ইন্টারনেটে টাইপিং এর উপর যতগুলো কাজ পাওয়া যায় তার মধ্যে ক্যাপচা এন্ট্রির কাজটি সবচেয়ে বেশি জনপ্রিয়। কারণ এ ধরনের কাজে কাজ করার ক্ষমতার উপর ভিত্তি করে একজন মানুষ কত টাকা ইনকাম করতে পারবেন তা নির্ধারণ করা হয়। যত বেশি পরিমাণ কাজ তত বেশি পরিমাণ ইনকাম। এমনও অনেক বিশ্বস্ত ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট রয়েছে যেখানে সপ্তাহের ৭দিন ২৪ ঘন্টাই কাজ করার সুযোগ রয়েছে।
তবে ক্যাপচা এন্ট্রি থেকে ভাল পরিমাণ আয় করার জন্য কাজের প্রতি একাগ্রতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এ কাজে নতুনও হন, তবুও বিশ্বস্ত ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট এর মাধ্যমে আপনি আপনার অনলাইন ইনকামের যাত্রা শুরু করতে পারেন। সময়ের সাথে সাথে আপনার টাইপিং স্পীড যত বৃদ্ধি পেতে থাকবে, আপনিও তত বেশি ইনকাম করতে থাকবেন।
ক্যাপচা এন্ট্রি কি? এবং কিভাবে এটি কাজ করে?
বর্তমান সময়ে ইন্টারনেট সম্পর্কে সাধারণ জ্ঞানের অভাব রয়েছে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। একই সাথে একটি জিমেইল, ইয়াহু, হটমেইল, ফেসবুক, টুইটার এর মত ওয়েবসাইটে একাউন্ট নেই এমন মানুষও খুঁজে পাওয়াও দুষ্কর।
আপনি ইন্টারনেটে যখন কোন নতুন ওয়েবসাইটে একাউন্ট তৈরীর চেষ্টা করেন তখন অবশ্যই খেয়াল করেছেন যে আপনি মানুষ কিনা সেটি যাচাই করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট বক্সে কিছু ইংরেজী সংখ্যা বা অক্ষর লিখে সাবমিট করতে হয়। এটিকেই ক্যাপচা বলা হয়।
একটি ওয়েবসাইটে ক্যাপচা ইনষ্টল করার মূল উদ্দেশ্য হলো যাতে কোন ধরনের অটোমেটিক বট বা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে না পারে। কিন্তু ইন্টারনেটে এমন অনেক কোম্পানী রয়েছে যাদের প্রতিনিয়ত হাজারেরও বেশি ওয়েবসাইটে নিজেদের অ্যাকাউন্ট তৈরী করার প্রয়োজন হয়, যার জন্য তারা সফটওয়্যার ব্যবহার করে থাকে।
কিন্তু মজার ব্যাপারটি হলো স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচা এন্ট্রি করার মতো কোন প্রযুক্তি না থাকার ফলে সফটওয়্যার দ্বারা তারা ফর্মের বিভিন্ন অংশ পূরণ করতে পারলেও ক্যাপচা এন্ট্রি করে দেওয়ার জন্য তাদের একজন মানুষের প্রয়োজন হয়। মূলত আপনি ওইসব কোম্পানীর হয়ে ক্যাপচা এন্ট্রি করে থাকেন যার বিনিময়ে তারা আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে।
ক্যাপচা এন্ট্রি কাজের যোগ্যতা
ক্যাপচা এন্ট্রির কাজ করার জন্য কোন বড় ধরনের যোগ্যতা থাকার প্রয়োজন নেই। তারপরেও ক্যাপচা এন্ট্রির কাজ করতে চাইলে কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরী:
- স্বাভাবিকভাবে ইংরেজী অক্ষর পড়তে ও বুঝতে পারেন এমন যে কেউ ক্যাপচা এন্ট্রির কাজ ভালোভাবে করতে পারেন।
