বর্তমান সময়ে যেকোনো তথ্য জানার জন্য, ওয়েবসাইট হচ্ছে সবচাইতে বড় মাধ্যম। তবে সেই তথ্য জানার ক্ষেত্রে, আমাদের কিছু বিষয় অবশ্যই সতর্ক থাকতে হয়। তথ্যগুলো বর্তমানের সাথে প্রাসঙ্গিক কিনা কিংবা এই তথ্যের বৈধতা আদৌ আছে কিনা, এসব বিষয় জানা থাকা জরুরি। আর এগুলো জানাতে হলে, জানতে হবে ওয়েবসাইটের পাবলিকেশন ডেট বা তারিখ।
সাধারণত সাইটের মালিক ওয়েবসাইট পাবলিকেশনের ডেট বা সর্বশেষ আপডেট হওয়ার ডেট ব্যবহারকারীদের জানানোর জন্য ওয়েবসাইটে উল্লেখ করে রাখে। ওয়েবমাস্টার এবং এসইওর জন্য এটি সর্বোত্তম অনুশীলন।
কারণ সার্চ ইঞ্জিন এর উপর ভিত্তি করে ওয়েব সাইট রেঙ্ক করে। এছাড়া পাবলিকেশন ডেট ছাড়া ওয়েবসাইট বা আর্টিকেলটি বর্তমান সময়ের সাথে সংশ্লিষ্ট বা বৈধ কিনা, তা জানা কঠিন হয়ে পড়ে।
সাধারণত একটি পাবলিক ওয়েবসাইটের সাথে তিন ধরনের ডেট জড়িত। যথা:
- Publication Date: এই ডেট নির্দেশ করে, ওয়েবসাইটটি প্রথম কবে লাইভে আসে অর্থাৎ কবে মানুষ এবং সার্চ ইঞ্জিন এই সাইটে অ্যাক্সেস করতে পেরেছে|
- Indexed Date: এই ডেট অনেকটা পাবলিকেশন ডেটের মত অর্থাৎ সার্চ ইঞ্জিন কবে এই ওয়েবসাইট খুঁজে পায় এবং তাদের সার্ভারে সংরক্ষণ করে।
- Cache Date: এটি এমন একটি ডেট যা নির্দেশ করে গুগল বট দ্বারা শেষ কবে ক্রল করা হয়েছিল। গুগল বট বা ক্রল হল এমন একটি ইন্টারনেট রোবট, যে ইন্টারনেটে ঘুরে ঘুরে নতুন কোন ওয়েবসাইট আসলে বা ওয়েবসাইটে নতুন তথ্য আসলে গুগোল বা সার্চ ইঞ্জিনের ডাটাবেজে তা সংরক্ষণ করে রাখে । সাধারণত সার্চ ইঞ্জিনগুলো কিছু দিন বা কয়েক সপ্তাহ পরপর ক্রল করে। আবার কিছু কিছু ক্ষেত্রে দিনে কয়েক বারও ক্রল করে, বিশেষ করে নিউজ সাইটে।
এত কিছুর পর এখনও অনেক ওয়েবসাইট আছে, যারা তাদের পাবলিকেশন ডেট উল্লেখ করে না। তবে চিন্তিত হওয়ার কিছু নেই! ওয়েবসাইটের মালিক পাবলিকেশন ডেট লুকিয়ে যতই বাহাদুর করুক, আমরাও তাদের থেকে কম বাহাদুর নই। আমরা আজকে পাবলিকেশন ডেট জানার বেশ কিছু সহজ পদ্ধতি জানব।
ওয়েবসাইটের পাবলিকেশন ডেট
পেজ র্সোস দেখে
পেজ সোর্স দেখে খুব সহজে একটি সাইটেরে লাস্ট মডিফাই ডেট বা পাবলিশ ডেট জানা সম্ভব। ব্রাউজার ভেদে কিছুটা ভিন্নতা রয়েছে যেমন:
Firefox
ওয়েবসাইটে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলে View Page Info নামে লেখা দেখতে পারবেন। Page Info তে ক্লিক করলে ছবির মত সব তথ্য পেয়ে যাবেন।
Chrome
ওয়েবসাইটে থাকা অবস্থায় কি-বোর্ড থেকে CTRL+U চাপুন।
তারপর নতুন একটা উইন্ডো ওপেন হবে।
এখানে CTRL+F চেপে লিখুন published তারপর নিচের ছবির মত তথ্য পাবেন।
গুগল ব্যবহার করে
গুগলকে ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোন ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশের ডেট জানতে পারবেন। এজন্য আপনাকে শুধুমাত্র কয়েকটি পথ অনুসরণ করতে হবে।
প্রথমত আপনাকে google.com সাইটে যেতে হবে।
তারপর সার্চ বারে আপনি যে আর্টিকেলটির ডেট জানতে চান, সে আর্টিকেলের লিংকটি কপি করে পেস্ট করুন।
তারপর নিচের ছবির মত ডেট দেখাবে।
কমেন্ট এবং সাইট ইউআরএল
এই পদ্ধতিটি খুব সহজ এবং নির্ভরযোগ্য। অধিকাংশ ব্লগ সাইটে কমেন্ট সেকশন থাকে। কমেন্ট সেকশনে সাধারণত ডেট থাকে। আপনি এই ডেট দেখে নিশ্চিত হতে পারেন, যে লেখাটি কবে পাবলিশ হয়েছে।
আবার কিছু কিছু ওয়েবসাইটে নিচের ছবির মত ইউআরএল এ ডেট দেখা যায়।
Finitimus ক্রোম এক্সটেনশন
Finitimus এক্সটেনশনটি ইন্সটল করার জন্য 5 সেকেন্ড সময় নেয় এবং এটি সরাসরি কাজ করে। একবার ইন্সটল হয়ে গেলে, আপনি যে কোন ওয়েবসাইটে যান এবং ক্রোম অ্যাপ বারের Finitimus আইকনে একটি ক্লিক করেন। দেখবেন এক্সটেনশনে ডেট দেখাবে। এটা হল সব থেকে সহজ এবং ঝামেলা বিহীন পদ্ধতি। আমার পরামর্শ চাইলে, আমি এটা ব্যবহার করতে বলবো।
শেষ কথা
উপরে আমি একটি ওয়েবসাইটের ওয়েবসাইটের পাবলিকেশন ডেট জানার অনেক গুলো পদ্ধতি আলোচনা করেছি। উপরের যে কোন একটি পদ্ধতি আপনি প্রয়োগ করে, ওয়েবসাইটের যেকোন তথ্যর প্রাসঙ্গিকতা সম্পর্কে ধারণা নিতে পারেন।
Leave a Reply