যারা বিভিন্ন ভাইরাস, ম্যালওয়ার ইত্যাদি নিয়ে পড়া-শুনা করে থাকেন, জিপ বোম্ব নামটা তাদের কাছে খুব একটা অপরিচিত হওয়ার কথা না। তবে, যারা এ ব্যাপারে বেশি একটা ঘাটাঘাটি করেন না, তাদের অনেকের কাছেই নামটা অপরিচিত লাগতে পারে। যদিও আধুনিক অ্যান্টিভাইরাসগুলো এখন খুব সহজেই জিপ বোম্ব ডিটেক্ট করতে পারে। তবুও, আপনার কম্পিউটারের সিকিউরিটির জন্য জিপ বোম্ব ম্যালওয়ার-এর ব্যাপারে জেনে রাখা উচিৎ।
এছাড়া, এতে করে আপনি বুঝতেও পারবেন যে, আপডেটেড এন্টিভাইরাস ইনস্টলড না রাখলে আপনার পার্সোনাল কম্পিউটারটি কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারে। অথবা আপনার এন্টি-ভাইরাস আপনাকে জিপ বোম্ব ম্যালওয়ার-এর ব্যাপারে ওয়ার্নিং দিলে ব্যাপারটা কতটা গুরুত্বের সাথে নেয়া উচিত, সেটাও বুঝতে পারবেন। আর ক্ষতিকর ভাইরাস থেকে আপনার কম্পিউটার সুরক্ষিত রাখার উপায়গুলো জেনে রাখা আপনার জন্যে বুদ্ধিমানের কাজ হবে।
জিপ বোম্ব ম্যালওয়ার কি
জিপ বোম্ব ম্যালওয়ারকে জিপ অফ ডেথ বা ডিকম্প্রেশন বোম্ব নামেও ডাকা হয়ে থাকে। জিপ অফ ডেথ হল মূলত একটা ম্যালিশাস আর্কাইভ ফাইল, যেটা ডিজাইন করা হয়েছে আপনার সিস্টেমকে ক্র্যাশ করানোর জন্য। মূলত, জিপ বোম্ব আসলে অনেকটা ডিকয়ের মত কাজ করে। এটি নিজে সিস্টেমকে ক্র্যাশ করা ছাড়া আর কোন ক্ষতি করে না। কিন্তু, সিস্টেম ক্র্যাশ করাতে এন্টি ভাইরাসও ক্র্যাশ করে। তাতে করে অন্যান্য ভাইরাসগুলোর জন্য একটা অপেনিং ওয়ে তৈরি হয় আপনার কম্পিউটারে।
জিপ বোম্ব কীভাবে কাজ করেঃ
এই জিপ বোম্ব আসলে একটা জিপ ফাইল। 42.zip নামে একটা জিপ বোম্ব খুব জনপ্রিয়। মজার ব্যাপার হল আপনি নিজেই এটা গুগোল সার্চ করে ডাউনলোড করতে পারবেন। এই লিংকটাই একটা উদাহরণ হিসেবে দিলাম। কিন্তু, ডাউনলোড করা বা আনজিপ করা নিজ স্বায়িত্বে করবেন।
আর, অবশ্যই অন্য কারও ক্ষতি করতে এটা ব্যবহার করবেন না। এই লিংক ছাড়াও গুগোল করলেই হাজার হাজার লিংক পাওয়া যায় এটা ডাউনলোড করার জন্যে। যাই হোক, তো জিপ বোম্ব ম্যালওয়ার কীভাবে কাজ করে, তা এই 42.zip দিয়েই ব্যাখ্যা করি।
42.zip
৪২ ডট জিপ হল একটি মাত্র ৪২ কিলোবাইটের ছোট একটা জিপ ফাইল। কিন্তু, এটাকে আনজিপ করলে তাতে আরও ৫টা জিপ ফাইলের একটা সেট। যেই পাঁচটার প্রতিটার মধ্যে থাকে আরও ৫টা করে জিপ ফাইলের সেট। এভাবে মোট ১৬টা সেটের নেস্টেড জিপ ফাইল থাকে। আর সবার শেষের সেটের প্রতিটা জিপ ফাইলে থাকে ৪,২৯,৪৯,৬৭,২৯৫ বাইট বা ৩.৯৯ জিবির ফাইল।
অর্থাৎ, সবগুলো ফাইল মিলে মোট তৈরি হয় ৪,৫০,৩৫,৯৯,৬২,৬৩,২১,৯২০ বাইট বা ৩.৯৯ পেটা বাইটের ফাইল। এখন, সাধারণত আমাদের বেশির ভাগের পিসিই থাকে ৫০০ জিবি বা ১ টেরাবাইট হার্ডডিস্কের। সেক্ষেত্রে এক টেরা হার্ডডিস্কের পয়তাল্লিশ হাজার হার্ডডিস্ক লাগবে এই পরিমাণ ফাইল রাখার জন্য। যা স্বাভাবিক অবস্থায় কখনই থাকে না। আর তারই ফল হিসেবে ক্র্যাশ করে আমাদের পিসি। তবে, সুখের ব্যাপার হল, আধুনিক এন্টিভাইরাসগুলো ফাইল আনজিপ করা ছাড়াই জিপ বোম্ব ডিটেক্ট করতে পারে।
যাই হোক, তো এই ছিল জিপ বোম্ব ম্যালওয়ার নিয়ে আলোচনা। জিপ বোম্ব ছাড়াও আরও অনেক ম্যালওয়ার আক্রমণ করতে পারে আপনার কম্পিউটারকে। তাই, এন্টিভাইরাস আপডেটেড রাখতে ভুলবেন না। আর, সতর্ক করার জন্য, পোস্টটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাতে পারেন জিপ বোম্ব-এর ব্যাপারে
Leave a Reply