রঙ বেরঙের বাহারি স্টেটাসে ফেসবুক বেশ অনেকদিন যাবৎ ভরপুর। স্টেটাস যে শুধু কালারফুল হয়ে গেছে তাই নয়, স্টেটাসে বিভিন্ন ধরণের স্টিকার যুক্ত দেখা যায় অনেক সময়। আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন, তাহলে ফেসবুকে কালারফুল স্টেটাস কিভাবে দেয় সেটি নিয়ে কৌতুহল জাগা অস্বাভাবিক নয়।
তাই এখন আমরা দেখব, কিভাবে ফেসবুকে কালারফুল স্টেটাস দেওয়া যায়। এজন্য আমরা এখানে শুধুমাত্র ফেসবুক ওয়েবের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি এই পদ্ধতিটি জানলেই আপনি ফেসবুক অ্যাপ, লাইট, বেসিক, মোবাইল, ফ্রি ভার্সন থেকে কালারফুল স্টেটাস দিতে পারবেন।
ফেসবুকে কালারফুল স্টেটাস দেওয়া উপায়
- কালারফুল স্টেটাস দেওয়ার জন্য প্রথমে ফেসবুকে ঢুকে What’s on your mind? লেখাটির উপরে ক্লিক করুন।
- ক্লিক করার পর নতুন যে পপ-আপ উইন্ডো ওপেন হবে, সেখানে স্টেটাস লেখার জায়গাটার ঠিক নিচেই দেখবেন এরকম অনেকগুলো কালার শো করছে। সেখান থেকে পছন্দসই একটা কালারে উপরে ক্লিক করুন।
- এবার স্টেটাস লিখে Post বা Share লেখা নীল বাটনটিতে ক্লিক করুন।
ব্যাস, আপনার কালারফুল স্টেটাসটি দেওয়া হয়ে গেছে। এখন আপনি শিখে গেলেন কিভাবে ফেসবুকে কালারফুল স্টেটাস দিতে হয়! এবার রঙবেরঙ এর বাহারি স্টেটাস দিয়ে রাঙিয়ে ফেলুন নিজের ফেসবুক ওয়াল!
স্টেটাস দেওয়ার সময় ইচ্ছেমত একটি কালার বেছে নিতে পারবেন। নিচের ছবির লাল মার্ক দেওয়া এই বাটনটিতে ক্লিক করলে এ রকম আরও কালার দেখতে পাবেন। সেখান থেকেও পছন্দমত কালার বেছে নিচে পারবেন।
তবে ফেসবুকে কালারফুল স্টেটাস দেওয়ার পর কালার পরিবর্তণ করা যাবে না এবং একটি নির্দিষ্ট শব্দ সীমা পর্যন্ত কালারফুল স্টেটাস লেখা যাবে। স্টেটাসের শব্দ সংখ্যা বেশি হলে পিছনের কালার ভ্যানিশ হয়ে যাবে।
উপরের পদ্ধতির মতো একই উপায়ে আপনি আপনার ফেসবুক অ্যাপ থেকে কালারফুল স্টেটাস দিতে পারবেন। আর ইতিমধ্যই হয়তো জানেন, কালারফুল স্টেটাস আপনি ফেসবুকের যে কোন ভার্সন থেকে দেখতে পারবেন। এমনি ফ্রি ফেসবুক ব্যবহার করলেও!
তবে ফ্রি ফেসবুক বা মোবাইলের ব্রাউজার থেকে বেসিক ফেসবুক ব্যবহার করলে আপনি ফেসবুকে কালারফুল স্টেটাস দিতে পারবেন না।
শেষে একটি বোনাস টিপস, শুরুতে স্টিকারযুক্ত স্টেটাসের কথা একবার উল্লেখ করেছি। স্টিকার যুক্ত স্টেটাস দেওয়ার জন্য, স্টেটাস লেখার বক্সের নিচে Tag Friend লেখার পাশে যে তিনটা ডটের মতো একটি বাটন আছে, সেখানে ক্লিক করতে হবে। তাহলে নিচে অনেকগুলো অপশনের মধ্য Sticker লেখা অপশনটি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ইচ্ছেমত স্টিকার সিলেক্ট করে দিলেই স্টেটাসে সেই স্টিকারটি যুক্ত হয়ে যাবে।
তবে ফেসবুকে কালারফুল স্টেটাস এ স্টিকার যুক্ত করতে পারবেন না।
Leave a Reply