মাইক্রোসফটের যে কোনো সেবা গ্রহণ করতে হলে মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস, ওয়ান ড্রাইভ, মাইক্রোসফট স্টোর, কর্টনার মত সেবা গ্রহণ করতে হলে আপনার মাইক্রোসফট্ অ্যাকাউন্ট থাকাটা জরুরি।
অনেকটা গুগল অ্যাকাউন্টের মত যেমন অ্যান্ড্রয়োড গুগলের সেবা হওয়ার ফলে গুগল প্লে-স্টোর, গুগল ড্রাইভ, জিমেল ব্যবহারের জন্য গুগল অ্যাকাউন্ট প্রয়োজন হয়, তেমনই মাইক্রোসফট কোম্পানির অধীন সেবাগুলো ব্যবহার করতে মাইক্রোসফট্ অ্যাকাউন্ট দরকার হয়।
এখন প্রশ্ন আসতে পারে. তাহলে মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে। আসলে মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খোলা বেশ সহজ, অনেকটা গুগলে অ্যাকাউন্ট খোলার মতই। আপনি এটা যেমন তাদের অ্যাপ থেকে করতে পারবেন, তেমনি ইন্টারনেট ব্রাউজার থেকেও অনায়াসে করতে পারবেন।
আজকে আমরা সবচেয়ে সহজ উপায়ে তাদের ওয়েবসাইট থেকে ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি দেখাবো। আর আপনার যদি অন্য কোন ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তাহলে ১০টি ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস এর তালিকা দেখে নিতে পারেন।
মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খোলা
মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খোলার নিয়ম
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার থেকে মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খোলার এই লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের মত একটা ছবি আসবে।
এখন আপনার পছন্দের ইমেল দিন। মনে রাখবেন আপনার ইমেলটি অবশ্যই ইউনিক হতে হবে অর্থাৎ এই ইমেলটি যেন পূর্বে কেউ ব্যবহার না করে। অবশ্য যদি কেউ ব্যবহার করে, তবে Someone already has this email address. Try another name লেখা আসবে। যাই হোক পছন্দের ইমেলটি লেখার পর @hotmail অথবা @outlook লিখুন এছাড়া বক্স থেকেও সিলেক্ট করে দিতে পারবেন।
এবার আপনার পছন্দ মত একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন এবং Next এ ক্লিক করুন। জেনে নিন কিভাবে যে কোন অ্যাকাউন্টের জন্যে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন আর সে মোতাবেক এখানেও সেরকমই একটি পাসওয়ার্ড তৈরি করে দিন।
পাসওয়ার্ড দেয়ার পর একটি ক্যাপচা পূরণের পেজ আসবে। ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে Next এ ক্লিক করুন। এভাবে কাজ সম্পন্ন করার দ্বারা আপনি সফলভাবে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হবেন।
এছাড়া আপনি Add your name অপশনে ক্লিক করে আপনার নাম যোগ করতে পারেন এবং অন্যান্য তথ্য ও সিকিউরিটি অপশন যোগ করে আপনার অ্যাকাউন্টকে আরও বেশী শক্তিশালী করতে পারেন।
শেষ কথা
এই ছিল আজকে মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খোলা নিয়ে সহজ একটি টিউটোরিয়াল। এভাবে সবগুলো পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে কোন সমস্যা ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন। এসব পদ্ধতি অনুসরণ করার পরেও যদি আপনার কাজ না হয়, তবে কমেন্ট করে আমাদের জনাতে পারেন।
Mohammad Shalah Uddin says
This tutorial was wonderfully helpful to create a Microsoft account. So, I would like to leave a big thank to the writer of this tutorial.