কিওয়ার্ড রিসার্চ টুল এর প্রয়োজনীয়তার কথা সব ব্লগারই জানেন। যাদের ওয়েবসাইট রয়েছে কিংবা যারা অনলাইন বিজনেস করছেন, তাদের সবাই জানেন যে কিওয়ার্ড রিসার্চ করা কতটা গুরুত্বপূর্ণ। কারণ, একটি ওয়েবসাইট অপটিমাইজ করার প্রথম ধাপটিই হচ্ছে কি-ওয়ার্ড রিসার্চ করে নেয়া।
কি-ওয়ার্ড রিসার্চ কি?
কি-ওয়ার্ড রিসার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। যে কোন বিষয়ে জানার জন্যে কিংবা প্রয়োজনীয় কোন কিছু অনলাইনে খুঁজে পাওয়ার জন্যে একজন ইউজার যেসব ওয়ার্ড লিখে সার্চ দিতে পারেন, সেসব সম্ভাব্য সম্ভাব্য শব্দমালা রিসার্চ করাই হচ্ছে কি-ওয়ার্ড রিসার্চ।
একজন পেশাদার সার্চ ইঞ্জিন অপটিমাইজারের কাজ হচ্ছে যে কোন সার্চের অল্টারনেটিভ সার্চ টার্ম খুঁজে বের করা। অর্থাৎ, একই বিষয়ে একাধিক শব্দ সমষ্টি রিসার্চ করে বের করাই হচ্ছে কি-ওয়ার্ড রিসার্চের মূল। কোন নির্দিষ্ট টপিককে সার্চ রেজাল্টের শুরুর দিকে নিয়ে আসার জন্যে কি-ওয়ার্ড রিসার্চ করতে হয়।
কি-ওয়ার্ড রিসার্চ টুল কি?
যে কোনও অনলাইন বা অফলাইন অ্যাপ্লিকেশনের আরেক নাম টুল। যে অ্যাপ্লিকেশন বা টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়, সেটিকেই কি-ওয়ার্ড রিসার্চ টুল বলে। এ ধরনের টুলগুলোর বেশির ভাগই অনলাইন। খুব কম সংখ্যক টুল রয়েছে যেগুলো অফলাইনে কাজ করে।
আবার বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার জন্যে এখন পর্যন্ত মাত্র একটি টুল রয়েছে। তবে, ইংরেজীতে এই সংখ্যাটির অভাব নেই। আর আমাদের আজকের টপিক, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করার যে টুলগুলোর কথা বলছি, সেগুলো সব ইংরেজীর জন্যে। আসুন, এ রকম দরকারি কিছু টুল সম্পর্কে জানি।
১০টি দরকারি কিওয়ার্ড রিসার্চ টুল
যারা আপওয়ার্কে আর্টিকেল লেখার কাজ করেন কিংবা নিজের ব্লগের জন্যেই কন্টেন লেখেন, তারা সবাই জানেন কিভাবে একটা আর্টিকেলে কি-ওয়ার্ডের সঠিক ব্যবহার করতে হয়। তবে, যে কোনও লেখায় কিওয়ার্ড অপটিমাইজের জন্যে আগে প্রয়োজন রিসার্চ করে নেয়া। আর কিওয়ার্ড রিসার্চের জন্যে প্রয়োজন ভাল মানের টুল। এ রকম ১০টি টুল নিয়েই আমাদের আজকের আয়োজন।
১. Google AdWords: Keyword Planner
টপ স্পট হিসেবে এটিকেই অধিকাংশ ব্লগার এবং ওয়েবসাইটের মালিকরা ব্যবহার করে থাকে। অনেক বছর ধরেই গুগলের এই কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলটি অনেকের কাছেই এখনো প্রিয় হয়ে আছে। এটি শুধু নতুন ওয়েবসাইটের কি-ওয়ার্ড রিসার্চ করার জন্যেই নয়, বরং পুরনো এবং ব্যবসায়িক ওয়েবসাইটগুলোর জন্যেও অত্যন্ত দরকারি একটু টুল।
