ক্রিশ্চিয়ানো রোনালদো যে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে যাচ্ছেন, তা নিয়ে ইদানীং সারা পৃথিবীতেই ট্রল, খবর, আলোচনা, সমালোচনা থেকে শুরু করে এমন কিছু আর বাদ নেই যা এখনও হয়নি। ব্যাপারটা রোনালদো আর রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য বেশ দুঃখজনক হলেও, এই আর্টিকেলটা কিছুটা আশার হতে পারে তাদের জন্য। আর আজকের আর্টিকেল হল, জুভেন্টাসে গেলে দারুন কিছু রেকর্ড গড়তে পারবেন রোনালদো।
আমরা সবাই হয়তো জানি, ২০০৩ সালে ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে খেলা শুরু করেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদ শিবিরে। এ সুযোগে বহু বছর সরাসরি রোনালদো আর বিশ্ব সেরা মেসির প্রতিদ্বন্দ্বিতাও দেখার সুযোগ হয় আমাদের। আর তারপর এই ২০১৮তে এসে, এখন চলে যাচ্ছেন জুভেন্টাসে।
যেসব রেকর্ড গড়তে পারবেন রোনালদো
তো যাই হোক, কথা আর না বাড়িয়ে, চলুন ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসে পদার্পণ রোনালদোকে কি কি রেকর্ডের হাতছানি দিচ্ছে তা দেখি। আরেকটা ব্যাপার, এখানে দেয়া বেশিরভাগ তথ্যই গোল.কম থেকে নেয়া।
১) প্রথম প্লেয়ার হিসেবে ইপিএল, লা-লিগা আর সিরি-এ বিজয়ঃ
এ পর্যন্ত ফুটবল ইতিহাসে কোন খেলোয়াড় লা-লিগা, ইপিএল এবং সিরি-এ তে জয় লাভ করে নি। লা-লিগা আর ইপিএলে তো চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ইতোমধ্যেই আছে রোনালদোর। সিরি-এতে গিয়ে একবার জুভেন্টাসকে চ্যাম্পিয়ন বানাতে পারলেই, বিশ্বের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ রেকর্ডে নাম লিখাবেন রোনালদো।
২) তিনটা আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লীগ জেতাঃ
ক্লারেন্স সীডরফ বিশ্বের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি তিনটা আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এদিকে ২২ বছর আগে শেষবারের মত চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিল জুভেন্টাস। আগামীবার যদি জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারেন, তাহলে বিশ্বের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটা ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতার রেকর্ড গড়তে পারবেন রোনালদো।
৩) সিরি-এতে এক সিজনে সর্বোচ্চ গোলের রেকর্ডঃ
সিরি-এতে এক সিজনে এ পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড আছে আর্জেন্টাইন তারকা গঞ্জালেজ হিগুয়েনের। উনার গোল সংখ্যা ছিল ৩৬টি। এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে ২০১০-১১, ২০১১-১২ আর ২০১৪-১৫ এই তিন সিজনে মোট তিনবার ৩৬ এর বেশি গোল দেয়ার রেকর্ড আছে রোনালদোর। সুতরাং, সিরি-এতে এক সিজনে সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড মনে হচ্ছে তার জন্য সময়ের ব্যাপার মাত্র।
৪) সিরি-এতে সর্বোচ্চ হ্যাট্রিকঃ
সিরি-এতে এই পর্যন্ত একজন খেলোয়াড়ের করা সর্বোচ্চ সংখ্যক হ্যাট্রিকের রেকর্ড গানার নর্দাল আর মিজ্জার, ১৭টি করে। দেখা যাক, সিরি-এর ক্যারিয়ারে রোনালদো ১৮টি হ্যাট্রিক করে তাদের এই রেকর্ড ভাঙতে পারেন কিনা।
৫) প্রথম খেলোয়াড় হিসেবে ইপিএল, লা-লিগা আর সিরি-এতে টপ স্কোরারঃ
প্রথম খেলোয়াড় হিসাবে ইপিএল, লা-লিগা আর সিরি-এতে টপ স্কোরার রেকর্ড গড়ার হাতছানি এখন রোনালদোর সামনে। ২০০৭-০৮ সিজনে ইপিএলের টপ স্কোরার হয়েছিলেন রোনালদো। আর রিয়াল মাদ্রিদের হয়ে ২০১০-১১, ২০১৩-১৪ এবং ২০১৪-১৫তে লা-লিগায় টপ স্কোরার ছিলেন তিনি। এখন, সিরি-এতে একটা সিজনে টপ স্কোরার হতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে ইপিএল, লা-লিগা এবং সিরি-এতে টপ স্কোরার হওয়ার রেকর্ড গড়তে পারবেন রোনালদো।
যাই হোক, এই ছিল জুভেন্টাসের হয়ে যে-সব রেকর্ড গড়তে পারবেন রোনালদো তার একটা সংক্ষিপ্ত তালিকা। আরও কোন রেকর্ড যা রোনালদো গড়তে পারবেন বলে আপনাদের জানা থাকলে, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Leave a Reply