জীবনে অনেক ডিজাইন করেছেন আপনি, সেগুলো প্রিন্ট হয়ে চলে গিয়েছে কোন প্রোডাক্টের প্যাকেটে, মানুষের হাতে হাতে বিলি হয়ে বিস্মৃত হয়ে গেছে সময়ের গহ্বরে কিংবা বিল বোর্ডের বৃষ্টিতে ধুয়ে গেছে চিরতরে অথবা রয়ে গেছে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাউচার হিসেবে কিংবা শোভা পাচ্ছে কোন কর্পোরেট অফিসের টেবিলে টেবিলে। ডেলিভারি দেয়া আপনার ডিজাইনগুলো মুছে যাক বা থেকে যাক কোথাও, আপনার কিছু এসে যায় না; মূল ফাইলগুলো তো রয়ে গেছে আপনার কম্পিউটারে। এবার সেগুলোকে কাজে লাগান। গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ঘরে বসে আয় করার সুযোগ দিচ্ছে এমন ওয়েবসাইটগুলোতে তুলে দিন আপনার ডিজাইনগুল। আর শুরু করুন ঘরে বসে বাড়তি আয়।
গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ঘরে বসে আয় করার ১০ টি ওয়েবসাইট
গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ঘরে বসে আয় করার সুযোগ দিচ্ছে এমন ওয়েবসাইট রয়েছে শত শত। তার মাঝ থেকে বাছাই করা ১০ টি সাইট এখানে দেয়া হল। আপনার করা পুরনো কিংবা নতুন যে কোন ডিজাইন তুলে দিন এই সাইটগুলোতে। একটা ডিজাইন বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে ৭০ থেকে ৯০ ভাগ টাকাই চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। একবার নয়, যতবার বিক্রি হবে ততবারই আপনি সর্বোচ্চ কমিশন পাবেন। আর একটা ডিজাইন বিক্রি হতে পারে হাজার হাজার বার। এটা নির্ভর করবে আপনার ডিজাইনের কোয়ালিটির উপর। চলুন, ওয়েবসাইটগুলো থেকে ঘুরে আসা যাক-
- মোবাইলে ছবি তুলুন আর ঘরে বসে আয় করুন
- আর্টিকেল লিখে আয় করুন মাসে ৫০ হাজার টাকা
- যেভাবে আয় করবেন ইউটিউব থেকে
ক্রিয়েটিভ মার্কেট
ক্রিয়েটিভ মার্কেটে আপনি আপনার ডিজাইন করা লোগো, বাউচার, ইলাস্ট্রেশন, ওয়েব টেমপ্লেটসহ যে কোন গ্রাফিক্স ডিজাইন বিক্রির জন্য আপলোড করতে পারবেন এবং আপনি নিজেই সেগুলোর বিক্রির দাম নির্ধারণ করে দিতে পারবেন। বিক্রি হওয়ার পর আপনার নির্ধারিত দামের ৩০ ভাগ অর্থ রেখে দিয়ে ক্রিয়েটিভ মার্কেট কতৃপক্ষ আপনাকে ৭০ ভাগ টাকা দেবে। তবে আপনি যখন ক্রিয়েটিভ মার্কেটের একজন পার্টনার হিসেবে অন্তর্ভূক্ত হবেন বা আপনার রেফারেন্সে যখন কেউ কোন ডিজাইন কিনবে তখন আপনি আরো ১০ ভাগ এক্সট্ট্রা মানি পাবেন।
এ সাইটের একটা অসাধারণ দিক হচ্ছে, আপনার ডিজাইনের উপর এরা হাত দেবে না। একই ডিজাইন আপনি অন্য সাইটেও বিক্রি করতে পারবেন, এতে তাদের কোন আপত্তি বা রুল নেই। ক্রিয়েটিভ মার্কেটে এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ ডিজাইন আপলোড করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আর প্রতিদিন এখান থেকে গড়ে ১৭০০ ডিজাইন বিক্রি হচ্ছে। এ ডিজাইনগুলো আপনারই মতো কেউ না কেউ করেছে।
ডিজাইন বিক্রির জন্য এ সাইটে আপনাকে জয়েন করতে হবে। জয়েন করা খুবই সহজ। যে কোন ইমেল অ্যাড্রেস ব্যবহার করে জয়েন করতে পারেন কিংবা আপনার ফেসবুক প্রোপাইল দিয়েও জয়েন করতে পারেন।
এনভাটো মার্কেট
ইনভাটো প্রায় ক্রিয়েটিভ মার্কেটের মতোই, তবে এখানে আরো অনেক বেশি প্রোডাক্টস্ বিক্রির সুযোগ রয়েছে। গ্রাফিকস্ ডিজাইন ছাড়াও আপনি এখানে ওয়েবসাইট থিম, কোড, ভিডিও, অডিও, ইমেজ বিক্রি করতে পারবেন। একজন ক্রেতার দৃস্টিকোণ থেকে ইনভাটো হচ্ছে প্রোডাক্টস্ বিক্রির জন্য ক্রেতা পাওয়ার অন্যতম নির্ভরযোগ্য সাইট।