গুগলের প্রোডাক্ট হওয়ার কারণে এই টুলটির সবচেয়ে বড় সুবিধা এটি সরাসরি গুগল থেকে তথ্য নিয়ে শো করে থাকে। আর আমরা সকলেই জানি যে, কি-ওয়ার্ড রিসার্চ করতে হয় মূলত গুগলকে টার্গেট করেই।
২. Soovle
কি-ওয়ার্ড আপনি যদি গুগলের জন্যে আলাদা আর ইউটিউবের জন্যে আলাদা কি-ওয়ার্ড রিসার্চ করতে চান, তবে আপনার দুটি আলাদা টুল ব্যবহারের প্রয়োজন নেই। Soovle দিয়েই আপনি বিং এবং আমাজানসহ প্রায় সবগুলো প্লাটফর্মের জন্যেই আলাদাভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
অবাক হওয়ার কিছু নেই যে, এই টুলটি আপনাকে উইকিপিডিয়া, এমনকি অ্যান্সার ডট কম থেকেও কি-ওয়ার্ড সাজেস্ট করে থাকে। এই টুলটি আপনাকে বিভিন্ন প্লাটফর্ম থেকে এমন কিছু কি-ওয়ার্ড সাজেস্ট করবে যা আপনার কম্পিটিটর হয়তো জানতেও পারবে না।
৩. Keyword Sh!tter
এটা ভাবতে বেশি কিছু লাগবে না যে এই টুলটি কি কাজ করে। একটি Seed বা বীজ কিওয়ার্ড দিয়ে খালি এন্টার চাপুন আর দেখুন Keyword Sh!tter সাজেশন হিসেবে আপনার জন্যে একগুচ্ছ কিওয়ার্ড নিয়ে এসেছে। কাজেই, ওয়েবসাইটের জন্যে কিংবা একটি নির্দিষ্ট পেজের জন্যে কিওয়ার্ড চুজ করা সত্যিকার অর্থেই সহজ।
৪. Google Trends
অধিকাংশ কি-ওয়ার্ড টুলই হিস্টোরিক্যাল ডাটা ইউজ করে থাকে। যারফলে, অধিকাংশ সময় ফলাফল হিসেবে পুরনো ডাটাই আসে। অর্থাৎ, ওই সমস্ত টুলে আমরা পুরনো তথ্যই পেয়ে থাকি। হতে পারে সেটা এক মাস আগের কিংবা এক বছর আগের তথ্য।
কিন্তু আপনি যদি নতুন ডাটা বা তথ্য পেতে চান, অর্থাৎ মানুষ এখন কি খুঁজছে বা কি লিখে সার্চ দিচ্ছে তা জানতে চান, তবে আপনাকে Google Trends ইউজ করতে হবে। কারণ, এটি আপনাকে সাম্প্রতিক সময়ের ট্রেন্ডিং টপিকগুলো জানিয়ে দেবে।
৫. Answer the Public
নামে মনে হতে পারে যে, এটি শুধু প্রশ্নোত্তর বিষয়ক কি-ওয়ার্ড রিসার্চ করার জন্যে ব্যবহৃত হয়। কিন্তু Answer the Public আসলে সব ধরণের কিওয়ার্ডই রিসার্চ করে দিয়ে থাকে। সেই সাথে, এটি প্রশ্ন, প্রিপোজিশন, কম্পারিজনসহ আরো নানা ধরণের কি-ওয়ার্ড সাজেস্ট করে।
Answer the Public এর ইন্টারফেসটি দারুণ সুন্দর। আপনি যখন রিসার্চ করার জন্যে কোনও একটি কি-ওয়ার্ড প্লেস করবেন, এটি খুব সুন্দর গ্রাফের সঙ্গে আপনাকে সাজেস্টেড কিওয়ার্ডগুলো দেখিয়ে দেবে।
৬. Keywords Everywhere
Keywords Everywhere গুগল ক্রোম ব্রাউজারের একটি এক্সটেনশন। পাশাপাশি, এটি ফায়ারফক্স ব্রাউজারের অ্যাড-অন হিসেবেও কাজ করে। অর্থাৎ, এ দুটির মাঝে আপনি যে ব্রাউজারই ব্যবহার করুন না কেন, কোন সমস্যা নেই। জাস্ট এটি ব্রাউজার ইনস্টল করবেন আর সহজভাবে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন।