- ক্যাপচা এন্ট্রির কাজ কোন নির্দিষ্ট দেশের মধ্যেও সীমাবদ্ধ নয়। পৃথিবীর যে কোন দেশের মানুষই ক্যাপচা এন্টির কাজ করতে পারেন। দেখার বিষয় হলো যে আপনি যে ওয়েবসাইটে কাজ করতে চান তারা যে পদ্ধতিতে পারিশ্রমিক প্রদান করে থাকে তা আপনার দেশ সমর্থন করে কিনা। উদাহরন স্বরুপ পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় মাধ্যম হলো পেপাল। এখন আমাদের দেশে পেপাল না থাকায় যে সকল ওয়েবসাইট পেপালের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে সে সকল ওয়েবসাইটে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন না। বর্তমানে আমাদের দেশে পেইজা রয়েছে এবং অনেক ক্যাপচা এন্ট্রি ওয়েবসাইটও পেইজা সমর্থন করে। তাই ওয়েবসাইট নির্বাচনের দিক থেকে সতর্ক হওয়া ভালো।
- কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে কাজ করতে হলে আপনার প্রতি ১৫ সেকেন্ডে একটি করে ক্যাপচা এন্ট্রি করার মত সামর্থ থাকতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনার যদি প্রতি ১৫ সেকেন্ডে একটি করে ক্যাপচা এন্ট্রি করার মত সামর্থ না থাকে তাহলে ক্যাপচা এন্ট্রির কাজ আপনার না করাই ভালো। কারণ এক্ষেত্রে আপনি খুব বেশি পরিমান টাকা আয় করতে পারবেন না।
- আপনি যে ইন্টারনেট সংযোগটি ব্যবহার করছেন তার গতি যেন কমপক্ষে ৫১২ মেগা হয়। ধীর গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করলে ইমেজ লোড হতে দেরী হবে এবং আপনার টাইপিং স্পীড ভালো হওয়া স্বত্বেও আপনি পিছিয়ে পড়বেন।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই এমন ১০টি ওয়েবসাইটের নাম যারা ক্যাপচা এন্ট্রির কাজের জন্য বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিশ্বস্ত:
বিশ্বস্ত ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট
ক্যাপচা এন্ট্রি কাজের জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে কিন্তু সব ওয়েবসাইটই বিশ্বস্ত নয়। কারণ, এদের মাঝে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো ঠিক মতো পেমেন্ট করে না। আবার, এমনও কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো হুট করে আসে, মানুষকে দিয়ে কাজ করিয়ে নেয়, তারপর হঠাৎ করে নাই হয়ে যায়। এখন পর্যন্ত যে ওয়েবসাইটগুলো কাজের সুবিধা এবং ঠিক মতো পেমেন্ট দেয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান ধরে রেকে পৃথিবী জুড়ে মানুষের বিশ্বস্ততা অর্জণ করতে পেরেছে, সেগুলোর মধ্যে সেরা ওয়েবসাইটগুলোর তালিকা এবং সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল।
MegaTypers
MegaTypers হলো ক্যাপচা এন্ট্রির কাজের সেই সব বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে একটি যারা আপনাকে প্রতি এক হাজার ক্যাপচা এন্ট্রির জন্য বাংলাদেশী টাকায় ৩৫ টাকা থেকে ১২৫ টাকা পর্যন্ত দিয়ে থাকে। এই ওয়েবসাইটটিতে যারা কাজ করেন তাদের বেশির ভাগ মানুষই প্রতি মাসে ২০০০০ এর বেশি টাকা ইনকাম করে থাকেন।
আর সবচেয়ে বড় সুবিধার দিকটি হলো পেপাল, ওয়েবমানি, পেইজা, ওয়েস্টার্ন ইউনিয়নসহ আরো বেশ কিছু পেমেন্ট পদ্ধতি সমর্থন করার কারনে এখান থেকে পেমেন্ট সংগ্রহ করা অনেক বেশি সহজতর। MegaTypers এ সাইপ আপ করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ProTypers
