গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়ার ১০০% গ্যারান্টির ১ম পর্বে আমরা জেনেছিলাম যে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেতে হলে কাস্টম ডোমেইন বা টপ লেবেল ডোমেইন থাকতে হবে। ফ্রি ডোমেইন দিয়ে আবেদন করলে গ্রহণযোগ্য হবে না। এ পর্বে আমরা পরবর্তী ধাপগুলো আলোচনা করবো।
গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট
গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেকের কাছেই সত্যিকার অর্থেই একটা সোনার হরিণ। কারণ, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার সারা জীবনের আয়ের নিশ্চয়তা। এটা একটা বাড়ি করে রাখার মত। একটা বাড়ি থাকলে আপনি যেমন সারা জীবন বসে বসে ভাড়া তুলবেন। এটাও ঠিক এমনই একটা অ্যাকাউন্ট থাকলে আপনি সারা বসে বসে টাকা পাবেন।
২. সতর্কতার সঙ্গে ডোমেইনের নাম ঠিক করুন
শুধু একটা টপ লেবেল ডোমেইন কেনাই যথেষ্ট নয়। অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে হলে আপনাকে আপনার ডোমেইনের নাম ঠিক করতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে। যে-সব সতর্কতা অবলম্বন করতে হবে তা নিচে দেখুন-
ডোমেইনের সাথে download, downloads, hack, hacks, crack, cracks এ জাতীয় শব্দগুলো রাখবেন না। যে-সব ডোমেইনে এ রকম শব্দ আছে, সে-সব ডোমেইন দিয়ে আবেদন করলে গুগল কখনোই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেয় না। কাজেই এ রকম কোন ডোমেইন কিনবেন না। এমনকি, আপনার কোন পুরনো ডোমেইনের সাথে যদি এ জাতীয় কোন শব্দ থাকে, তাহলে সে ডোমেইন দিয়ে আবেদন করা থেকে বিরত থাকুন।
আপনার ডোমেইনের নামের নেপথ্যে কোন পরিচিত বা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করবেন না। আপনার ডোমেইন যদি কারো কপিরাইটের সঙ্গে মিলে যায়, তাহলে নিশ্চিত থাকুন ওই ডোমেইন দিয়ে আবেদন করলেও আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন না।
পর্ণ সাইটগুলো গুগল অ্যাডসেন্স গাইড লাইন বিরুদ্ধ। কাজেই, আপনার ডোমেইনে porn, sex, xxx ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন।
আপনি যদি কোন পুরনো ডোমেইন কিনতে চান যা আগে ব্যবহৃত হয়েছে, এখন ফ্রি আছে, তাহলে নিশ্চিত হয়ে নিন ওই ডোমেইন কোথাও ব্ল্যাক লিস্টেড হয়ে আছে কিনা বা গুগল সেটাকে ফেনাল্টি করেছে কিনা। পুরনো ডোমেই কেনার আগে blacklist checker দিয়ে চেক করে নিন এবং চেক করে নিন Penalty Checker টুল দিয়ে। এ টুল দুটি শুধু ডোমেইন কেনার ক্ষেত্রে নয়, বিভিন্ন প্রয়োজনে সারা জীবন আপনার কাজে লাগবে। সুতরাং, একটা নোট প্যাডে কিংবা এক্সেল শিটে দরকারি টুল নাম দিয়ে এ টুল দুটি লিস্ট করে রাখুন।
৩. ডিজাইন এবং নেভিগেশন সিস্টেমে জোর দিন
