কাস্টম রম কিংবা স্টক রমের নাম শুনেছেন নিশ্চয়ই। সহজ ভাষায় বলতে গেলে রম হচ্ছে আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেম। রম দুই প্রকার স্টক রম এবং কাস্টম রম।
স্টক রম হচ্ছে আপনার ফোন কেনার সময় ফোন কোম্পানি যে অপারেটিং সিস্টেম ইন্সটল করে দিয়েছে। সেটা হতে পারে iOS কিংবা Android। আবার অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে অনেক ধরনের স্টক রম থাকে যেমন শাওমি MIUI কিংবা ওয়ানপ্লাসের Oxygen OS ইত্যাদি।
আর কাস্টম রম হচ্ছে মূলত স্টক রমের কাস্টমাইজড ভার্সন। বর্তমান সময়ে কাস্টম রমের নাম শুনেননি এরকম মানুষ খুব কমই আছে। কাস্টম রমে বেশ কিছু সুবিধা রয়েছে। কাস্টম রম ইন্সটল এর ফলে আপনার ফোনের পারফরম্যান্স আগের থেকে অনেক বেশী বৃদ্ধি পাবে। নিত্য নতুন আপডেট আপনি খুব তাড়াতাড়ি পাবেন, যেগুলো আপনার স্টক রমে পাবেন অনেক বেশি দেরিতে। কাস্টম রমে রয়েছে অসংখ্য ফিচার যেগুলো আপনাকে মুগ্ধ করবে।
জনপ্রিয়তার শীর্ষে থাকা ১০টি কাস্টম রম
কাস্টম রমের আরও একটা বড় সুবিধা হচ্ছে কাস্টমাইজ করার সুবিধা। যে সুবিধা স্টক রমের ক্ষেত্রে থাকে না বললেই চলে। তাই আজকে আমি বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা ১০টি কাস্টম রম সম্পর্কে আলোচনা করব।
LineageOS
সেরা কাস্টম রমের তালিকা যদি করতে চাই, তাহলে প্রথমেই যে কাস্টম রমটির নাম আসবে সেটি হচ্ছে LineageOS। বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে আছে এই রমটি। LineageOS প্রায় ১৯০টি ডিভাইসে সার্পোট করে।
এই রমের নিরাপত্তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এর রয়েছে বিল্ট ইন অডিও ইকুয়ালাইজার। এছাড়া আপনি ডিভাইসের বাটনও কন্ট্রোল করতে পারবেন এই রমে।
Paranoid Android
LineageOS এর পর যদি কোন কাস্টম রমের নাম আসে সেটি হল Paranoid Android। যদিও বর্তমানে এই রমটি খুব কম ডিভাইসে সার্পোট করে। কিন্তু এর বিচিত্র ফিচারসের সংখ্যা কম নয়।
ফ্লোটিং বুবলের মাধ্যমে আপনি খুব সহজেই যেকোন নোটিফিকেশন দেখতে পারবেন। এছাড়া এদের রয়েছে নিজস্ব কালার ইঞ্জিন, পকেট লক এবং তিন আঙ্গুলে সোয়াইপ করে স্ক্রিনশট নেয়ার সুবিধা।
SlimRoms
খুব সাদা-সিধে ডিজাইন এবং যৎসামান্য ফিচারস নিয়ে জনপ্রিয়তার শীর্ষে আছে। এর জনপ্রিয়তার প্রধান কারণ সহজ ইউজার ইন্টারফেস এবং লাইট ওয়েট সাইজ। যার ফলে এর নাম দেয়া হয়েছে SlimRoms ।
Resurrection Remix OS
এই রমকে অনেকে RR extends নামে জানে। বর্তমানে ১৫০+ ডিভাইসে এই রম সার্পোট করে। ব্যবহারকারীকে একটু অন্যরকম স্বাদ দিবে এই রমটি। কুয়িক সেটিংস কাস্টমাইজ, অ্যানিমেশন যোগ করা যাবে এই রমে। বিল্ট ইন রয়েছে অনেক অ্যাপ্স।
MIUI
গরিবের IOS বলা হয় MIUI কে। শাওমি এখন তাদের ফোনের পাশাপাশি অন্য ফোনেও তাদের রম ব্যবহারের সুবিধা দিচ্ছে। শাওমির রম নিয়ে আশাকরি বেশী কিছু বলতে হবে না।
Dirty Unicorns
নাম শুনে খারাপ লাগলেও, ব্যবহার করে কিন্তু আপনি একটুও হতাশ হবেন না। এই রম হচ্ছে কাস্টম রমের আসল রূপ। আপনি আপনার ইচ্ছামত কাস্টমাইজড করতে পারবেন। এই রমের ব্যাটারি পারফরম্যান্সও অনেক বেশী।
Carbon ROM
Carbon ROM অনান্য কাস্টম রমের মতই। তবে আপনি এটা কয়েক দিন ব্যবহার করলে এর প্রেমে পরে যাবেন। কাস্টম রমের মধ্যে এটা একটি স্ট্যবল রম। যার ফলে আপনি যদি কাস্টম রম দুনিয়ায় একদম নতুন হয়ে থাকেন, তাহলে এই রমকে আপনি আপনার পছন্দের তালিকার প্রথমে রাখতে পারেন।
AOKP-ROM
AOKP একদম সহজ ইউজার ইন্টারফেসে তৈরি। আপনি যদি একদম সহজ ইউজার ইন্টারফেস খুজে থাকেন, তাহলে আপনার তালিকার প্রথমে এই রমকে রাখতে পারেন।
XenonHD
কাস্টম রম দুনিয়া আধিপত্য বিস্তারকারী আর একটি রম হল XenonHD। এই রমে আপনি থিম কাস্টমাইজ সহ আপনার নোটিফিকেশনকেও ফিল্টার করে রাখতে পারবেন। বুঝতেই পারছেন এই রমে নতুন কিছু ইউনিক ফিচারস রয়েছে।
AOSP Extended
কি দশ নাম্বারে দেখে এই রমকে কোন গুরুত্ব দিচ্ছেন না। এটাও অসাধারণ একটি কাস্টম রম। প্রতি মাসে এই রমে আপনি আপডেট পাবেন।
শেষ কথা
কাস্টম রম আপনাকে স্মার্টফোন ব্যবহারের আসল স্বাদ দিবে। আমি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা ১০টি কাস্টম রম নিয়ে আলাপ করেছি। এই ১০টি ছাড়া আরও অনেক কাস্টম রম রয়েছে সব গুলো দেয়া সম্ভব নয়।
আপনারা যদি এই রম কিংবা এই রমের বাহিরেও কোন কাস্টম রম ব্যবহার করে থাকেন তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
কবীর says
আমার মোবাইলে একটা সিম সাপোর্ট করে। কিন্তু আরেকটা সিমের অপশন আছে যদিও সেটা কোথাও উল্লেখ নাই। আমি যদি কাস্টম রম ইনষ্টল করি, তাহলে কি ডবল সিম এক্টিভ করার অপশন পাব? ইভেন ফাইভ জি, ভোল্টি এসব অপশনগুলো টেস্ট মোডে আছে, সেগুলো কি অন করতে পারব?
টি আই অন্তর says
ধন্যবাদ, কবীর ভাই। আপনার প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেয়ার জন্যে লেখাটির লেখক ওমর ফারুকে অনুরোধ করা হয়েছে। আশা করি, শীঘ্রই তিনি প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সহযোগীতা করবেন।