কাউকে উপহার দেয়ার জন্য জন্মদিন বরাবরই একটি বিশেষ সময়। এটিই সেই দিন যাকে প্রতিটি মানুষ নিজের দিন হিসেবে গণ্য করে। কারণ এই দিনের যাবতীয় আয়োজন, কেক, গিফ্ট সবকিছুই শুধু একজনেরই জন্য। আর সেটি যদি হয় গার্লফ্রেন্ডের জন্মদিন, তাহলে যেন দিনটি আরো বিশেষ কিছুতে পরিণত হয়।
প্রতিটি মেয়ের জন্যই তার জন্মদিনটি অনেক বেশি স্পেশাল। মেয়েরা জন্মদিনের কয়েক মাস আগে থেকেই ওই দিনে কি কি করবে তা ভাবতে শুরু করে। দিনটি সে কার কার সাথে অতিবাহিত করবে, কি খাবে, কি আয়োজন করবে সবকিছুর ভাবনা মিলিয়ে মেয়েদের মনে এক অন্যরকম আনন্দময় অনুভুতির জন্ম নেয়।
এই দিনে মেয়েদের কাছের প্রিয়জনরা বিশেষ করে তার ভালোবাসার মানুষটিও কিভাবে দিনটিকে তার কাছে আরো বেশি স্মরণীয় করে রাখা যায়, সেই প্রচেষ্টা করতে থাকে। কিন্তু জন্মদিনে গার্লফ্রেন্ডকে কি গিফ্ট দেয়া যায় এটা নিয়ে প্রায় সব বয়ফ্রেন্ডই চিন্তাতে পড়ে যায়। তারা কিছুতেই বুঝে উঠতে পারে না যে, ঠিক কোন গিফ্টটি তার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিনে তাকে অনাবিল আনন্দ এনে দেবে।
আপনার গার্লফ্রেন্ডের জন্মদিনও যদি নিকটে হয়ে থাকে, তাহলে এই পোষ্টটি আপনারই জন্য। চলুন জেনে নিই গার্লফ্রেন্ডের জন্মদিনে দেওয়ার মত চমৎকার কিছু গিফ্টের আইডিয়া।
মিউজিয়াম বা মুভি টিকেট:
যদি এমন হয়ে থাকে যে, আপনার গার্লফ্রেন্ড অনেক দিন ধরেই আপনার সাথে কোন মিউজিয়াম বা মুভি দেখতে যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু সময় ও সুযোগের অভাবে যাওয়া হচ্ছে না, তাহলে বিশেষ দিনটিতে তাকে তার পছন্দের স্থানটিতে ঘুরতে নিয়ে যান।
তাকে নিয়ে এমন কোন মুভি দেখতেও যেতে পারেন, যা সে পছন্দ করে। এতে একদিকে যেমন সে আনন্দ পাবে, অন্যদিকে আপনারাও কিছু সময় একসাথে অতিবাহিত করতে পারার ফলে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। এমনকি, ধীরে ধীরে আপনারা আরো ঘনিষ্ঠ্য হয়ে উঠবেন।
গিফ্ট হ্যাম্পার:
নিঃসন্দেহে প্রতিটি মেয়েরই গিফ্ট হ্যাম্পারের উপর বিশেষ দুর্বলতা থাকে। বর্তমান সময়ে গিফ্ট হ্যাম্পারগুলি খুব সহজেই অনলাইনে পাওয়া যায়। কিছু কিছু ওয়েবসাইটে আপনার পছন্দের পণ্যের সমন্বয়েও গিফ্ট হ্যাম্পার তৈরী করার সুবিধা থাকে। আপনার যেটা প্রয়োজন তা হলো আপনার চাহিদা অনুযায়ী সেটিকে সাজিয়ে নেয়া।
মেয়েরা বরাবরই প্রসাধনী পণ্য ভালোবাসে। আপনি চাইলে তার পছন্দের ব্র্যান্ডের বডি বাটার, লোশন, সাবান, পারফিউম, মশ্চারাইজার, গ্লিসারিনসহ অন্যান্য প্রসাধনী পণ্যের সমন্বয়ে সুন্দর একটি গিফ্ট হ্যাম্পার তৈরী করে তাকে জন্মদিনে উপহার দিতে পারেন।
চকলেট বক্স:
বেশিরভাগ মেয়েদের ব্যপারে তিনটি কথা সত্য। মেয়েরা ফুল ভালোবাসে, মেয়েরা গিফ্ট পেতে ভালোবাসে এবং মেয়েরা চকলেট খেতে ভালোবাসে। আগের দিনে কাউকে উপহার দেওয়ার জন্য শুধুমাত্র ফুলের তোড়ার উপর নির্ভর করে থাকতে হতো। আপনি যদি আপনার প্রিয় মানুষটিকে আসলেই বিশেষ কিছু উপহার দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই গতানুগতিক চিন্তাধারার বাইরে কিছু ভাবতে হবে।