ProTypers কে ক্যাপচা এন্ট্রি স্পেশালিস্টদের আতুর ঘর বলা হয়ে থাকে। এটি এমন একটি ওয়েবসাইট যেখান থেকে একজন অভিজ্ঞ ক্যাপচা টাইপিস্ট প্রতি মাসে ২০০০০ এরও বেশি টাকা ইনকাম করতে পারেন। পৃথিবীর যেকোন দেশ থেকে ProTypers এ একাউন্ট করা সম্ভব। ProTypers সাধারণত ডেবিট কার্ড, ব্যাংক চেক, পেপাল, ওয়েবমানি, পারফেক্ট মানি, পেইজা এবং ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট করে থাকে। নিচের লিংকে ক্লিক করে ProTypers এ সাইপ আপ করুন।
Kolotibablo
Kolotibablo.com বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেটে ক্যাপচা এন্ট্রির কাজ দেওয়াসহ নিয়মিত পেমেন্ট প্রদানের জন্য জনপ্রিয়। প্রতি এক হাজার ক্যাপচা এন্ট্রির জন্য Kolotibablo বাংলাদেশী টাকায় ৮০ টাকা থেকে শুরু করে আরো বেশি পেমেন্ট ওয়েবমানি, পেপাল, পেইজা, ইন্টারনাল ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে দিয়ে থাকে।
অধিক পারিশ্রমিক প্রদানের জন্য Kolotibablo তাদের ওয়েবসাইটে যারা নিয়মতি কাজ করে থাকেন তাদের রেটিং দিয়ে থাকে। কাজে আপনি যত বেশি নিয়মিত এবং ভালো হবেন তত বেশি এই ওয়েবসাইটে আপনার আয়ের সম্ভাবনা বেড়ে যাবে। প্রথম সময়ে ব্যাপারটি আপনার জন্য একটু কঠিন মনে হলেও সময়ের সাথে সাথে এটি আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনি এখানে নিজেকে এই ওয়েবসাইটের জন্য একজন গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে গড়ে তুলতে পারবেন। Kolotibablo এ যোগ দেয়ার জন্য ব্লু লিংকটিতে ক্লিক করুন।
FastTypers
FastTypers ক্যাপচা এন্ট্রির কাজ করতে আগ্রহী এমন মানুষদের উৎসাহ প্রদান করে থাকে এবং তারা প্রতি এক হাজার ক্যাপচা এন্টির কাজের জন্য বাংলাদেশী টাকায় ১২৫ টাকার মত পেমেন্ট দিয়ে থাকে। রাতের বেলায় বিশেষ করে রাত ১২টা থেকে ৫টা পর্যন্ত যারা কাজ করতে চান তাদেরকে আরো বেশি পরিমাণে অর্থ সম্মানী হিসেবে প্রদান করা হয়ে থাকে।
এছাড়াও তাদের নিজস্ব ব্লগে প্রতিনিয়ত তারা ক্যাপচা বিষয়ক বিভিন্ন তথ্য ও মতামত দিয়ে কর্মীদের অবগত করার চেষ্টা করে। সম্প্রতি ইন্টারনেটে FastTypers এর ভালো মানের অ্যাকাউন্টগুলি বিক্রয় হওয়া শুরু হলে তারা সতর্ক করে দিয়ে বলে যে আপনারা কেউ আমাদের ওয়েবসাইটের কোন ধরনের অ্যাকাউন্ট ক্রয় করবেন না, যদি করেন তাহলে খুব দ্রুতই আপনি বুঝতে পারবেন যে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষদের মধ্যে একজন। FastTypers এ সাইপ আপ করতে পারেন নিচের লিংকে গিয়ে।
2Captcha
2Captcha তে কাজ করার সবচেয়ে মাজাদার ব্যাপাটি হলো তারা আপনাকে প্রতি এক হাজার ক্যাপচার জন্য বাংলাদেশী টাকায় ৮০ টাকা দেওয়ার পাশাপাশি কঠিন ক্যাপচাগুলি এন্ট্রি করার জন্য বোনাস প্রদান করে থাকে। এছাড়া এই ওয়েবসাইটে আপনার পরিচিত কাউকে রেফার করে জয়েন করানোর মাধ্যমেও অতিরিক্ত অর্থ আয় করা সম্ভব। 2Captcha তে কাজ শুরু করার সাথে সাথে আপনি আপনার উপার্জিত অর্থ দেখতে পাবেন এবং পেইজার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। নীল বাটনের লিংকটিতে ক্লিক করে 2Captcha তে যোগ দিন।
QlinkGroup
