করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজকের এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা ৩৬১। আর টোটাল আক্রান্ত লোকের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৩০২ জন যাদের মাঝে ২ হাজার ২শ ৯৬জন রয়েছে ক্রিটিক্যাল পজিশনে। অর্থাৎ, যে কোন সময় এদের মাঝ থেকে আর অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়বে।
গতকাল পর্যন্ত এ ভাইরাসে যত লোক মারা গিয়েছেন, তার মাঝে সবই ছিল চীনের। আজই সর্ব প্রথম চীনের বাইরে একজন লোক মারা গেলেন। তিনি মারা গিয়েছেন ফিলিপাইনে। তবে, তিনি ফিলিপাইনের নাগরিক নন, তিনি চীনেরই নাগরিক।
বিবিসি অনলাইনের নিউজ থেকে জানা গিয়েছে, ফিলিপাইন দেশের কতৃপক্ষ জানালেন, তিনি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা, মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৪ বছর।
নিউ ইয়র্ক টাইমস্ জানিয়েছে, হুবেই প্রদেশে বসবাস করলেও এই ব্যক্তি উহানে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হন যা তিনি নিজেও জানতেন না। চীন থেকে বিভিন্ন দেশে যাতায়াত বন্ধ থাকলেও এই ব্যক্তি উহান থেকে প্রথমে হংকং যান এবং পরে সেখান থেকে ফিলিপাইনে প্রবেশ করেন।
প্রচন্ড জ্বর নিয়ে তিনি ফিলিপাইনের একটি হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, তিনি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত। এরপর, কোন ধরণের নিউমোনিয়া তা টেস্ট করতে গিয়ে বেরিয়ে আসে তিনি মূলত করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, চীন ছাড়াও এখন বিশ্বের ২৭টি দেশ করোনা ভাইরাসের কবলে রয়েছে। এক নজরে জেনে নিন এ যাবৎ কোন দেশে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কতজন গুরুতর অবস্থায় রয়েছেন।
Leave a Reply