ইউটিউবকে ভিডিওর এক ভাণ্ডার হিসাবে ধরা যেতেই পারে। এমন কোন ভিডিও নেই যা ইউটিউবে খুঁজে পাওয়া যাবে না। মুভি, কার্টুন, গান কিংবা কোন টিউটোরিয়াল, যাই হোক না কেন, ইউটিউবে খুঁজলে তা পাওয়া যাবে না এ রকম ইতিহাস বোধ হয় খুব কমই আছে। নেই বললেই চলে। ইউটিউবের অনেক অজানা তথ্য হয়তো আপনি জানেন। এটা কি জানেন ইউটিউবে এ যাবৎ আপনি কত ঘন্টা ভিডিও দেখেছেন?
এই ইউটিউবের ভিডিও দেখার কারণে অনেক সময় নষ্ট হয়ে যেতেই পারে। কখনো কখনো দেখা যায় কোন একটি ভিডিও শুরু করলে তা আর শেষ না করা পর্যন্ত উঠা যায় না। কখনো তো আবার একটা ভিডিও দেখা শুরু করার পর তা থেকে আরেকটা, এভাবে একের পর এক চলতেই থাকে।
কখনো কখনো মনে প্রশ্ন জাগতেই পারে যে, অনেক ভিডিওই তো দেখা হয়। এভাবে করে এতদিনে কতক্ষণ ভিডিও দেখা হয়েছে তা যদি জানা যেত তাহলে ভালোই হতো। যাদের এরকম মনে হয় তাদের জন্য সুসংবাদই বটে। কারণ এখন আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন এ যাবৎ ঠিক কত ঘণ্টা ভিডিও আপনি ইউটিউবে দেখেছেন।
তো চলুন, জেনে আশা যাক কীভাবে জানবেন যে আপনি এ যাবৎ কত ঘন্টা ইউটিউব ভিডিও দেখেছেন।
ইউটিউব দিনকে দিন নিজেদের ওয়েবসাইটকে আপডেট করেই চলেছে। অনেক নতুন নতুন ফিচার যোগ করছে। যার ফলে ইউটিউব এখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে সবার কাছে। তেমনি ইউটিউবের একটি নতুন ফিচার হলো “Time Watched”।
এই ফিচারটির মাধ্যমে এখন আপনি খুব সহজেই জানতে পারবেন এ যাবৎ ঠিক কতক্ষণ আপনি ইউটিউব ভিডিও দেখেছেন। তবে আপাতত এই ফিচারটি অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপেল ফোনেই পাবেন।
যেভাবে দেখবেন এ যাবৎ কত ঘন্টা ইউটিউব ভিডিও দেখেছেন
এজন্য আপনাকে যা করতে হবে তা হলো, প্রথমে ইউটিউব অ্যাপে ঢুকতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে ইউটিউব অ্যাপসটি আপ টু ডেট হতে হবে। এরপর ডান পাশে উপরের দিকে থাকা অ্যাকাউন্ট আইকনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট মেনু অন হওয়ার পর সেখানে “Time Watched” নামের একটা মেনু দেখা যাবে।
সেখানে ট্যাপ করলে ইউটিউব ভিডিও দেখার সমস্ত পরিসংখ্যান দেখা যাবে। আপনি সেখানে আপনার দৈনিক গড়ে কতক্ষণ ভিডিও দেখেছেন তা জানতে পারবেন। এছাড়াও আজ, গতকাল এবং গত সপ্তাহে আপনি ইউটিউব ভিডিও কতক্ষণ দেখেছেন তাও জানতে পারবেন এখান থেকে।
তাহলে এখন আপনি জেনে গেলেন কীভাবে এ যাবৎ কত ঘন্টা ইউটিউব ভিডিও দেখেছেন। তাহলে আর দেরি না করে এখনই জেনে নিন এ যাবৎ কত ঘন্টা ইউটিউব ভিডিও দেখেছেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখে নিতে বলুন তারা কে কত ঘন্টা ইউটিউবে ভিডিও দেখেছেন।
Leave a Reply