ভ্রমণ কিংবা রাস্তায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাপ গুগল ম্যাপ। আপনার কাছে যদি গুগল ম্যাপ অপ্রয়োজনীয় মনে হয়, তাহলে গুগলের ম্যাপের ৫টি টিপস এবং ট্রিকস জেনে রাখা উচিৎ। এমন কিছু টিপস, যা আপনাকে আপনার পথ খুঁজে পেতে, রাস্তার জ্যামের আপডেট দিতে, রাস্তার দূরত্ব মেপে দিতে ইত্যাদি আরও অনেক কাজে সাহায্য করবে।
সম্প্রতি গুগল ম্যাপে অনেক পরিবর্তন হয়েছে। অফলাইন ম্যাপ, রিয়েল টাইম ট্র্যাফিক, রুট পরিকল্পনা ইত্যাদি অনেক ফিচার যোগ হয়েছে। তবে এতসব আপডেটের মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে, যা আপনি জানেন না।
তাই, আজকে আমরা এমন কিছু ফিচার তালিকাবদ্ধ করার চেষ্টা করেছি,যা আপনার প্রতিদিনের ভ্রমণকে আগের চেয়ে আরও বেশি সুবিধাজনক করে তুলবে। এজন্য আপনার গুগল ম্যাপটি আপডেট করে নিতে হবে। আপডেট না করলে, গুগল ম্যাপের অনেক সুবিধা পাবেন না।
গুগল ম্যাপের টিপস এবং ট্রিকস
১. অফলাইনে ম্যাপ ডাউনলোড
অফলাইনে ম্যাপ ডাউনলোড গুগল ম্যাপের অসাধারণ একটি ফিচার। অনেক সময় আমরা এমন কিছু জায়গায় অবস্থান করি, যেখানে ইন্টারনেট সংযোগ থাকে না। সেক্ষেত্রে অফলাইন ম্যাপ কতটা উপকারী তা বলার প্রয়োজন নেই। এই অফলাইন ম্যাপে আপনি সাধারণ ম্যাপের প্রায় সকল সুবিধা উপভোগ করতে পারবেন। প্রথম দিকে কিছু এমবি খরচ করে ডাউনলোড করতে হবে এবং মাঝে মাঝে আপডেট করলেই চলবে।
ডাউনলোড পদ্ধতি:
- ইন্টারনেট চালু করুন
- বাম পাশের ৩টি দাগের উপর ক্লিক করুন অথবা বাম পাশ থেকে স্লাইড করুন
- তারপর একটু নিচে দেখুন লেখা আছে Offline Maps
- Offline Maps এ ক্লিক করার পর Select Your Own Map নাম অপশন পাবেন।
- Select Your Own Map এ ক্লিক করে, আপনার যতটুকু ম্যাপ প্রয়োজন তা জুম ইন বা জুম আউট করে সিলেক্ট করে, ডাউনলোড করে নিন
- ডাউনলোড হয়ে গেলে আপনি প্রতিবার ইন্টারনেট ছাড়াই এখান থেকে ম্যাপ ব্যবহার করতে পারবেন
২. লাইভ ট্রাফিক আপডেট
আমাদের ঢাকাবাসীর জন্য এর উপকার বর্ণনা করা খুব বেশী জরুরি নয়। লাইভ ট্রাফিক আপডেটের সবচেয়ে বড় সুবিধা হল, ঢাকার কোন রাস্তায় কতটুকু জ্যাম তা দেখতে পারবেন।
লাইভ ট্রাফিক আপডেট চালু করার পদ্ধতি:
- ডান পাশের বক্স আইকনটিতে ক্লিক করুন
- ক্লিক করার পর নিচের মত ছবি আসবে এবং এখান থেকে Traffic এ ক্লিক করলেই লাইভ ট্রাফিক চালু হয়ে যাবে
জ্যাম বোঝার উপায়:
- সবুজ রংয়ের অর্থ – রাস্তা ফাঁকা অর্থাৎ কোন জ্যাম নেই
- লাল রংয়ের অর্থ – হালকা জ্যাম
- গাড় লাল/ খয়েরি – অনেক বেশী জ্যাম
- ব্লক চিহ্ন – এর অর্থ রাস্তা বন্ধ আছে
৩. যে কোন জায়গার দূরত্ব মাপুন
অনেক সময় রাস্তার দূরত্ব মাপার প্রয়োজন পড়ে। দুরত্বের জন্যে অবশ্য আরো কিছু উপায় রয়েছে। যেমন, স্মার্টফোনের জন্যে একটি অ্যাপ আছে যা দিয়ে যে কোনও কিছুর দুরত্ব ও উচ্চতা মাপা যায় খুব সহজেই। যাইহোক, আমাদের আলোচনা গুগল ম্যাপ নিয়ে, আসুন তা নিয়েই কথা বলা যাক।
প্রধান সড়ক বা রাস্তার দূরত্ব অনলাইনে পাওয়া গেলেও, আপনার নিজের বাসা থেকে দূরত্ব কত সেটা পাবেন না। কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজেই দূরত্ব পরিমাপ করতে পারবেন।
পদ্ধতি:
- গুগল ম্যাপ থেকে Go আইকনে ক্লিক করুন
- Your Location থেকে আপনার অবস্থান এবং Choose Destination এ আপনার কাঙ্ক্ষিত জায়গার নাম দিন
- তারপর নিচে আপনার জায়গার দূরত্ব দেখতে পারবেন
৪. আপনার অবস্থান জানুন
হঠাৎ আপনি এমন এক অপরিচিত জায়গায় আছেন, যে জায়গার নাম আপনি জানেন না। এরকম পরিস্থিতিতে সবচেয়ে সহজে জায়গার নাম জানার উপায় হল, আপনার পকেটে থাকা গুগল ম্যাপ।
কিভাবে জানবেন আপনার অবস্থান:
- গুগল ম্যাপ চালু করুন
- ইন্টারনেট এবং লোকেশন চালু রাখুন
- তারপর কেবল ম্যাপের ডান সাইটের জিপিএস আইকনে ক্লিক করলেই আপনার অবস্থান দেখতে পারবেন
৫. আশে পাশের গুরুত্বপূর্ণ জায়গা সার্চ করুন
পূর্বের আলোচনার দ্বারা আশাকরি ইতোমধ্যে বুঝে গেছেন কিভাবে নিজের অবস্থান বের করবেন। এইবার জানুন কিভাবে আপনার আশে-পাশে থাকা গুরুত্বপূর্ণ জায়গার ঠিকানা বের করবেন। এই সুবিধা দেয়ার জন্য গুগল ম্যাপের রয়েছে Explore Nearby অপশন।
Explore Nearby এর মাধ্যমে আপনি রেস্টুরেন্ট, কফি শপ, পার্ক, জিমনেশিয়াম, জাদুঘর, সুপার শপ, বাজার, গাড়ি পার্কিং, শপিং মল, এটিএম, হাসপাতাল, ব্যাংক, হোটেল ইত্যাদি আরও অনেক কিছুর নাম ও ঠিকানা সহ বিস্তারিত।
সার্চ করার পদ্ধতি:
- ম্যাপের নিচের বারের Explore এ ক্লিক করুন
- তারপর আপনি যা খুঁজতে চাচ্ছেন, সেটাতে ক্লিক করুন
শেষ কথা
উপরে শুধু মাত্র গুগলের অতি গুরুত্বপূর্ণ কিছু ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে। গুগল ম্যাপের আরও অনেক ব্যবহার রয়েছে। আপনি যদি ইতোমধ্যে এর কোন সুবিধা নিয়ে থাকেন তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
Leave a Reply