চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম টটেমহাম এর হাইভোল্টেজ ম্যাচ রয়েছে আজকে। এই ম্যাচ ঘিরে উন্মাদনা শুরু হয়েছে এরই মধ্যে।
আজকে রয়েছে বার্সেলোনা বনাম টটেমহাম এর ম্যাচ
আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে যে হাইভোল্টেজ ম্যাচগুলোর প্রতি মানুষের নজর থাকবে তার মধ্যে বার্সেলোনা বনাম টটেমহাম ম্যাচটি অন্যতম। মুখোমুখি লড়াইয়ের পূর্বে চলুন জেনে নিই কার কতটা সম্ভাবনা।
বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগে তাদের শুরুতা হয়েছিল উড়ন্ত। মেসির হ্যাটট্রিকে পিএসভি কে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম শুরু হয়েছিল বার্সার।
কিন্তু তার পরেই পথ হারিয়েছে তারা। বার্সা কোচ ভালভার্দের কৌশল নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে সমালোচনা। তাই সমালোচকদের মুখ বন্ধ করতে এবং গত তিনম্যাচে জয় না পাওয়া বার্সেলোনা আজকে জিততে মরিয়া হয়েই মাঠে নামবে।
বার্সেলোনা দলে নেই কোন চোট আঘাতের সমস্যা। তাই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন ভালভার্দে।
টটেনহাম
মরিসিও পচেনিত্তোর টটেনহাম গত কয়েক মৌসুম হতেই সমীহ জাগানিয়া এক দল।
এবারও ইংলিশ লিগের অন্যতম ফেভারিট এই দল আজ রাতে বার্সেলোনার পরীক্ষা নিতে তৈরী। নিজেদের মাঠে খেলা বলে দর্শকদের সমর্থনও তাদের সাথে।
আক্রমণ থেকে মাঝমাঠ সব পজিশনেই ভারসাম্য রয়েছে টটেনহামের।
যাদের উপর চোখ থাকবে
বার্সেলোনার খেলা হলেই সবার চোখ থাকে লিউনেল মেসির উপর। তবে আলো কাড়তে প্রস্তুত কৌতিনহো, অউসমান ডেম্বেলেও।
টটেমহামের মূল ভরসা হ্যারি কেন। তবে সেকেন্ড স্ট্রাইকার অথবা মাঝমাঠ থেকে ভয়ংকর হয়ে উঠতে পারেন ডেলে আলি।
আর তুখোড় ট্যাকটিশিয়ান পচেনিত্তো তো থাকবেনই ডাগআউটে।
বার্সার চিরাচরিত পাসিং ফুটবলের বিপক্ষে গতিনির্ভর কাউন্টার অ্যাটাকেই খেলতে পারে টটেনহাম।
দলের শক্তিমত্তা আর ফুটবলীয় ঐতিহ্যে এই ম্যাচে খানিকটা এগিয়ে থেকেই শুরু করবে স্প্যানিশ জায়ান্টরা। তবে টটেনহামও বার্সেলোনাকে ছেড়ে কথা বলবে না।
সবমিলিয়ে বার্সেলোনা বনাম টটেনহাম হটস্পারের ম্যাচটি উপভোগ্য ফুটবল উপহার দিবে, এমন প্রত্যাশাই করছেন বিশ্লেষকেরা।
Leave a Reply