QlinkGroup তাদের কর্মীদেরকে সাপ্তাহিক ভিত্তিতে পারিশ্রমিক দিয়ে থাকে। এই ওয়েবসাইটের মাধ্যমে যে সব ক্যাপচার কাজ করতে হয় তা ২ শব্দ বিশিষ্ট হয়ে থাকে এবং এবং কেস সেনসেটিভ হয়। কেস সেনসেটিভ কথাটির অর্থ হলো যে ক্যাপচা ইমেজে অক্ষর যদি বড় হাতের থাকে তাহলে আপনাকেও বড় হাতের, আর যদি ছোট হাতের থাকে তাহলে আপনাকেও ছোট হাতের লিখতে হবে। QlinkGroup এ কাজ করার শর্ত হলো যে, এখানে সাপ্তাহিক পেমেন্ট পেতে হলে আপনি প্রতিটি আইডি থেকে সপ্তাহে কমপক্ষে ৮০০ ক্যাপচা এন্ট্রি করতে হবে। QlinkGroup এ সাইপ আপ করুন।
CaptchaTypers
পৃথিবীর বহু দেশের মানুষ CaptchaTypers এ কাজ করে প্রতি মাসে ২০০০০ এরও বেশি টাকা ইনকাম করে থাকে। তবে অন্যান্য ওয়েবসাইট থেকে CaptchaTypers এ একাউন্ট তৈরীর প্রক্রিয়াটি একটু জটিল। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে (aptchatypers@gmail.com) একটি ইমেইল করতে হবে এবং পরবর্তীতে তারা আপনার লগইন করার তথ্য আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে।
CaptchaTypers এ কাজ করার জন্য একটি ক্যাপচার টাইম আউট হওয়ার পূর্বেই আপনাকে সেটি এন্ট্রি করতে হবে নতুবা আপনার একাউন্টটি ৩০ মিনিটের জন্য বাতিল হয়ে যাবে। এ কারণে খুব ভালো টাইপিং স্পীড না হলে এ ওয়েবসাইটে একাউন্ট না করাটাই ভালো হবে। সময়ের সাথে সাথে CaptchaTypers এ কাজের রেট পরিবর্তিত হয়ে থাকে। তবে রাত ৯টা থেকে সকাল ৯টার মধ্যে কাজের রেট সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনি যদি CaptchaTypers এ কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখান থেকে CaptchaTypers Software ডাউনলোড করুন।
Pix2Profits
Pix2Profits আরো একটি ভালো ওয়েবসাইট যারা প্রতি এক হাজার ক্যাপচা এন্ট্রির কাজের জন্য সর্বোচ্চ পরিমান পারিশ্রমিক প্রদান করে থাকে। তবে দুঃখের বিষয়টি হলো যে এই ওয়েবসাইটটিতে বর্তমানে নতুন রেজিষ্ট্রেশন বন্ধ রয়েছে। আপনি আগ্রহী হলে নিয়মিত তাদের ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে নতুন রেজিষ্ট্রেশন চালু হওয়ার তথ্য পেতে পারেন।
সবশেষে বলা যায় যে, বিশ্বস্ত ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট গুলির মাধ্যমে আপনি আজই আপনার অনলাইন ইনকামের যাত্রা শুরু করতে পারেন। তবে কাজটি শুরু করার আগে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। ক্যাপচা এন্ট্রি এমন কোন কাজ নয় যা থেকে আপনি প্রতি মাসে অনেক বেশি অর্থ আয় করতে পারবেন। তবে এ কাজ থেকে নতুনদের প্রতি মাসে ৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে যা নেহাতই কম নয়। কিছু কিছু ওয়েবসাইটে আপনাকে তাদের সফটওয়্যার ডাউনলোড করে কাজ করতে হবে সেদিকে লক্ষ্য রাখবেন।
এছাড়া আপনার পারিশ্রমিক নেওয়ার জন্য অবশ্যই কোন ওয়েবেসাইটে কাজ করার পূর্বেই পেপাল বা পেইজা একাউন্ট খুলতে ভুলবেন না। তাছাড়া আপওয়ার্ক, ইল্যান্সের মত বড় বড় মার্কেটপ্লেসেও এ ধরণের কাজের চাহিদা রয়েছে। আপনি চাইলে সেখানেও ক্যাপচার কাজের জন্য আবেদন করতে পারেন। আর যদি শুধু ক্যাপচা নির্ভর ওয়েবসাইটেই কাজ করতে চান তাহলে সব ওয়েবসাইটেই কাজের অভিজ্ঞতা রাখুন এবং দেখুন কোন ওয়েবসাইট আপনাকে নিয়মিত পারিশ্রমিক দিচ্ছে এবং কোথায় কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।
Toukir says
ID Create korte Invitation code needed…. Kothai pabo invitation code??
