একটি কম্পিউটারকে সচল করতে বা কার্যোপযোগী করতে তাতে কিছু সফটওয়্যার ইন্সটল থাকা জরুরী। লেখালেখি, গান শোনা, ফটো এডিট, ভাইরাস প্রটেকশন, সিডি বা ডিভিডি বার্ণিং, পিডিএফ ফাইল পড়া, নেট ব্রাউজিংসহ নানা কাজে কম্পিউটারের জন্য সফট্ওয়্যার প্রয়োজন। ১০টি দরকারি সফট্ওয়্যার নিয়ে তাই আমাদের আজকের আয়োজন।
কম্পিউটারের জন্য সফট্ওয়্যার
কম্পিউটারের জন্য বিভিন্ন কাজে ব্যবহৃত বিভিন্ন রকমের সফটওয়্যার রয়েছে। তার মাঝে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি সফট্ওয়্যার সম্পর্কে নিচে আলোচনা করা হল। দেখে নিন, এখানকার সবগুলো আপনার কম্পিউটারে আছে কিনা, না থাকলে আজই ডাউনলোড করে নিন।
MS Office
গুরুত্বপূর্ণ সফটওয়্যার হিসাবে MS Office এর চাহিদা সর্বাধিক। কম্পিউটার ব্যবহার করা হয় কিন্তু এই সফটওয়্যারটি দিয়ে কাজ করা হয়না এমন জায়গা নেই বললেই চলে। কারণ লেখালেখি হোক কিংবা হিসাব কিংবা কোন প্রেজেন্টেশন, সর্বক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ। এর পেইড ভার্সন থাকলেও সাধারণত এর ক্র্যাক ভার্সনই বেশি ব্যবহার করা হয়।
VLC Media Player
এই মিডিয়া প্লেয়ারটি অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের মতো জনপ্রিয় সব ধরনের প্লাটফর্মের জন্য সেরা ফ্রি মিডিয়া প্লেয়ারগুলোর মধ্যে একটি। এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন এবং অনেকগুলি বৈশিষ্ট্যসম্পন্ন সফট্ওয়্যার এটি। মুভি, ভিডিও, গান ইত্যাদি চালানোর জন্য VLC খুবই জনপ্রিয়। VLC সেরা, কারণ এর রয়েছে সরল ও বেস্ট UI এর অনেকগুলো সেরা বৈশিষ্ট্য।
Picasa
গুগল কর্তৃক তৈরিকৃত সেরা ফটো ভিউইং এবং এডিটিং টুলস হলো Picasa। এছাড়াও ছবি এবং ওয়ালপেপার নিয়ে আরও অনেক কাজ করা যায় এই সফটওয়্যারটি দিয়ে।
আপনার ফটোগুলিকে সুন্দর করে তৈরি করার জন্য Picasa অনেকগুলো ফটো এডিটিং টুলস অফার করে। যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনি ফটো এডিটিং এর কাজ করতে পারবেন।
Antivirus
আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন, তবে এই সফটওয়্যারটি অবশ্যই আপনার কম্পিউটারে থাকতে হবে। কারণ ইন্টারনেট ব্যবহারের সময় বিভিন্ন সাইট এ প্রবেশ করা হয়। আপনার কম্পিউটারে যদি Antivirus না থাকে তবে সহজেই অনলাইন থেকে ভাইরাস আপনার কম্পিউটারে অ্যাটাক করতে পারে।
সবচেয়ে ভালো হয় যদি একটি Antivirus এর সাথে একটি Internet Security ও থাকে। Avira, Avast সহ আরও অনেক রকম Antivirus পাওয়া যায়। এখানে আমি Avira এর ডাউনলোড লিংক দিলাম, ব্যবহার করে দেখতে পারেন।
CCleaner
কম্পিউটার ব্যবহার করতে করতে বিভিন্ন কারণে এটি স্লো হতে পারে। বেশিরভাগ সময় জাঙ্ক ফাইল অতিরিক্ত জমা হয়ে যাওয়াতে কম্পিউটার স্লো হয়ে যায়। এই সমস্যা দূর করতে এই সফটওয়্যারটি খুবই উপকারী। CCleaner একটি কম্পিউটার থেকে junk ফাইলস, temporary ফাইলস, cache ফাইলস এবং অন্যান্য অব্যবহৃত ফাইলস পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া ব্যাড রেজিস্ট্রি ফাইলস মুছে ফেলতেও এটি সমানভাবে কার্যকরী। যার ফলে আপনার কম্পিউটারের পারফরম্যান্স ও গতি বৃদ্ধি পায়।
Nero
আপনি যদি কোনও সিডি বা ডিভিডি বার্ণ করতে চান, তবে এটি হবে আপনার সেরা চয়েজ হতে পারে। নিরো সফটওয়্যারটি বিনামূল্যে নয় তবে ইন্টারনেটে এর প্রচুর ক্র্যাক ভার্সন আছে। যা দিয়ে খুব সহজেই আপনি সিডি বা ডিভিডি বার্ণ এর কাজ করতে পারবেন।
Internet Download Manager
আপনি যদি আপনার ডাউনলোড এর গতি বৃদ্ধি করতে চান তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য দরকার হবে। IDM বর্তমানে সেরা ডাউনলোড ম্যানেজার যা পরীক্ষিত। DAP, Microsoft Lightweight Download Manager, Orbit এবং অন্য আরও যা আছে তার থেকেও এটি বেশি কার্যকরী। সুতরাং, ইন্টারনেট থেকে বড় ফাইল ডাউনলোড করার জন্য এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে থাকা জরুরী।
Browser
ইন্টারনেট ব্রাউস করা জন্য অবশ্যই আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে। বর্তমানে অনেক ধরণের Browser পাওয়া যায়। সবচেয়ে বড় বিষয় হলো তার প্রায় সবগুলি ফ্রি। অর্থাৎ আপনি খুব সহজেই ইন্টারনেট ব্রাউস করতে পারবেন। সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারের মধ্যে রয়েছে “Mozila”, “Chrome”, “Safari”, “Internet Explorer” ইত্যাদি। এখানে আপনার জন্য গুগল ক্রোমের ডাউনলোড লিংক দিলাম।
Adobe Reader
যেকোনো pdf ফাইল পড়ার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো Adobe Reader। এর অনেক ভার্সন রয়েছে, বর্তমানে এর কিছু পেইড ভার্সনও বের হয়েছে। তবে কাজ চালানোর জন্য আপনি এর ক্র্যাক ভার্সন ইউজ করতে পারেন। এই সফটওয়্যারটি দিয়ে সহজেই আপনি pdf ফাইল পড়তে পারবেন।
Teamviewer
যদি আপনি দূরে থাকেন এবং সেই মুহূর্তেই খুব জরুরী কিছু একটা আপনার কম্পিউটার থেকে দেখার দরকার হয়, তবে চিন্তা না করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। কারণ এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি খুব সহজেই দূরে থেকেও অন্যের কম্পিউটার অ্যাক্সেস করতে পারবেন। আবার আপনার কম্পিউটারের কোন কাজ অন্য কাউকে দেখাতে পারবেন কিংবা অন্যের কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারবেন। Technical Assistance এর মাধ্যমে আপনি অন্যের কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও ভয়েস চ্যাট এবং আপনার বন্ধুদের সাথে চ্যাট ও করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে।
এখানে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় এমন দশটি চমৎকার এবং ফ্রি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনার কম্পিউটারে থাকা জরুরী। এসব সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই আপনার কম্পিউটারকে কাজের উপযোগী করে ফেলতে পারবেন এবং খুব সহজেই দরকারি যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন।
Leave a Reply