কম্পিউটারের ফাইল ও ফোল্ডার খুলতে আমাদেরকে সাধারণত ডাবল ক্লিক করতে হয়। ডাবল ক্লিক থেকে বাঁচার জন্য অনেকে আবার ডাবল-ক্লিকের মাউস ইউজ করে থাকেন। আপনি যদি এর কোনটাই পছন্দ না করেন অর্থাৎ এক ক্লিকেই আপনার কম্পিউটার বা মোবাইলে থাকা যে কোন ফাইল কিংবা ফোল্ডার ওপেন করতে চান, তবে এই লেখাটি আপনার জন্য।
ডাবল ক্লিক আপনার কাজের গতিকে ধীর করে দিচ্ছে আর ওয়ান ক্লিক বাড়িয়ে দেবে আপনার কাজের গতি। সুতরাং, কোন ডাবল ক্লিক সুবিধা সম্পন্ন মাউস ইউজ না করেও আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ছোট্ট একটি সেটিং পরিবর্তণ করে এক ক্লিকে ওপেন করার সুবিধা পেতে পারেন।
আরো পড়ুন:
কম্পিউটারের ফাইল ও ফোল্ডার খুলুন মাত্র এক ক্লিকে
কাজের গতি বাড়াতে ডাবল ক্লিকের প্রয়োজন আপনি জানেন। এখন, জেনে নিন কিভাবে এই সেটিংস পরিবর্তণ করবেন।
প্রথমে আপনার কম্পিউটারের সেটিংস এ যান। তারপর ডিভাইসেস এ ক্লিক করুন। এরপর অ্যাডিশনাল মাউস অপশনস্ এ ক্লিক করুন। দেখতে পাবেন ডাবল ক্লিক স্পিড নামে আরেকটি অপশন রয়েছে। এটাতে ক্লিক করুন আর দেখুন নিচের মত একটি উইন্ডো খুলবে।
খেয়াল করুন, মাঝখানের লাল রঙের ঘরটিতে স্পিড বাড়ানোর একটা অপশন আছে। এটার উপর মাউস ধরে রেখে ডানে টেনে নিয়ে ৫০% এর একটু বেশি স্পিড বাড়িয়ে নিন। এরপর ওকে বাটনে ক্লিক করে সেটিংস্ পরিবর্তণটাকে কনফার্ম করে নিন।
ব্যস্, আপনার কাজ শেষ, এবার যে কোন আপনার কম্পিউটারের যে কোন ফাইল ও ফোল্ডার খুলে ফেলুন শুধু মাত্র একটা ক্লিক করে। আর উপভোগ করুন আপনার কাজের বাড়তি গতি।
আবার যদি কখনো কোন কারণে এক ক্লিকেই ফিরে যেতে চান, তাহলে জেনে নিন কিভাবে আগের অপশনে ব্যাক করবেন।
১. আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সেটিংস্ অপশনে যান, ফাইল এক্সপ্লোরার খুলুন, এখান থেকে ফাইল এ যান, তারপর চেইঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশনস্ এ ক্লিক করুন।
২. নতুন একটি উইন্ডো খুলেছে, তাই না? এখানে কয়েকটি ট্যাব দেয়া আছে দেখুন। তার মধ্য থেকে জেনারেল লেখা ট্যাবটিতে ক্লিক করুন।
৩. জেনারেল ট্যাব থেকে ‘ক্লিক আইটেমস্ অ্যাজ ফলোজ’ অপশনটি খুঁজে বের করুন।
৪. দেখুন ‘সিঙ্গেল-ক্লিক টু ওপেন এন আইটেম’ লেখা একটা চেক বক্স আছে। এই বক্সে ক্লিক করে একটি টিক মার্ক দিন।
৫. নিশ্চিত হয়ে নিন যে, ‘আন্ডারলাইন আইকন টাইটেলস্ অনলি হোয়েন আই পয়েন্ট অ্যাট দেম’ বক্সটিতে টিক মার্ক দেয়া আছে।
৬. সব শেষে নিচের অ্যাপ্লাই লেখা বাটনটিতে ক্লিক করে বেরিয়ে আসুন।
এবার যে ফাইল বা ফোল্ডারে ক্লিক করে দেখুন এক ক্লিকে খুলছে। ডাবল ক্লিক দিতে হচ্ছে। তার মানে আপনি আগের জায়গায় ফিরে এসেছেন।
আবার যদি ডাবল-ক্লিকে ফিরে যেতে চান, তো উপরের নিয়মটি তো আপনার জানাই আছে।
Leave a Reply