কম্পিউটার ব্যবহারকারী থেকে শুরু করে বর্তমানের ট্যাব বা স্মার্টফোন ব্যবহারকারীরা কম বেশী বিভিন্ন ধরনের ফাইলের সাথে পরিচিতি। এগুলোর মাঝে একটি হল .rtf ফাইল ফরমেট। সাধারণত ফাইল নেম বা এক্সটেনশনটি আপনার ফাইলের নামের শেষে যুক্ত থাকে। যখন কোনও ভিডিওর কথা আসে, তবে .mp4 বা .avi ফাইল গানের কথা আসলে mp3 ই-বুকের কথা আসলে pdf কিংবা epub ইত্যাদি ফাইলের নাম চলে আসে। আর এইগুলোকেই ফাইলনেম বা এক্সটেনশন বলা হয়।
অন্যসব ফাইলের মত .rtf খুব একটা জনপ্রিয় ফাইল নয় যার ফলে অনেকের নিকট এই ফাইলটি বেশ অপরিচিত। যার ফলে অনেক সময় এই ধরনের ফাইল আসলে কিভাবে ওপেন করবেন তা নিয়ে ঝামেলা পোহাতে হয়।
তাই সবদিক বিবেচনা করে আজকে আমরা .rtf ফাইল কি ও কিভাবে ওপেন করবেন এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো।
.rtf ফাইল কি
১৯৮৭ সালের দিকে মাইক্রোসফট ওয়ার্ড টিম ডট আরটিএফ ফাইল তৈরি করেছিল। rtf অর্থ হল Rich Text Format। এটি একটি সর্বজনীন ফরমেট হিসাবে ধরা হয়। কেননা এটি প্রায় সব অপারেটিং সিস্টেম এবং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কাজ করে। এটি উইন্ডোজের ওয়ার্ডপ্যাড সফটওয়্যারের ডিফল্ট ফরমেট হিসাবে ব্যবহৃত হয়।
বেশিরভাগ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এই ফাইল ওপেন ও এডিট করতে সক্ষম। এছাড়া আপনি যদি উইন্ডোজে এই ফাইল তৈরি করেন তবে এটা ম্যাক বা লিনাক্স অনায়াসে ব্যবহার করতে পারবেন।
.rtf টেক্সট বোল্ড, ইটালিক, বুলেট এবং ছবি যোগ করার মত ওয়ার্ড প্রসেসিংয়ের সাধারণ কাজ গুলো করা যায়। হতাশার বিষয় হল মাইক্রোসফট ২০০৮ সাল থেকে এর ডেভেলপ বন্ধ করে দেয় তাই নতুন করে এর কোন আপডেট বের হবে না। কিন্তু তারপরেও এই ফাইল ফরমেট তার জনপ্রিয়তা ধরে রেখেছে এবং ইমেল ক্লায়েন্টের মতো কাজে এই ফাইল ফরমেট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
.rtf ফাইল কিভাবে ওপেন করবেন
.rtf এক্সটেনশনের ফাইল প্রায় সব অপারেটিং সিস্টেমের বিল্ট ইন সফটওয়্যার দিয়ে ওপেন করা যায় যেমন উইন্ডোজের WordPad ও ম্যাকের TextEdit ইত্যাদি। যাইহোক rtf ফাইলে আপনি ডাবল ক্লিক করে সরাসরি ওপেন করতে পারবেন। এছাড়া যেকোনো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওপেন করে, তারপর সেই সফটওয়্যার থেকে Open এ ক্লিক করে কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করেও ওপেন করতে পারবেন। এসব উপায় ছাড়াও .rtf ফাইল ওপেন করার জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেমন:
- Openoffice (উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অনান্য)
- Libreoffice (উইন্ডোজ, ম্যাক, লিনাক্স)
- Neooffice (ম্যাক এবং আইওএস)
- WPS (উইন্ডোজ, ম্যাক, অ্যানড্রয়েড এবং আইওএস)
অনলাইনে .rtf ফাইল ওপেন বা এডিট করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট হল:
শেষ কথা
এই ছিল .rtf এক্সটেশনশ ফাইল নিয়ে নাতিদীর্ঘ আলোচনা। আশাকরি এখন থেকে .rtf ফাইল ওপেন করা নিয়ে আর কোন ঝামেলা হবে না।
Leave a Reply