড়া করবেন না। ম্যাগাজিন কাভারের মতো সুন্দর একটি হেডার ইমেজ ব্যবহার করুন। মাঝে মাঝেই ইমেজটি পাল্টে দিন। আর ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই ইমেজগুলোর ইমনভাবে নাম দিন যা আপনার ব্র্যান্ডকে প্রমোট করে।
আরো অনেক কিছুর মাধ্যমেই আপনি আপনার অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করে তুলতে পারে। যাতে করে আপনার একটি বড় ধরণের ফলোয়ার বেস তৈরি হয়। আর যদি আপনার ফলোয়ার বেস ছোট হয় কিন্তু তারা আপনার পোস্টের সাথে সব সময় সম্পৃক্ত থাকে, তাহলেও আপনার সফলতার সম্ভাবণা বেড়ে যাবে। আসুন, জেনে নেই টুইটার থেকে আয় করার উপায়গুলো-
টুইটার থেকে আয় করার ৫টি উপায়
এখানে যে কয়টি উপায় আলোচনা করা হচ্ছে তার সবটিই অ্যাডভারটাইজিং প্লাটফর্ম। আর এ উপায়গুলোর মাধ্যমে টুইটার থেকে আয় করতে প্রথমেই আপনাকে এই প্লাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে, তাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
১. Sponsored Tweets
Sponsored Tweets টুইটার দুনিয়ায় খুবই পরিচিত একটি অ্যাড সার্ভিস যা আপনাকে আপনার টুইটার অ্যাকাউন্টের প্রতিটি পোস্টের সঙ্গে অ্যাড প্রদর্শণ এবং অ্যাডগুলোতে প্রতি ক্লিকের জন্য মূল্য নির্ধারণ করে দেয়ার সুযোগ দিচ্ছে। এমনকি, কী ধরণের অ্যাড আপনি প্রদর্শণ করতে চান, তাও আপনি ঠিক করে দিতে পারবেন।
Sponsored Tweets এর সঙ্গে ব্যবসায়িক চুক্তির জন্য আপনার প্রোপাইলের কমপক্ষে ৫০ জন ফলোয়ার এবং ১০০টি টুইট বা পোস্ট থাকতে হবে। ৫০ জন ফলোয়ার পাওয়া যে কারো জন্য ১ দিনের ব্যাপার হলেও ১০০টি পোস্ট করতে আপনার জন্য ৫/৬ দিন লেগে যেতে পারে।
২. My Likes
My Likes একটি অ্যাডভারটাইজিং প্লাটফর্ম যা এখন Post Intelligence নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। এই জনপ্রিয় প্লাটফর্মটি টুইটার, ব্লগস্, এমনকি টাম্বলারের মত বিখ্যাত সাইটগুলোতে ব্যবহৃত হচ্ছে অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক হিসেবে।
বিভিন্ন অ্যাডভারটাইজারের অ্যাডগুলো আপনার প্রোপাইলে শো করে Pay Per Click মেথড অনুসারে আয় করতে পারেন আপনার টুইটার অ্যাকাউন্ট দিয়ে। প্রতি ক্লিকের জন্য আপনি পাবেন 0.42 ডলার বা ৩৩.৬ টাকা। দিনে যদি মাত্র ১০টা ক্লিকও পান, তাতেই আপনার আয় দাঁড়িয়ে যাবে ৩৩৬ টাকা। এটা শুধু My Likes থেকে, অন্যান্য উপায় তো রয়েছেই।
৩. Ad.ly
Ad.ly আরো একটি গুরুত্বপূর্ণ অ্যাড সার্ভিস যা আপনার প্রতিটি টুইটের সঙ্গে অটোমেটিকেলি অ্যাডভারটাইজারদের অ্যাড যুক্ত করে দেবে। কিন্তু এখান থেকে ক্লিকের জন্য টাকা পাবেন না যতক্ষণ না কোন অ্যাডভারটাইজার আপনার প্রোপাইলটিকে অ্যাড প্রদর্শনের জন্য পছন্দ না করবেন। অ্যাডভারটাইজার যদি আপনার প্রোপাইলটি পছন্দ করেন, তবে আপনি অ্যাডসহ টুইট করতে পারবেন আপনার সেট করা সিডিউল অনুযায়ী। আর একটা নির্দিষ্ট্য সময় পর পর আপনার পেমেন্ট পেয়ে যাবেন।
৪. ReV TwT
