সম্প্রতি সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞরা ম্যালওয়্যার ধারণ করে এমন অ্যাপ আবিষ্কার করেছেন। আর এই সবগুলো অ্যাপ প্লে স্টোরে বিদ্যমান। এ-সব অ্যাপ আপনার অজান্তে আপনার লগ ইন তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকের তথ্যসহ অনেক সেনসিটিভ তথ্য চুরি করতে সক্ষম।
ব্যাংকের তথ্য ব্যতীত, এই অ্যাপ্লিকেশনগুলো স্যোশাল মিডিয়া এবং ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের বিবরণ চুরি করতেও সক্ষম।
যাইহোক ইতোমধ্যে ESET এরকম ২৯টি অ্যাপ সনাক্ত করেছে। ESET ইস্যুটি গুগলকে অবহিত করার পরে প্লে স্টোর থেকে উক্ত অ্যাপ গুলো সরানো হয়েছে। তবে ধারণা করা হয়, এখনও এসব অ্যাপ প্রায় ৩০ হাজার ব্যবহারকারীর ফোনে ইন্সটল করা থাকতে পারে।
গুগল প্লে স্টোরের অ্যাপ
তারা কিভাবে কাজ করে?
এই ট্রোজান বা ম্যালওয়্যারগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং টার্গেট ডিভাইসে থাকা অন্যান্য অ্যাপেও নজরদারি করতে সক্ষম। তারা টু-ফ্যাক্টর ভ্যারিফিকেশনকে বাইপাস, কল লিস্ট, মেসেজ দেখতে সক্ষম। এমনকি তারা আপনার অ্যাপের এইচটিএমএল কোড নিয়ে ফিশিং ফর্ম তৈরি করতে সক্ষম।
অ্যাপ ইন্সটল হওয়ার পরে একটি ভুল বার্তা প্রদর্শন করে যে উক্ত অ্যাপটি আপনার ডিভাইসের সাথে অসঙ্গতিপূর্ণ হওয়ায় আনইন্সটল করা হয়েছে। কিন্তু এটা তখনও ব্যাকগ্রাউন্ডে সচল থাকে।
কিছু ক্ষেত্রে, অ্যাপগুলো স্বাভাবিক আচরণ করায় স্বাভাবিক বলে মনে হয়।
এবার আসুন দেখি ESET কোন ২৯টি অ্যাপে ম্যালওয়্যার খুঁজে পেয়েছে-
- Power Manager (পাওয়ার ম্যানেজার)
- Master Clean – Power Booster (মাস্টার ক্লিনার – পাওয়ার বুস্টার)
- Astro Plus (অ্যাস্ট্রো প্লাস)
- Master Cleaner – CPU Booster (মাস্টার ক্লিনার – সিপিইউ বুস্টার)
- Phone Booster – Clean Master (ফোন বুস্টার – ক্লিনার মাস্টার)
- Speed Cleaner – CPU Cooler (স্পিড ক্লিনার – সিপিইউ কুলার)
- Super Boost Cleaner (সুপার বুস্ট ক্লিনার)
- Super Fast Cleaner – (সুপার ফাস্ট ক্লিনার)
- Daily Horoscope For All Zodiac Signs (ডেইলি হরোস্কোপ ফর অল জোডিয়াক সাইনস্)
- Daily Horoscope Free – Horoscope Compatibility (ডেইলি হরোস্কোপ ফ্রি – হরোস্কোপ কম্পাটিবিলিটি)
- Ultra Phone Booster (আলট্রা ফোন বুস্টার)
- Phone Power Booster (ফোন পাওয়ার বুস্টার)
- Speed Cleaner – CPU Cooler (স্পিড ক্লিনার – সিপিউ বুস্টার)
- Free Daily Horoscope 2019 (ডেইলি হরোস্কোপ ২০১৯)
- Daily Horoscope – Astrological Forecast (ডেইলি হরোস্কোপ – অ্যাস্ট্রোলোজিক্যাল ফোরকাস্ট)
- Horoscope 2018 (হরোস্কোপ ২০১৮)
- Free Daily Horoscope Plus – Astrology Online (ফ্রি ডেইলি হরোস্কোপ প্লাস – অ্যাস্ট্রোলোজি অনলাইন)
- Ultra Cleaner – Power Boost (আলট্রা পাওয়ার বুস্ট)
- Master Cleaner – CPU Booster (মাস্টার ক্লিনার – সিপিইউ বুস্টার)
- Clean Master Pro Booster 2018 (ক্লিন মাস্টার প্রো বুস্টার ২০১৮)
- Daily Horoscope (ডেইলি হরোস্কোপ)
- Boost Your Phone (বুস্ট ইউর ফোন)
- Meu Horóscopo (মিউ হরোস্কোপো)
- BoostFX. Android cleaner (বুস্টএফএক্স অ্যান্ড্রয়েড ক্লিনার)
- Master Clean – Power Booster (মাস্টার ক্লিন – পাওয়ার বুস্টার)
- Phone Cleaner – Booster, Optimizer (ফোন ক্লিনার – বুস্টার, অপটিমাইজার)
- Clean Master – Booster Pro (ক্লিন মাস্টার – বুস্টার প্রো)
- Daily Horoscope (ডেইলি হরোস্কোপ)
- Personal Horoscope (পারসোনাল হরোস্কোপ)
আক্রান্ত হলে করণীয়
অ্যাপগুলো সহজেই সেটিংস থেকে আনইন্সটল করা যায়। ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট চেক করার পর সন্দেহজনক কিছু মনে হলে পাসওয়ার্ড / পিন কোড পরিবর্তন করে রাখুন।
ESET পরামর্শ দিয়েছে কেবল গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং তার রেটিং পরীক্ষা করে দেখার। পাশাপাশি অ্যাপগুলো ইন্সটল হওয়ার সময় কি ধরণের পারমিশন চায় তা যাচাই করা।
মোদ্দা কথা, অ্যাপ ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। এ লিস্টের বাইরেও আরো অনেক অ্যাপ থাকতে পারে যা এখনো পুরোপুরি যাছাই করা হয়নি। কাজেই, যে অ্যাপই ডাউনলোড দিন না কেন, তার ইউজার রেটিং দেখে নিন, রিভিউগুলো পড়ে নিন, তারপর ডাউনলোড করুন। এছাড়া, আরো জেনে নিন যে-সব অ্যাপ আপনার ফোনের ব্যাটারির বারোটা বাজিয়ে দিচ্ছে।
SK Yasin Ahmad says
আমি এই কাজগুলো করতে চাই,
SK Yasin Ahmad says
হুম, আমি সবসময়ই অ্যাপ ব্যবহারে সতর্ক। তবে, এই লেখাটি পড়ে আরো সতর্ক হলাম।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, এস কে ইয়াসিন আহমেদ ভাই। আপনার সতর্কতার পাশাপাশি অন্যদেরকেও সতর্ক করার জন্যে এই লেখাটি তাদের দেখান।