পৃথিবীর কোন দেশেই সিগারেট সস্তা নয়। সব দেশেই সিগারেটের উপর বেশি ট্যাক্সের কারণে সিগারেটের দাম বেশি। তবে পৃথিবীতে সবচেয়ে বেশি দামের সিগারেট কোনটি, সেটা জানার কৌতুহল মেটাতেই এই লেখা।
এ মুহূর্তে, এমনকি সব সময়ই সবচেয়ে বেশি দামের সিগারেট ট্রেজারার (Treasurer)। আর এর প্রতি প্যাকেটের মূল্য ৬৭ ডলার যা আমাদের টাকায় প্রায় ৫ হাজার। এক প্যাকেটে ২০টি সিগারেট থাকে, সে হিসেবে ১টি সিগারেটের দাম পড়ে ২৫০ টাকা।
ট্রেজারারইংল্যান্ডের একটি সিগারেট ব্র্যান্ড। ইংল্যান্ডের দ্যা সেন্সেলর টোবাকো কোম্পানীর নানা রকম সিগারেটের মধ্যে একটি হচ্ছে ট্রেজারার। এটি শুধু দামিই নয়, দূর্লভও।
দ্বিতীয় দামী সিগারেট সোব্রেনি (Sobranie), এটিও ইংল্যান্ডের ব্র্যান্ড – প্রতিটির মূল্য ৫০ টাকা। বাংলাদেশে সিগারেটের দাম যেভাবে বাড়ছে, তাতে আপনি হয়তো ভাবছেন, দূর আর সিগারেটই খাবো না। কিন্তু ঠিকই খাচ্ছেন। আসলে, না খেয়ে পারছেন না। ছেড়ে দেয়ার কথা সত্যিই ভেবেছেন এবং চেষ্টা করেছেন হয়তো, কিন্তু সঠিক উপায় না জানার কারণে ছাড়তে পারেননি। আপনি যদি সত্যিই সিগারেট খাওয়া ছেড়ে দিতে চান, তাহলে সিগারেট খাওয়া ত্যাগ করার ১৩টি চ্যালেঞ্জিং উপায় জেনে নিন।
Leave a Reply