তবে এ সাইটে কোন ডিজাইন আফলোড করার পর আপনাকে ইনভাটো মার্কেট কতৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে আপনার ডিজাইনের মূল্য নির্ধারণ করবে তারাই এবং কত পার্সেন্ট আপনাকে দেয়া হবে সেটাও নির্ধারণ করবে তারা। তবে সচরাচর ইনভাটো মার্কেট ১২.৫% থেকে ৩৭.৫% পর্যন্ত কেটে রাখে।
এ সাইটে ৯০ লক্ষেরও বেশি প্রোডাক্টস্ রয়েছে এবং তাদের হিসেব মতে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার প্রোডাক্ট বিক্রি হয়। সুতরাং, দেরী কেন, একটি ইনভাটো অ্যাকাউন্ট খুলে আজই জয়েন করুন।
ফিভারার
সস্তা, সস্তা, এবং আরো সস্তায় কেনার জন্য এজেন্সীগুলোর সবচেয়ে বেশি আনাগোনা এ সাইটে। গ্রাফিকস্ ডিজাইন ছাড়াও এখানে অসংখ্য ক্যাটেগরির প্রোডাক্টস্ রয়েছে এবং কোন প্রোডাক্টের দামই ৫ ডলারের বেশি নয়। কিন্তু আপনার ডিজাইনের ৮০ ভাগই আপনি পেয়ে যাবেন এ সাইট থেকে। এখানে আপনার ডিজাইন বিক্রি করে খুব বেশি টাকা না পেলেও যখন আপনার একটা ডিজাইন বারবার বিক্রি হবে, আপনিও বারবার কমিশন পেয়ে দেখবেন মোটের উপর একটা বড় অ্যামাউন্ট দাঁড়িয়ে গেছে। আর সস্তায় পাওয়া যায় বলে এ সাইটের ক্রেতাও বেশি। সুতরাং, আপনার ডিজাইন বিক্রি হওয়ার চান্সও বেশি। গ্রাফিকস্ ডিজাইনের মধ্যে এ সাইটে সবচেয়ে বেশি বিক্রি হয় লোগো। আপনার যদি লোগো ডিজাইনের দারণ দারণ আইডিয়া থাকে তো আজই জয়েন করুন একজন বিক্রেতা হিসেবে।
ইংকডি
ইংকডি প্রপেশনাল ডিজাইনারদের জন্য সবচেয়ে উপযোগী সাইট। এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় বিজনেস কার্ড, বাউচার, লেটারহেড, এনভেলপ ইত্যাদি। এখানে অ্যাকাউন্ট করে ডিজাইন আপলোড দেয়ার সঙ্গে সঙ্গে সাইটে প্রদর্শিত হয় না যতক্ষণ না ইংকডি কতৃপক্ষ আপনার ডিজাইন অ্যাপ্রুব না করে। কারণ, এটা সত্যিকার অর্থেই পেশাদারিত্বের জায়গা। এখানে একটা ডিজাইন অনুমোদন পাওয়া যেমন অনেক কঠিন, তেমনি একটা ডিজাইন বিক্রি হয় চড়া মূল্যে। ৩০ ডলার অর্থাৎ আমাদের টাকায় প্রায় ২২৫০ টাকার নিচে এখানে কোন ডিজাইন বিক্রি হয় না। সুতরাং, একটা উল্লেখযোগ্য আয়ের জন্য আজই জয়েন করুন ইংকডিতে।
সোসাইটি সিক্স
সোসাইটি সিক্স গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ঘরে বসে আয় করার অন্যতম একটি সেরা সাইট। এখানে আপনি একটা ডিজাইন করবেন আর আপনার ডিজাইনের অন্যান্য অনেক ভার্সন তৈরি করে ফেলবে এ সাইটের অটোমেটেড সফট্ওয়্যার। যেমন, আপনার ডিজাইন চলে যাবে আই-ফোন কেস-এ, টি-শার্টে, মগে, শপিং ব্যাগে কিংবা যে কোন প্রিন্টেড ভার্সনের জন্য। বাড়তি পাওনা হচ্ছে, আপনার কাজের কপিরাইট আপনারই থাকবে। এমন সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজই জয়েন করুন সোসাইটি সিক্সে।
গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ঘরে বসে আয় করার ১০ টি ওয়েবসাইটের ৫টি দেয়া হল এ পর্বে। লেখাটি বড় হয়ে যাওয়ায় বাকী ৫টি ২য় পর্বে নিয়ে যাওয়া হয়েছে, ২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন।
Sh Rashel says
আমি কিভাবে এখানকার ওয়েবসাইটগুলোতে একাউন্ট খুলবো?