ReV TwT টুইটার বেইজড্ আরো একটি অ্যাডভারটাইজিং অনলাইন সার্ভিস। এটিও একটি Pay Per Click প্লাটফর্ম। আপনার যত বেশি সংখ্যক ফলোয়ার থাকবে আর আপনার প্রোপাইলটি যত বেশি সুনাম অর্জণ করবে, আপনি তত বেশি সংখ্যক অ্যাড ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন এবং আপনার আয়ের পরিমাণও তত বেশি বেড়ে যাবে। আপনার অ্যাকাউন্টে নুন্যতম ২০ ডলার বা প্রায় ১৬০০ টাকা জমা হলেই আপনি উইথড্র দিতে পারবেন।
৫. Twittad
Twittad ই হচ্ছে টুইটারের জন্য তৈরি প্রথম স্পন্সর টুইট নেটওয়ার্ক। এই প্লাটফর্মে আপনি আপনার প্রতি ক্লিকের মূল্য নির্ধারণ করে দিতে পারবেন। তবে আপনাকে অপেক্ষা করতে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অ্যাডভারটাইজার আপনার নির্ধারিত মূল্যে অ্যাড প্রদর্শন করতে রাজী না হন। এছাড়াও, আপনাকে আপনার সঠিক ক্যাটেগরি নির্ধারণ করে দিতে হবে যাতে অ্যাডভারটাইজারা তাদের পণ্যের বিজ্ঞাপন সঠিক প্রোপাইলে প্রদর্শন করতে পারে। যখনই আপনার অ্যাকাউন্টে ৩০ ডলার জমা হবে, আপনি তখনই কেবল তা উত্তোলন করতে পারবেন।
এছাড়াও, টুইটার থেকে আয় করার আরো অনেক উপায় রয়েছে। যেমন, আপনার প্রোপাইলের ব্যানার স্পেস বিক্রি, নিজস্ব রেট নির্ধারণ এবং সরাসরি বায়ারের প্রোডাক্ট সেল ইত্যাদি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্লাটফর্মগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেয়া। ইনকামের জন্য বাকী কাজগুলো আপনাদেরই করতে হবে।
তবে আমাদের ইচ্ছে আছে, প্রতিটি প্লাটফর্ম নিয়ে আলাদাভাবে বিস্তারিত পোস্ট দেয়ার। আপনারা যদি এই পোস্টটিতে লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে আপনাদের আগ্রহ প্রকাশ করেন, তবে ইনশাল্লাহ্ আমরা খুব শীঘ্রই প্রতিটি প্লাটফর্ম থেকে কিভাবে আয় করতে পারবেন সে সব বিষয়ে টিউটোরিয়ালসহ বিস্তারিত পোস্ট নিয়ে আসবো।
Mahbobul Hoq says
very effective writting, many thanks
Anirban says
টুইটার থেকে আয় করার বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে।
টি আই অন্তর says
আপনার প্রশ্নগুলো করুন, লেখক আপনার প্রশ্নের জবাব দেবেন।
Niyaz says
1 ) কিভাবে ইউএসএ এবং কানাডাকে টার্গেট করে টুইটার একাউন্ট খুলতে হবে ?
2) টুইটার একাউন্ট টিকিয়ে রাখার উপায় কি ?
3) নতুন করে টুইটার একাউন্ট খুলে ফলোয়ার তারগেট করার সময় বারবার বন্ধ হয়ে যায় কেন ?
জেসিকা জেসমিন says
হ্যালো Niyaz, আপনার প্রশ্নগুলোর মধ্যে প্রথমটির উত্তর আমার পুরোপুরি জানা নেই। তবে, আমার যত দূর ধারণা, জিও লোকেশন চেইঞ্জ করে অ্যাকাউন্ট খুললে সেটি সাসপেন্ড হওয়ার সম্ভাবণা আছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকেই অ্যাকাউন্ট খুলবেন কিন্তু ফলো করবেন ইউএস এবং কানাডার লোকজনকে। এটা একটা উপায় হতে পারে আর কি। আর আপনার ২য় এবং ৩য় লেখার উত্তর পাবেন টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণ নিয়ে আমার একটি নতুন লেখায়। সত্যি বলতে কি, এই লেখাটি আপনার জন্যেই লিখেছি, মানে আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্যে লিখেছি।
sam says
আপু, টুইটার থেকে আমিও আয় করি। আমি আপনার থেকে আরো অনেক কিছু সম্পর্কে টিউটোরিয়াল চাই। ফেবু/টুইটারে আপনার সাথে যোগাযোগ রাখতে পারলে অনেক উপকৃত হতাম।