বর্তমান সময়ে অডিও এডিটর মিউজিক মেকারদের পাশাপাশি সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদেরও প্রয়োজন হয়। যদিও সাধারণ ব্যবহারকারীদের হাই লেভেলের কোন এডিটিংয়ের প্রয়োজন হয় না। আর বর্তমানের ফ্রি অডিও এডিটিং সফটওয়্যার গুলো অনেক প্রিমিয়াম সেবা প্রদান করে থাকে।
অনেক নতুন অডিও এডিটর ব্যবহারকারীরা অডিও এডিটির নির্বাচন করতে গিয়ে দ্বিধা দ্বন্দ্ব পড়ে যায়। তবে আপনি নতুন ব্যবহারকারী হলে প্রথম দিকে ফ্রি অডিও এডিটরগুলো ব্যবহার করতে পারেন। ফ্রি সফটওয়্যারগুলোর ইউজার ইন্টারফেস খুব সহজ সরল হওয়াতে ব্যবহার করাও সহজ হয়। অযথা অর্থের অপচয় হয় না।
অনলাইনে ফ্রি অডিও এডিটিংয়ের অনেক সফটওয়্যার রয়েছে। সেখান থেকে বাছাই করে আপনাদের জন্য সেরা ৫টি ফ্রি অডিও এডিটিং সফটওয়্যার নিয়ে হাজির হলাম। এই লেখায় সফটওয়্যারগুলো ডাউনলোড করার পাশাপাশি আপনি এর ফিচার সম্পর্কে ধারণা পাবেন।
ফ্রি অডিও এডিটিং সফটওয়্যার
১. AUDACITY
বৈশিষ্ট্য:
- অ্যাডভান্স এডিটিং টুলস
- আলাদা প্লাগইন সাপোর্ট
- ইফেক্ট প্যাক সুবিধা
অসাধারণ এই সফটওয়্যারটি আপনি উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্সের যেকোন ডিস্ট্রতে ব্যবহার করতে পারবেন। এটা একটি ওপেন সোর্স সফটওয়্যার।
অডিও এডিটিংয়ের জন্য সেরা সফটওয়্যার এটি। প্রায় সব ধরণের ফিচার যুক্ত সফটওয়্যার এটি। তাই এর ইউজার ইন্টারফেসটা প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে। ব্যবহার করলে আস্তে আস্তে এটা আপনার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হবে।
AUDACITY সবচেয়ে বড় সুবিধা হলে এতে থার্ড পার্টি প্লাগইন সাপোর্ট করে।
২. WAVEPAD
বৈশিষ্ট্য:
- প্রায় সকল ধরণের অডিও সাপোর্ট করে
- ভিডিও ফাইলের অডিও এডিট করা যায়
- অডিও এডিটিংয়ের অ্যাডভান্স টুলস
অডিও এডিটিংয়ের জন্য এটাতে AUDACITY থেকে বেশী সুবিধা থাকলেও এর ইউজার ইন্টারফেস কিছুটা কঠিন। তবে কিছু দিন ব্যবহার করলে, এটাও আপনার জন্য সহজ হয়ে যাবে।
ভিডিওতে থাকা অডিও এডিট করতে পারবেন এর মাধ্যমে। এর অনলাইন কমিউনিটি অনেক বিশাল, তাই কোন সমস্যায় পরলে খুব দ্রুত সমাধান পাবেন।
৩. OCENAUDIO
বৈশিষ্ট্য:
- অনেক বেশী পরিমাণ ফিল্টার
- সহজ ইউজার ইন্টারফেস
- সকল প্লাটফর্মে সাপোর্ট করে
AUDACITY এর মত OCENAUDIO ও সকল প্লাটফর্মে সাপোর্ট করে। অডিও এডিটরের জন্য এটা একটি সেরা সফটওয়্যার। যেকোন ইফেক্টের প্রিভিউ দেখার সুবিধা রয়েছে এতে।
আপনি লোকাল ড্রাইভ কিংবা অনলাইন উভয় প্লাটফর্মের ফাইল এডিট করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারে প্রচুর পরিমাণে প্লাগইন এবং ইফেক্ট রয়েছে।
৪. ASHAMPOO MUSIC STUDIO 2018
বৈশিষ্ট্য:
- বিল্ট ইন মিডিয়া ম্যানেজমেন্ট টুলস
- কাস্টোমাইজ করার সুবিধা
- ফিল্টার সুবিধা
অসাধারণ ইউজার ইন্টারফেস এবং ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার। এটা AUDACITY থেকেও সহজ। বেসিক এডিটিংয়ের জন্য এটা বেশ ভাল একটি সফটওয়্যার। তবে অ্যাডভান্স এডিটিংয়ের জন্য এটা তেমন উপকারী নয়।
৫. FREE AUDIO EDITOR
বৈশিষ্ট্য:
- আকর্ষণীয় ইউজার ইন্টারফেস
- ব্যবহার করা সহজ
- সব ধরণের ফরমেট এক্সপোর্ট করা যায়
ফ্রি এডিটর নামে অনেক সফটওয়্যারের রয়েছে তবে এদের মধ্যে এটা অসাধারণ একটি সফটওয়্যার। এটা ব্যবহার করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেসিক এডিটিংয়ের জন্য এটা বেশ কাজে দিবে।
শেষ কথা
উপরে উল্লেখিত সবগুলো সফটওয়্যার আপনার প্রয়োজন পূরণ করতে সক্ষম। তবে আপনি যদি হাই লেভেলের কোন কাজ করতে চান, তবে প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি ভিডিও এডিটিংয়ের জন্য সেরা ৫টি সফটওয়্যারের তালিকা দেখতে পারেন।
Leave a Reply