গুগল অ্যাডসেন্সের কোয়ালিটি নিশ্চিতকরণ টিম এর মতে, আপনার ওয়েবসাইট কিংবা ব্লগের ডিজাইন হওয়া উচিৎ সাদামাটা সুন্দর। আমাদের বিশেষত বাংলাদেশের মানুষের চাক-চিক্যের প্রতি মারাত্মক ঝোঁক রয়েছে। কিন্তু যদি আপনি একজন প্রপেশনাল ব্লগার হতে চান, আপনাকে চাক-চিক্য ত্যাগ করতে হবে। সিম্পল আর পরিস্কার ডিজাইনের দিকে মনোযোগী হতে হবে। কারণ, গুগল কখনোই ডিজাইনের দিকে মনোযোগ দেয় না, গুগলের পুরো মনোযোগ হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্সের দিকে। আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন গুগলের প্রত্যেকটা ওয়েবসাইট একেবারেই সাদা-মাটা। কোথাও চোখে পড়ার মত কোন ডিজাইন খুঁজে পাবেন না। আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও ঝিকঝাক ডিজাইনের দিকে মনোযোগী না হয়ে, মূল ফোকাস দিন কন্টেন্টের দিকে। একজন ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে কী পাচ্ছে, সেদিকে নজর দিন। জেনে নিন কিভাবে সুন্দর করে আপনার ওয়েবসাইটি ডিজাইন করবেন।
এরপর আসুন নেভিগেশন সিস্টেমের দিকে। নেভিগেশন সিস্টেমে ঝামেলা রয়েছে এ-রকম সাইটের ক্ষেত্রেও অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া যায় না। সাইট সম্পর্কে ভিজিটরদের একটা স্বচ্চ ধারণা দিতে নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ ক্লিন থাকা উচিৎ। লোকজন যদি আপনার সাইটটি ঝামেলাহীনভাবে ব্রাউজ করতে পারে, তাহলে আপনার সাইট সার্চ ইঞ্জিনগুলোতে যেমন সহজে র্যাংক পাবে, তেমনি গুগল অ্যাডসেন্স টিমও আপনার সাইটটিকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে।
সুতরাং, আপনি যদি কাউকে দিয়ে আপনার সাইট ডিজাইন করান, তাহলে তাকে বলে দিন নেভিগেশন যেন ক্লিয়ার রাখে। আর যদি আপনি নিজেই ডিজাইন করেন, তাহলে তো কোন কথাই নেই, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর এবং পরিচ্ছন্ন একটি থিম ব্যবহার করা।
আপনি ওয়ার্ডপ্রেস বা ব্লগার কিংবা অন্য যে কোন সিএমএসই ব্যবহার করুন না কেন, ক্লিয়ার নেভিগেশনের জন্য আপনাকে একটি অ্যাডসেন্স ফ্রেন্ডলি থিম ব্যবহার করতে হবে। ওয়ার্ডপ্রেস এবং ব্লগার দুইটাতেই রয়েছে প্রচুর ফ্রি এবং প্রিমিয়াম থিম। নিচে আপনার জন্য কয়েকটি প্রি থিমের তালিকা দেয়া হচ্ছে, যেগুলো সম্পূর্ণ সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এবং আপনি নিশ্চিন্তে এ সব লিস্ট থেকে যে কোন থিম দিয়ে সাইট তৈরি করে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
- ৩০ টি ফ্রি ওয়ার্ডপ্রেস গেমিং থিম
- ৪৫ টি ফ্রি ওয়ার্ডপ্রেস ফটোগ্রাফি থিম
- ১২ টি ফ্রি অ্যাপিলিয়েট মার্কেটিং ওয়ার্ডপ্রেস থিম
- ২০ টি ফ্রি ফেমিনিন ওয়ার্ডপ্রেস থিম
সবশেষে, আপনার সাইটে অবশ্যই একটি লোগো এবং একটি ফেবিকন থাকতে হবে। লোগো এবং ফেবিকন ছাড়া আপনার সাইটের ডিজাইন এবং পরিচিতি অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং সুন্দর একটি লোগো বানিয়ে নিন যা আপনার সাইটকে একটি প্রপেশনাল লুক দেবে।
৪. জরুরী এবং দরকারি পেজগুলো তৈরি করুন
অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করার পূর্বে আপনাকে অবশ্যই কিছু দরকারি এবং জরুরি পেজ তৈরি করতে হবে। অ্যাবাউট, কন্টাক্ট এবং প্রাইভেসি পলিসির মত জরুরী পেজগুলো না থাকলে, আপনি কিছুতেই অ্যাডসেন্স অ্যাপ্রুবাল পাবেন না, এমনকি এ পেজগুলো আপনার ইউজারদের জন্যও গুরুত্বপূর্ণ।
আশা করি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন আপনি। শুরু করে দিয়েছেন আপনার ব্লগ বা ওয়েবসাইটের কাজ এবং মেইনটেন করছি এই গুরুত্বপূর্ণ টিপস্ গুলো।
Leave a Reply