3D মুভির জগতে Cars, Ice Age কিংবা Tarzan এর নাম শোনেনি কিংবা দেখেনি এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। দীর্ঘদিনের পরিশ্রম ও চেষ্টার ফলে এই সব অ্যানিমেটেড মুভিগুলো তৈরি হয়েছে। কিন্তু শুধু কি পরিশ্রম আর চেষ্টায় হয়েছে? না। এই মুভিগুলো তৈরির জন্য যেটি প্রধান হিসাবে কাজ করেছে সেটি হলো থ্রিডি অ্যানিমেশন সফট্ওয়্যার।
এইসব অ্যানিমেশন সফট্ওয়্যার ব্যবহার করেই তৈরি হয়েছে অ্যানিমেটেড মুভিগুলো। এই পোস্টে আমরা এ-রকমই কিছু থ্রিডি অ্যানিমেশন সফট্ওয়্যার সম্পর্কে জানবো।
যারা টু-ডি নিয়ে কাজ করেন, তারা ৫টি ফ্রি টু-ডি অ্যানিমেশন সফট্ওয়্যার দেখে নিতে পারেন যেগুলো কার্টুন ও ভিডিও তৈরির জন্যে অসাধারণ। আর যাদের আগ্রহ থ্রিডি নিয়ে তারা নিচের 3D সফটওয়্যারগুলো দেখে নিন।
থ্রিডি অ্যানিমেশন সফট্ওয়্যার
3D অ্যানিমেশন আপনার আইডিয়াকে জীবন্ত করতে সাহায্য করে। গুণমানসম্পন্ন ও কাস্টমাইজেবল অ্যানিমেশন তৈরির একটি দুর্দান্ত উপায় এই সব সফট্ওয়্যারের ব্যবহার। বিশেষ করে যারা গেম ডেভেলপ করেন, তাদের জন্যে যেমন গেম ইঞ্জিন সফট্ওয়্যার প্রয়োজন, তেমনই প্রয়োজন টু-ডি কিংবা থ্রিডি অ্যানিমেটিং সফটওয়্যার।
2D অ্যানিমেশনের তুলনায় 3D অ্যানিমেশন আরও বেশি বাস্তবসম্মত। তবে এইসব অ্যানিমেশন তৈরির জন্য আপনার অবশ্যই 3D অ্যানিমেশন সফট্ওয়্যার সম্পর্কে জানা লাগবে। তো চলুন জেনে নেওয়া যাক ৫টি দারুন 3D অ্যানিমেশন সফট্ওয়্যার সম্পর্কে।
Blender
এটি হলো সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন প্রোগ্রামগুলির একটি যেটি অনেক বিশেষজ্ঞ আনিমেটরস, ভিডিও গেম স্পেসিয়ালিস্ট, বিজ্ঞানী, শিক্ষার্থী, ভিএফএক্স প্রোফেশনাল, স্টুডিও আর্টিস্ট এবং বিশ্বব্যাপী আরও অনেক পেশার মানুষ ব্যবহার করেন বিভিন্ন ক্ষেত্রে।
Blender একটি ওপেন সোর্স সফটওয়্যার এবং এটি দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে 3D অ্যানিমেশন তৈরি করা যায়। যদিও এটি শুরু করার জন্য একটি প্রচলিত লার্নিং কার্ভ প্রয়োজন এবং এটি শিখতে কিছুটা সময় লাগে। তবে এর কার্যকারিতার ৫০% শিখতে পারলেও অসাধারণ ফলাফল পাওয়া যাবে।
এই সফটওয়্যারটি লাইটিং, মডেলিং, অ্যানিমেশন এবং ভিডিও পোস্ট কনভার্সন অপারেশন এবং আরও অনেক টুলস অফার করে। স্মুথ পারফরম্যান্স অর্জন করার জন্য এর ইন্টারফেসটি OpenGL ব্যবহার করে।
সফটওয়্যারটি যেহেতু কমিউনিটি-বেসড প্রোগ্রাম যা GNU- এর অধীনে লাইসেন্স করা হয়, যে কোনো পেশাদার, ভিডিও গেমার ইত্যাদি তার কোড বেসে বড় বা ছোট পরিবর্তন করতে পারে। Blender ক্রস-প্ল্যাটফর্মের কার্যকারিতা প্রদান করে এবং লিনাক্স, ম্যাক ওএস এক্স এবং উইন্ডোজের মত অপারেটিং সিস্টেমগুলিতে কাজ করে।
DAZ Studio
এই সফটওয়্যারটি শুধু ইউজার ফ্রেন্ডলি নয়, এর সমৃদ্ধ বৈশিষ্ট্য এবং কার্যকারিতা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। একজন অপেশাদার অ্যানিমেটর হিসাবে এই সফটওয়্যারটি আপনার জন্য অবশ্যই কাজের।
NVIDIA Iray- এর মতো বৈশিষ্ট্য সাথে ফ্রেশ ফটোরিয়াল রেন্ডার টুল এবং সমতুল্য আইটেম জীবন্ত উপস্থাপনাতে ভুমিকা রাখে। এর Bloom Filters এবং NVIDIA Iray Drawstyle যা ভিউপোর্টের মধ্যে শেষ হওয়া অ্যানিমেশনের প্রিভিউ করতে সহায়তা করে।
