বরখাস্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগুই। মাত্র ৪ মাস রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়ানো এই কোচকে সম্প্রতি ব্যর্থতার কারণ দেখিয়ে বরখাস্ত করা হয়েছে।
নতুন কোচ খুঁজে পাওয়ার আগে পর্যন্ত রিয়ালের ডাগআউটে দাড়াবেন রিয়ালের বি দল “কাস্তিয়া”র কোচ সান্টিয়াগো সোলারিকে।
নতুন কোচ খোঁজার মিশনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ হর্তাকর্তারা। বাতাসে ভাসছে বেশ কিছু নাম। এখানে সম্ভাব্য কয়েকজনের নাম, তাদের সম্ভাবনা উল্লেখ করা হল।
রিয়াল মাদ্রিদের নতুন কোচের তালিকা
অ্যান্তেনিও কন্তে
সম্ভাবনা
রিয়ালের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশী এগিয়ে থাকা নাম হল অ্যান্তেনিও কন্তে।
চেলসি, জুভেন্টাস, ইটালির সাবেক এই কোচ ট্যাকটিক্যালি বিপ্লব ঘটিয়েছিলেন ইংলিশ লিগের মত কঠিন লিগে। তার ৩-৪-৩ ফর্মেশন এখন ইংলিশ লিগের অন্যতম আক্রমণাত্মক ফর্মেশন।
সমস্যা
কন্তে যে ক্লাবেই গেছেন ক্লাব কতৃপক্ষের সাথে ঝামেলা পাকিয়েছেন। খেলোয়াড় কেনা, বেতন নিয়ে ক্লাবের সাথে ঝামেলার জেরেই চেলসি থেকে হয়েছিলেন বরখাস্ত।
কন্তেকে কোচ করলে এডেন হ্যাজার্ডকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা আরও কঠিন হবে ফ্লোরোন্তিনো পেরেজের জন্য। কারণ কন্তের কোচিংয়ে নাখোশ ছিলেন এই বেলজিয়ান।
রবার্তো মার্টিনেজ
সম্ভাবনা
বেলজিয়াম জাতীয় দলের বর্তমান কোচ মার্টিনেজ বিশ্বকাপেই নিজের কোচিং দক্ষতা দেখিয়েছেন।
রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ও প্রশিক্ষক জর্জ ভ্যালদানো তার সম্পর্কে বলেছেন-“সে (মার্টিনেজ) ভালো বিকল্প হতে পারে। সে এমন একজন কোচ যিনি রিয়াল মাদ্রিদ কে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারেন। তাকে বর্তমান রিয়াল মাদ্রিদের জন্য উপযোগী কোচ বলে আমি (ভ্যালদানো) মনে করি। এডেন হ্যাজার্ডও তার কোচিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন।
সমস্যা
রিয়াল মাদ্রিদের মত বড় কোন ক্লাব সামলানোর কোন অভিজ্ঞতা নেই মার্টিনেজের। বেলজিয়ামের দায়িত্ব নেওয়ার আগে তিনি ইংলিশ লিগের দল এভারটনের দায়িত্বে ছিলেন।
বর্তমানে বেলজিয়ামের সাথে চুক্তি থাকায় তাকে রিয়াল মাদ্রিদ সহজে পাবে না।
সান্টিয়াগো সোলারি
সম্ভাবনা
জিনেদিন জিদানের মতই বি দলের দায়িত্ব থেকে হুট করে রিয়ালের মূল দলের দায়িত্ব পেয়েছিলেন। তবে জিদান ইতিহাস গড়লেও সোলারি নিজেকে সেই চিন্তা থেকে দূরে রাখছেন।
রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত তাকেই মূল দলের দায়িত্ব দিতে পারে। কাস্তিয়া’র দায়িত্ব পালনে মুনশিয়ানা দেখিয়েছেন। এ কারণেই অন্তর্বর্তীকালীন কোচ থেকে হয়ে যেতে পারেন দলের মূল কোচ।
