বর্তমান সময়ে ইউটিউব কতটা জরুরী একটা সোশ্যাল মিডিয়া তা বলে বোঝানো আসলেই সম্ভব না। বিনোদনই বলেন আর সমস্যার সমাধান, ইউটিউব যেন তারই একটা ভাণ্ডার। তবে বিভিন্ন সময়ে দেখা যায় সার্চ রেসাল্টে খুব একটা বেশি ভিডিও আসে না। এটা হয় কারণ ইউটিউবের সেফ মুড অন থাকার কারণে।
ইউটিউবে পাওয়া যায় না এমন ভিডিওর সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। এতো কোটি কোটি ভিডিওর মধ্যে এমন কিছু ভিডিও রয়েছে যা কিছুটা বিরক্তিকর এবং হয়রানিমূলক।
এসব ভিডিও আপনার ভিডিও সাজেশনে আসবে না, যদি আপনি এই ইউটিউব সেফ মুড অন করে রাখেন। কাজেই জেনে নিন কিভাবে কম্পিউটার ও মোবাইলে সেফটি মুড অন-অফ করবেন। তার আগে, ইন্টারনেট ছাড়াই ইউটিউব ভিডিও দেখার দারুণ একটি উপায় দেখে আসতে পারেন, যদি প্রয়োজন মনে করেন অর্থাৎ আপনার যদি সব সময় যথেষ্ট্য পরিমাণ ডাটা না থাকে।
এবার চলুন, আসল আলোচনায় যাওয়া যাক-
কম্পিউটারের জন্য ইউটিউব সেফ মুড অফ করার উপায়
আপনি যদি মনে করেন যে ইউটিউবের সেফ মুড অফ করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনাকে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর একদম নিচের দিকে আপনি “Restricted Mode” নামক একটি অপশন পাবেন। যা আগে “Safety” নামে ছিল।
এবার এর উপর ক্লিক করলে আপনি কিছু লেখা এবং দুইটা অপশন পাবেন। একটি “On” এবং অন্যটি “Off”। এবার আপনি আপনার প্রয়োজনমতো “Restricted Mode” বা সেফ মুড অন কিংবা অফ করে নিতে পারবেন।
মোবাইলে ইউটিউব সেফ মুড অফ করার উপায়
আপনি যদি উপরের পদ্ধতি অনুসরণ করেন, তাহলে শুধুমাত্র আপনার কম্পিউটারের জন্যই সেফ মুড অন বা অফ হবে। কিন্তু আপনি যদি একইসাথে ইউটিউব অ্যাপসের জন্য এই অপশনটি অন বা অফ করতে চান, তাহলে আপনাকে শুধু ইউটিউব অ্যাপসে প্রবেশ করতে হবে।
এবার উপরের দিকের মেনু অপশন থেকে সেটিংস এ প্রবেশ করতে হবে। সেটিংসে প্রবেশ করার পর জেনারেল অপশনে প্রবেশ করতে হবে। তারপর সেখান থেকে একইভাবে “Restricted Mode” বা সেফ মুড অন কিংবা অফ করে দিতে হবে। এবার আপনি কম্পিউটার এবং অ্যাপস উভয়ের ক্ষেত্রেই সেফ মুড অফ করে নিলেন।
আপনি যদি মনে করেন যে আপনি যথেষ্ট পরিমাণে সার্চ রেসাল্ট পাচ্ছেন না, তাহলে আপনাকে সেফ মুড অফ করে দিতে হবে। এক্ষেত্রে হয়তো কিছু কুরুচিপূর্ণ ভিডিও আপনার সামনে উপস্থিত হবে, তবে আপনি অধিক পরিমাণে ভিডিও সাজেশন পাবেন। তাই খুব সহজেই করে ফেলুন সেফ মুড অফ।
Leave a Reply