টি আই অন্তর says
হ্যালো রাসেল, কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ। এখানকার প্রত্যেকটি ওয়েবসাইটেই অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটি দেয়া আছে। আপনি যখন ‘সাইটে যান’ লেখাটিতে ক্লিক করে এখানকার কোন ওয়েবসাইটে যাবেন, দেখবেন যে ওয়েবসাইটটির ওপরে ডান পাশে হয় Sign In অথবা Join Now লেখা বাটন দেখতে পাবেন। অ্যাকাউন্ট খোলার জন্যে ওই বাটনে ক্লিক করবেন। আর ক্লিক করার পরই আপনার নাম, ইমেলসহ অন্যান্য তথ্য দেয়ার জন্যে একটি পেজ ওপেন হবে। যা যা তথ্য চাইবে, সে-সব দিয়ে ওকে করে দিলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এছাড়া, প্রায় প্রত্যেকটি সাইটেই ফেসবুক কিংবা গুগল প্লাস দিয়ে সরাসরি অ্যাকাউন্ট খোলার অপশনও রয়েছে। আশা করি, এখন আর অ্যাকাউন্ট খুলতে আপনার আর সমস্যা হবে না।
md maidul sarker says
আমি টেক্সটাইল ডিজাইন করতে পারি। আমার জন্য কোন সাইট ভাল হবে ?
টি আই অন্তর says
ধন্যবাদ, মাইদুল সরকার। আপনি এখানকার সবক’টি ওয়েবসাইটেই কাজ করতে পারেন। তবে, ক্রিয়েটিভ মার্কেট ও এনভাটো মার্কেটটাই আপনার জন্যে ভাল হবে। এগুলোতে অ্যাকাউন্ট খুলে নিন এবং আপনার করা কিছু ডিজাইন আপলোড করে দিন।
pingky says
আমি মেহেদি আর্ট পারি, আমার জন্য কি কোন আয় করার মত ওয়েবসাইট আছে?
টি আই অন্তর says
মেহেদী আর্ট বলতে কি বোঝাচ্ছেন? বিভিন্ন উপলক্ষে, বিশেষ করে ঈদের সময় আমাদের দেশে যে হাতে-পায়ে মেহেদী আঁকা হয় তার কথা বলছেন?
Mafijur Rahman Hridoy says
এসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে কি টাকা লাগবে?
টি আই অন্তর says
প্রশ্ন করার জন্যে ধন্যবাদ, মফিজুর রহমান হৃদয়। এসব ওয়েবসাইটের কোনটিতেই অ্যাকাউন্ট খুলতে কোনরকম টাকা লাগবে না।
সারওয়ার says
আমি অনেক ডিজাইন পারি, আমার জন্যেআয় করার উপায় আছে কি?
টি আই অন্তর says
অবশ্যই আছে। আপনি উপরোক্ত ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুলুন, প্রোপাইল সেট-আপ করুন এবং আপনার করা কিছু আকর্ষণীয় ডিজাইন আপলোড করে প্রোপাইলটাকে সাজিয়ে নিন।