সমস্যা
ক্লাব কর্মকর্তারা সান্টিয়াগো সোলারিকে দীর্ঘমেয়াদে দলের কোচ করতে এখনও আগ্রহী নন।
আর্সেন ওয়েঙ্গার
সম্ভাবনা
দীর্ঘসময় ধরে আর্সেনালকে মোটামুটি মানসম্পন্ন খেলোয়াড় দ্বারাই ইংলিশ লিগের মত কঠিন লিগে লড়াইয়ে রেখেছিলেন।
ট্যাকটিক্যালি দারুণ এই কোচ এই মুহূর্তে অবকাশ জীবন কাটাচ্ছেন। এ কথা জানাই যে, আর্সেন ওয়েঙ্গার সুন্দর ফুটবলের সাথে কার্যকরী ফুটবল খেলতে পছন্দ করেন।
সমস্যা
আর্সেন ওয়েঙ্গার রিয়ালের দায়িত্ব নিতে চাইবেন কিনা এটাই বড় প্রশ্ন। আর্সেনালের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আর কোন ক্লাবের দায়িত্ব নিতেই আগ্রহ প্রকাশ করেন নি তিনি।
হোসে মরিনহো
সম্ভাবনা
রিয়ালের সাবেক এই কোচ এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডে কোচের পদে টিকে থাকার সংগ্রাম করছেন। যেকোন মুহূর্তে ছাঁটাই হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে।
তিন বছর রিয়ালের দায়িত্ব পালন করেছিলেন, খুব একটা খারাপ করেননি। জিতেছিলেন লিগ।
চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে নিয়ে গিয়েছিলেন দলকে। বর্তমান দলের অধিকাংশ খেলোয়াড়ও তার চেনা। তাই দায়িত্ব পেতে পারেন তিনিও।
সমস্যা
মরিনহো তার “বাস পার্ক” নীতির কারণেই সমর্থকদের কাছে সমালোচিত।
মরিনহোর ট্যাকটিকসের সাথে খাপ খাইয়ে নিতে হলে কয়েকজন দ্রুত গতির ফুটবলার আর নিঁখুত ফিনিশার প্রয়োজন, যারা কাউন্টার অ্যাটাক থেকে ছিঁড়ে-খুঁড়ে ফেলবে প্রতিপক্ষের রক্ষণ।
মরিনহো রিয়ালের দায়িত্ব পালনের সময় রোনালদোকে পেয়েছিলেন, যিনি দ্রুতগতিতে আক্রমণ করে নিঁখুত ফিনিশ করতে পারতেন। রিয়ালের বর্তমান দলে কিন্তু নিঁখুত কোনো ফিনিশার নেই। তাই এখন তিনি কতটা সফল হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
মরিসিও পচেনিত্তো
সম্ভাবনা
বর্তমান সময়ের সবচেয়ে নিখুঁত ট্যাকটিক্যাল কোচদের একজন হলেন মরিসিও পচেনিত্তো।
শুধু তার ট্যাকটিকসের জোরেই সাধারণ একটি দল থেকে টটেনহাম হটস্পার আজ ইংলিশ লিগের অন্যতম সেরা একটি দল।
তাই তার সম্পর্কে যেকোন ক্লাবেরই আগ্রহ থাকাটা স্বাভাবিক।
সমস্যা
টটেনহামের সাথে তার দীর্ঘ একটি চুক্তি আছে। রিয়াল মাদ্রিদ যদি পচেনিত্তোকে কোচ করে তবে বেশ বড় রকমের একটা ক্ষতিপূরণ দিতে হবে টটেনহাম হটস্পারকে।
এ কারণেই পচেনিত্তোকে কোচ করতে নাও পারে রিয়াল মাদ্রিদ।
এই ছিল রিয়াল মাদ্রিদের সম্ভাব্য নতুন কোচদের তালিকা। ভাল লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে।
Leave a Reply