ফুলের তোড়ার পরিবর্তে চকলেটের বাক্স উপহার দেওয়াটা আমার কাছে একটি ভালো আইডিয়া বলে মনে হয়। আপনার গার্লফ্রেন্ড কোন কোন চকলেট খেতে ভালোবাসে এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। তার পছন্দের সবগুলি চকলেট মিলিয়ে সুন্দর একটি বাক্স তৈরী করে ফেলুন। তারপর সেটিকে সুন্দরভাবে সাজিয়ে তাকে উপহার দিন।
বর্তমানে অনেক স্বনামধন্য কোম্পানী বিশেষ দিনগুলির জন্য চকলেট বক্স তৈরী করে বিক্রয় করে থাকে। সেটি যদি আপনার গার্লফ্রেন্ডের পছন্দের ব্র্যান্ড হয়ে থাকে, তাহলে আপনি চাইলে তৈরী করা চকলেট বক্সটিও তাকে উপহার দিতে পারেন। তবে গিফ্ট দেওয়ার আগে অবশ্যই বক্সটিকে নিজের মত করে সাজাতে ভুলবেন না।
কাস্টম গিফ্ট:
ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই কাস্টমাইজ গিফ্ট তৈরী করার বিজ্ঞাপন দেখে থাকি। এসব গিফ্ট এর মধ্যে ছবি বা নাম খোদাই করা ফটোফ্রেম, চাবির রিং, লকেট, ব্যাগ ইত্যাদি বেশি দেখা যায়।
আপনার গার্লফেন্ডের রুচি অনুযায়ী সে যে জিনিসটি ব্যবহার করতে পছন্দ করে, তেমন কোন গিফ্ট নির্বাচন করে তাতে আপনাদের দুজনের ছবি বা নাম খোদাই করে তাকে উপহার দিন।
বার্থডে উইক:
ভালোবাসা দিসবে আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে ১৪ই ফেব্রুয়ারীর ৭ দিন আগ থেকেই বিভিন্ন দিন হিসাব করে পুরো সপ্তাহটি পালন করা হয়। আপনি ঠিক একইভাবে আপনার মনের মানুষটির জন্মদিনকে শুধুমাত্র একটি দিনে সীমাবদ্ধ না রেখে পুরো সপ্তাহজুড়ে সেটিকে পালন করতে পারেন। এটি আপনি যে তার কাছে কতটা বিশেষ মানুষে পরিণত হবেন তা লিখে বোঝানো সম্ভব নয়।
তার জন্মদিনের ৭ দিন আগে থেকে জন্মদিন পর্যন্ত কি কি করবেন তা আগে থেকেই পরিকল্পনা করুন। প্রতিটি দিনের জন্য তার জন্য আলাদা আলাদা গিফ্ট নির্বাচন করুন। এরপর তার জন্মদিনের ৭ দিন আগে থেকে জন্মদিন পর্যন্ত প্রতিদিনই তাকে উপহারগুলি ক্রমান্বয়ে দিতে থাকুন। ভুলেও এক ধরনের গিফ্ট প্রতিদিন দিবেন না। ৭ দিনের গিফ্টের মধ্যে বৈচিত্র রাখার চেষ্টা করুন।
এছাড়া, প্রতিদিন একটা করে মুভি দেখতে পারেন। যদি আপনাদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ থাকে, তবে ইউটিউবসহ অন্যান্য ভিডিও প্লাটফর্মে খুঁজে খুঁজে দেখতে পারেন এই ৫টি জাপানিজ রোমান্টিক মুভি, দেখতে পারেন এই ৪টি ইংলিশ রোমান্টিক মুভি।
মেয়েরা সেই ব্যক্তিকে আজীবন মনে রাখে, যে তার এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টা করে। পরিবার, বন্ধু, বয়ফ্রেন্ড বা স্বামী যেই হোক না কেন, সে সবার কাছ থেকেই এমন কিছুই আশা করে। কোন কারণে সেটি না হলে মেয়েরা মানসিকভাবে অবসাদগ্রস্থ্য ও হতাশ হয়ে পড়ে।
একারণে সবার মধ্যেই তার জন্য সবচেয়ে আকর্ষণীয় গিফ্টটি নির্বাচন করার তৎপরতা দেখা যায়। আপনাকে মনে রাখতে হবে, একটি মেয়েকে গিফ্ট দেওয়ার মত হাজার হাজর জিনিস রয়েছে। আপনাকে ঠিক সেই জিনিসটিকেই নির্বাচন করতে হবে যা তাকে আনন্দ দেবে।
Leave a Reply