রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় কাজান এরিনার মাঠে হেক্সা মিশন নিয়ে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই একের পর এক কাউন্টার অ্যাটাকের স্বীকার হতে হয় ব্রাজিলকে। কোচ তিতের পূর্ব নির্দেশিকা অনুযায়ী ব্রাজিল তাদের চিরাচরিত ৪-৩-৩ ছকেই খেলতে নামে। অন্যদিকে বেলজিয়াম আজকে ৩-৪-২-১ ছকে নামে।
খেলার প্রথমার্ধের ১৩ মিনিটেই বেলজিয়ামের কর্ণার থেকে উড়ে থেকে আসা বলকে প্রতিহত করতে গিয়ে রক্ষণাত্মক মিডফিল্ডার ফার্নান্দিনহো নিজেই আত্মঘাতি গোল করে বসেন।
৩১ মিনিটের মাথায় লুকালু মিডফিল্ডে বল নিয়ে কাউন্টার অ্যাটাকে গেলে তিনি বল পাস করে দেন ৭ নম্বর জার্সির ডি ব্রুইনকে। আর সুযোগ কাজে লাগিয়ে ডি ব্রুইন ডিবক্সের বাইরে থেকেই ব্রাজিলের ডিফেন্সকে অতিক্রম সহজেই অ্যালিসনকে বোকা বানিয়ে বল উড়িয়ে দেন সোজা ব্রাজিলের জালে। সে গোলেই রেড ডেবিল এগিয়ে যান ২-০ গোলে। এর পর আবার শুরু হয় একের পর এক পাল্টা আক্রমণ।
ব্রাজিলের কয়েকবার গোল দেয়ার সম্ভাবণা থাকলেও বেলজিয়ামের গোলকিপার কোর্টয়েসের অসাধারণ প্রতিরক্ষায় সব চেষ্টায় ব্যর্থ হয় ।
৬১ মিনিটে লুকাকুর গোল দেয়ার চেষ্টা বৃথা হলে, ৬২ মিনিটে নেইমারে এসিস্টে পোলিনহোর গোল করার সুযোগ আসে। কিন্তু পোলিনহো তা কাজে লাগাতে পারেননি।
এরপর ৭৬ মিনিটের মাথায় কোতিনহোর এসিস্টে অসাধারণ হেড শর্ট করে বেলজিয়ামের বিপক্ষে প্রথম গোল করেন রেনাতো অগস্টা।
৮৪ মিনিটে মিডফিল্ড থেকে নেইমার অসাধারণভাবে ডিবক্সে বল নিয়ে গেলেও কোতিনহো ব্যর্থ হোন। এরপর নেইমার কয়েকবার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হোন। এরপর এক্সটা সময়ে ব্রাজিল চেষ্টা করে খেলা সমতায় আনতে। আর বেলজিয়ামের সেরা খেলোয়াড় লুকাকু উঠে যাওয়ায় ব্রাজিল বড় একটা সুযোগ পেয়েছেন। কিন্তু একটা কথা আছে পরাজয় যখন আসে তখন শত চেষ্টাও তাকে প্রতিরোধ করতে পারে না।
এভাবেই বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে জনপ্রিয় একটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। আর্জেন্টিনার, জার্মানি, পর্তুগালের পর এবার ব্রাজিলের বাড়ি যাওয়ার পালা। হয়তো এবার হ্যাজার্ড, লুকাকুর বেলজিয়াম বিশ্বকাপ নিবে।
একনজরে আজকের খেলাঃ
ব্রাজিলের টোটাল শর্ট ২৪ বেলজিয়ামের শর্ট ১০
ব্রাজিলের ফ্রি কিক ১৬ বেলজিয়ামের ১৪
ব্রাজিলের কর্নার ৮ বেলজিয়ামের ৪
ব্রাজিলের পাউল ১৪ বেলজিয়ামের ১৬
ব্রাজিলের হলুদ কার্ড ২ বেলজিয়ামের হলুদ কার্ড ২
Leave a Reply