আপনার কম্পিউটারে ফটোশপ নেই! কিংবা আছে কিন্তু কোন কারণে কাজ করছে না! অথবা আপনি কম্পিউটারে ফটোশপ ব্যবহার করতেই চাইছেন না! কোন সমস্যা নেই, ফটোশপের কাজ করুন অনলাইনে।
আপনাকে এমন একটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যেখানে ফটোশপ ইনস্টল করা আছে। কাজেই ফটোশপের টুকি-টাকি কাজগুলো আপনি এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই সেরে নিতে পারবেন।
অনলাইন ফটোশপ টুল
ওয়েবসাইটটির নাম Photopea যা একটি অ্যাডভান্সড্ ফটো এডিটর টুল হিসেবে ঠিক ফটোশপের মতই কাজ করে। ফটোশপে যত ধরণের অপশন বা ফাংশন রয়েছে, এই অনলাইন টুলেও তার প্রায় সবই পাবেন আপনি।
এই ফ্রি অনলাইন ডিজাইন এডিটরে কাজ করার জন্যে আপনাকে কোন অ্যাকাউন্ট খুলতে হবে না। তবে, চাইলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। না চাইলে জাস্ট ওয়েবসাইটে যাবেন আর কাজ করে আপনার কম্পিউটারে সেভ করে নেবেন। ওয়েবসাইটিতে গেলেই নিচের ছবির মত দেখতে পাবেন যেটা দেখতে প্রায় ফটোশপের মতই। ইমেজের নিচে নীল বাটনে ওয়েবসাইটটির লিংক দেয়া আছে, ক্লিক করে চলে যান।
দেখলেন তো উপরে ফটোশপের সব উইন্ডো আর বামে সব টুলই দেখাচ্ছে। কাজেই আর বুঝতে অসুবিধা হচ্ছে না যে, এই অনলাইন টুলে আপনি অনায়াসেই ফটোশপের প্রায় সব কাজ করে নিতে পারেন।
নতুন কোন ফাইল নিয়ে কাজ করার জন্যে New Project এ ক্লিক করুন। আর আপনার কম্পিউটারে থাকা কোন ফটোশপ ফাইল বা ইমেজ নিয়ে কাজ করার জন্যে Open From Computer এ ক্লিক করুন। কাজ শেষ হয়ে গেলে, ঠিক ফটোশপের ফাইল যেভাবে সেভ করেন, সেভাবেই আপনার কম্পিউটারে সেভ করে নিন।
শাহরিয়ার আহমেদ says
এ-রকম দারুণ একটি পোস্টের জন্য লেখিকাকে ধন্যবাদ 🙂