NVIDIA Iray Uber Shader (তিনটি ভিন্ন শেডগুলিকে একত্রিত করে এমন একটি সিলেকশান টুল), NVIDIA Material Definition Language, ড্র সেটিংস প্যান, লাইট ক্যাটাগরি সাপোর্ট এবং আরও অনেক দরকারি বৈশিষ্ট্য রয়েছে এই সফটওয়্যারটিতে।
চমৎকার 3D অ্যানিমেশন সফটওয়্যারটিতে কষ্টসাধ্য লার্নিং কার্ভ দরকার হতে পারে। তবে এই সফটওয়্যারটি বড় কোন প্রজেক্টের জন্য আদর্শ হতে পারে। ম্যাক এবং উইন্ডোজের জন্য এটি বিনামূল্যে ডাউনলোড করা যায়।
Autodesk Maya
বড় বড় স্টুডিওতে এই সফটওয়্যারটি ব্যবহৃত হয়। এটি অ্যানিমেটরদের জন্য তৈরি করা ইন্ড্রাস্ট্রি স্ট্যান্ডার্ড 3D অ্যানিমেশন সফটওয়্যার। এই সফটওয়্যারটি ইন্টারএকটিভ ফিল্ম, ভিডিও গেমস, টিভি সিরিজ এবং ভিজ্যুয়াল ইফেক্ট যেমন ইন্টারএকটিভ 3D অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়।
সফটওয়্যারটি প্রাথমিকভাবে আইরিক্স অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায়। তবে সংস্করণ ৬.৫ প্রকাশের পর এই সমর্থনটি আগস্ট ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। ২০০৪ সালের আগস্ট পর্যন্ত “কমপ্লিট” এবং “আনলিমিটেড” সংস্করণে পাওয়া যায়।
ছাত্র এবং শিক্ষাবিদদের জন্য এটি বিনামূল্যে। তবে আপনি যদি এই লেভেল এ নাও থাকেন তবুও চিন্তার কিছু নেই। কারণ এর ফ্রি ট্রায়াল ও রয়েছে। ব্যবহারকারী কোন নির্দিষ্ট প্রকল্পের মিডিয়া বাস্তবায়ন এবং সম্পাদনা করার জন্য একটি ভার্চুয়াল ওয়ার্কস্পেস (দৃশ্য) নির্ধারণ করে। দৃশ্যগুলি বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। এই সফটওয়্যারটি নোড গ্রাফ আর্কিটেকচার প্রকাশ করে। প্রোগ্রামটি উইন্ডোজ, ওএস এক্স, আরএইচইএল এবং ফেডোরাতে চালানো যায়।
Clara.Io
এটি সম্পূর্ণরূপে ক্লাউড ভিত্তিক সফটওয়্যার যা আপনাকে 3D অ্যানিমেশন, মডেলিং এবং বিনামূল্যে সব রেন্ডারিং এর জন্য সাহায্য করবে। এই সফটওয়্যারটি সাব-অবজেক্ট এডিটিং, সাব-ডিভিশন সারফেস, ওয়াইড রেঞ্জ অব ম্যাশ ইনস্ট্রিমেন্ট এর মত ফিচারগুলো সাপোর্ট করে।
Clara আপনার ফাইলগুলিকে 30 টি 3D ফরম্যাটে যেমন কলডা, ব্লেন্ডার, বেবিলন, এসটিএল, এফবিএক্স, স্টেপ এবং আরও অনেক ফরম্যাটে ইম্পোর্ট করতে সাহায্য করবে। এর ইন্টারফেসটি গ্রহণযোগ্য কাজের প্রক্রিয়া হিসাবে খুবই সহজ। যেখানে আপনি Undo, Redo, Drag, Drop ইত্যাদি কাজ করতে পারবেন।
এটি একটি ক্রস প্ল্যাটফর্ম টুল যা বেশিরভাগ ব্রাউজার এবং অপারেটিং সিস্টেমের সাথে কাজ করে। ফায়ারফক্স, ক্রোম, এডজ, ম্যাক ওএস এক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ এর জন্য এটি প্রযোজ্য।
K-3D
K-3D অন্যতম জনপ্রিয় একটি ফ্রি 3D অ্যানিমেশন সফটওয়্যার। এর কন্টেন্টের মধ্যে রয়েছে প্লাগইন ভিত্তিক প্রসিডিউরাল ইঞ্জিন ফিচার। প্রোগ্রামটি বহুভুজ মডেলিং এবং মৌলিক সরঞ্জাম হিসাবে প্যাচ, অ্যানিমেশন, কার্ভ এর মতো বৈশিষ্ট্য প্রদান করে।
প্রসিডিউরাল এবং প্যারামিটারিক কাজের প্রবাহ সাথে এর বৈশিষ্ট্যগুলি ইন্টারঅ্যাক্টিভভাবে পরিবর্তন করা যায়। অ্যানিমেশন সফটওয়্যারটি উইন্ডোজ, ওএস এক্স, লিনাক্স এবং ফ্রিবিএসডি এ চালানো যায়।
একজন অ্যানিমেটরকে অবশ্যই ভালো ভালো কিছু থ্রিডি অ্যানিমেশন সফট্ওয়্যার সম্পর্কে জানা লাগে। সাথে তার বৈশিষ্ট্যও জানা লাগে। এই পোস্ট এর মাধ্যমে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় অ্যানিমেটরদেরই কাজে লাগবে।
Leave a Reply