টি আই অন্তর says
এক একটা ওয়েবসাইটের ইনভাইটেশন কোড পাওয়ার ওয়ে এক এক রকম। মেগা টাইপার্স নিয়ে বলছি, প্রায় কাছাকাছি নিয়মে বাকীগুলোর জন্য কোড পেয়ে যাবেন। প্রথমে মেগাটাইপার্সের অ্যাকাউন্টে লগইন করুন। এরপর বামপাশের মুন্যু থেকে ‘Affiliates’ এ ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন, গাইড, ড্যাশবোর্ডসহ কয়েকটি অপশন ওপেন হবে। সেগুলো থেকে ‘Dashboard’ এ ক্লিক করুন। ক্লিক করার পর যে পেজটা ওপেন হবে তার নিচে গিয়ে দেখেন লেখা আছে – I have read & I accept the terms & conditions’। লেখাটায় ক্লিক করে মেগাটাইপার্সের নিয়ম-কানুন অ্যাক্সেপ্ট করে নিন। এরপর, যেখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেছিলেন, দেখুন তার নিচে ‘Codes’ নামে আরেকটা সাব মেন্যু আছে। এই ‘Codes’ লেখাটার ওপর ক্লিক করুন। এবার যে পেজটা ওপেন হবে সেখানে আপনি ৩টি অপশন দেখতে পাবেন, প্রথমটি Modify Selected Code, দ্বিতীয়টি Delete Selected Code, আর শেষেরটি Add New Code। আপনি এই শেষেরটি মানে Add New Code এ ক্লিক করুন। এবার পপ আপ উইন্ডোটিতে কোডের ডেসক্রিপশন দিন। যেমন, দিতে পারেন Friend। এ রকম যে কোন ওয়ার্ড লিখে Save Code লেখাটায় ক্লিক করুন। ব্যস্, কোড পেয়ে যাবেন। বুঝতে সমস্যা হলে, এই ভিডিওটি দেখে নিন।
shojib says
I’d creat korte E2D9 use kore apnar i’d hoye gele then apni nijer code nite parben affiliates option theke
mosarrop says
একটা wifi আইপি দিয়ে পৃথক ১০টি কম্পিউটারে কাজ করলে কোন সমস্যা হবে?
আকরাম says
ভাই, payza, western union, এসব একাউন্টগুলো কীভাবে/ কোথায় খোলা যায়?
টি আই অন্তর says
আপনার অনুসন্ধানের জন্যে ধন্যবাদ, আকরাম ভাই। বাংলাদেশ থেকে সহজে পেইজা একাউন্ট তৈরী করা, পেমেন্ট গ্রহন করা ও উত্তোলনের পদ্ধতি নিয়ে আমাদের এখানে একটি বিস্তারিত পোস্ট রয়েছে। আর ওয়েস্টার্ন ইউনিয়ন নিয়ে ভবিষ্যতে আরেকটি পোস্ট দেয়ার ব্যবস্থা হবে, ইনশাল্লাহ।
R H Raju Bhuiyan says
ক্যাপচা এন্ট্রি করে আমিও এই ওয়েবসাইটগুলো থেকে ইনকাম করতে চাই। কিন্তু ক্যাপচা এন্ট্রি কিভাবে খুলব, সে ব্যাপারে আমার হেল্প দরকার, প্লিজ হেল্প মি।
রুপা says
ক্যাপচা অ্যান্ট্রি ডাটা অ্যান্ট্রির একটা পার্ট। আর এই পার্টে কাজ করেও ভাল আয় করা যায় শুনেছি। তবে, পুরোপুরি বিশ্বাস হয়নি। আপনার লেখাটি পড়ে বিশ্বাসও জন্মেছে আবার আগ্রহও তৈরি হয়েছে। আপনাকে তাই ধন্যবাদ ক্যাপচা অ্যান্ট্রি নিয়ে এমন গোছানো একটি পোস্ট করার জন্যে।
md shamim mia says
ভাইয়া, বিটকয়েন এর লিংক পাবো কোথায়?