এই টুলটি আপনাকে সার্চ ভলিউম, সিপিসি এবং কম্পিউটিশন ডাটা প্রোভাইড করবে।
৭. Moz Keyword Explorer
কি-ওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে শুধু সার্চ ভলিউমই গুরুত্বপূর্ণ নয়, কম্পিটিশন জানাও অনেক গুরুত্ব বহন করে। একটা কি-ওয়ার্ড র্যাংকে আনতে কতটা কম্পিটিশন দিতে হতে পারে, অর্থাৎ র্যাংকে আনা কতটা কঠিন হতে পারে, তা আপনাকে Moz Keyword Explorer টুলটি জানিয়ে দেবে।
Moz Keyword Explorer ফ্রিতে ব্যবহার করা যায়। তবে, ফ্রি হলেও এই টুলটি ব্যবহার করার জন্যে আপনাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
৮. Keyword Tool Dominator
এই টুলটি তাদের জন্যে অত্যন্ত উপকারী যারা এফিলিয়েট মার্কেটিং এর সঙ্গে যুক্ত। বিশেষ করে যারা এফিলিয়েট মার্কেটিং ফ্রি সফটওয়্যার এর খোঁজ করে থাকেন, তাদের জন্যে এই টুলটিও অত্যন্ত দরকারি। আমাজন, এটসি এবং ইবে’র জন্যে কি-ওয়ার্ড রিসার্চ করতে চাইলে আপনার উচিৎ Keyword Tool Dominator ব্যবহার করা। তবে, এটি গুগল, ইয়াহু, বিং এবং ইউটিউবসহ অন্যান্য প্লাটফর্মের ক্ষেত্রেও একই রকম কাজ করে।
৯. Wordtracker Scout
Keywords Everywhere এর মতো এটিও একটি ক্রোম এক্সটেনশন। এক্সটেনশনটি গুগল ক্রোমে অ্যাড করে যে কোন ওয়েবসাইটে থাকা অবস্থায় এটির উপর ক্লিক করলেই ওই ওয়েবসাইটের সমস্ত গুরুত্বপূর্ণ কি-ওয়ার্ড দেখিয়ে দেবে। এটা অনেকটা কিওয়ার্ড ডেনসিটি চেকারের মতো, তবে তার চেয়েও ভাল।
১০. Suggestion Keyword Finder
এটি SEOChat এর একটি জনপ্রিয় কিওয়ার্ড ফাইন্ডার টুল। আর এ টুলটি গুগল অটো কমপ্লিট সাজেশনের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর এবং কার্যকরীভাবে কাজ করে।
শেষ কথা
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন, হয়ে থাকেন কোনও ওয়েবসাইটের মালিক, তবে এই ১০টি কিওয়ার্ড রিসার্চ টুল আপনাকে নানাভাবে সহযোগীতা করবে। এমনকি, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, এই টুলগুলো আপনাকে মার্কেট রিসার্চে সাহায্য করবে। আশা করি, টুলগুলোর সবগুলোই চেক করে দেখবেন এবং নিজের জন্যে এখান থেকে ২/৩টি বাছাই করে রাখবেন আর লেখাটি আপনার টাইমলাইনে শেয়ার করে সেভ দিয়ে রাখবেন।
Murad says
যারা ব্লগিং করেন কিংবা যারা বিজনেস ওয়েবসাইট পরিচালনা করেন, তাদের জন্যে এসইও যে কতটা প্রয়োজনীয় তা আর বলার অপেক্ষা রাখে না। আর এসইও করতে হলে অবশ্যই কি-ওয়ার্ড রিসার্চ করতে হবে। আর কি-ওয়ার্ড রিসার্চের জন্যে অবশ্যই রিসার্চ টুল লাগবে। দারুণ কিছু কি-ওয়ার্ড রিসার্চ টুলের সোর্স দেয়ায় লেখককে অনেক ধন্যবাদ।