স্মার্টফোনের আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে কম্পিউটারের জনপ্রিয়তা একটুও কমেনি। সময়ের সাথে সাথে এর ব্যবহার এবং গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে কম্পিউটারকে আরও বেশী বহনযোগ্য করে তোলা হচ্ছে। আজকে যখন আমি এই আর্টিকেল লিখছি, তখন সারা পৃথিবীতে ১ দিনে কম্পিউটার বিক্রয়ের পরিমাণ ৪ লক্ষ ২০ হাজার।
একজন কম্পিউটার ব্যবহারকারীর সবচেয়ে ভয়ংকর মুহূর্ত হল যখন কম্পিউটারটি চালু না হয়। বুকের বাম পাশটি তখন কেঁপে উঠে। আপনার বুকের ভিতরের চাপ কিছুটা হলেও লাঘব করবে এই আর্টিকেলটি।
এই আর্টিকেলে আমি চেষ্টা করেছি কম্পিউটার পাওয়ার না পেলে করণীয় সবগুলো সহজ এবং কার্যকরী পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসতে। পদ্ধতিগুলোতে যাওয়ার আগে জেনে নিন আপনার পিসি যদি চালু হয় কিন্তু বার বার রিস্টার্ট নেয় তাহলে কি করবেন।
কম্পিউটার পাওয়ার
বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করুন
শুনতে হাস্যকর মনে হলেও কম্পিউটার চালু না হওয়ার এক নম্বর কারণ হল এটি চালু করা হয়নি! হ্যাঁ, অনেক সময় আপনি কম্পিউটারের পাওয়ার বাটনে ক্লিক করলেই হবে না, ভাল করে দেখুন সবগুলো লাইন ভালমতো প্লাগ করা হয়েছে কিনা।
ইউপিএসের মাধ্যমে ব্যবহার করে থাকলে, দেখুন ইউপিএস পাওয়ার সুইচ দেয়া হয়েছে কিনা। আর ল্যাপটপ হলে অ্যাডাপ্টারটি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে কিনা যাচাই করুন।
লুজ কানেকশনের কারণে অনেক সময় পিসি পাওয়ার পায় না। তাই প্লাগ এবং আপনার পিসির সাথে ক্যাবলের কানেকশন বা সংযোগ ঠিকমত আছে কিনা তা যাচাই করুন।
সরাসরি বিদ্যুৎ সংযোগ দিন
যদি আপনি ল্যাপটপ ব্যবহারকারী হন, তবে ব্যাটারি দিয়ে নয় বরং সরাসরি অ্যাডাপ্টর দিয়ে ল্যাপটপ চালু করে দেখুন। কাজ না হলে ব্যাটারি খুলে তারপর অ্যাডাপ্টর দিয়ে চালু করে দেখুন।
আর যদি ডেস্কটপ কম্পিউটার হয়, তবে ইউপিএস থেকে লাইন খুলে সরাসরি বিদ্যুৎ সংযোগ দিন। কেননা অনেক সময় ইউপিএসের সমস্যার কারণে পিসি চালু হয় না।
অ্যাডাপ্টার বা পিসি সংযোগের ক্যাবল অন্য পিসিতে পরীক্ষা করুন
আপনার ল্যাপটপের সাথে থাকা অ্যাডাপ্টারটি ভাল আছে তো? অ্যাডাপ্টার খারাপ থাকলে ল্যাপটপের ব্যাটারি যেমন চার্জ হবে না, তেমনি ল্যাপটপ চালুও হবে না। তাই আপনার অ্যাডাপ্টারটি পরীক্ষা করুন, প্রয়োজনে অন্য ল্যাপটপে লাগিয়ে দেখুন কাজ করে কিনা।
আর যদি ডেস্কটপ ব্যবহারকারী হন, তবে আপনার ক্যাবলগুলো পরীক্ষা করে দেখুন ইঁদুর বা কোন কারণে ক্যাবলের সংযোগ বিচ্ছিন্ন কিনা। যদি দেখতে ভাল দেখা যায়, তবে অন্য পিসিতে লাগিয়ে দেখুন। পাশাপাশি ইউপিএসের ক্যাবলও যাচাই করুন।
পিসি পরিষ্কার করুন
আপনার পিসিকে ভালমতো পরিষ্কার করুন। কারণ ধুলোবালি কম্পিউটারের হার্ডওয়্যারকে নষ্ট করে দেয়। কম্পিউটারের প্রতিটি অংশ ভালমতো পরিষ্কার করুন। র্যাম, হার্ডডিস্ক খুলে পরিষ্কার করার চেষ্টা করুন।
কম্পিউটারের অনেক হার্ডওয়্যার জনিত সমস্যা শুধু পিসি পরিষ্কার করার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে কাজটি সাবধানতার সাথে করতে হবে, প্রয়োজনে আপনি পিসি পরিষ্কার করার সঠিক উপায় জানতে এই লেখাটি পড়তে পারেন।
CMOS ব্যাটারি পরিবর্তন করে দেখুন
আপনার কম্পিউটারটি যদি কয়েক বছর বয়সী হয় থাকে, অথবা বেশিরভাগ সময় বন্ধ থাকে বা CMOS ব্যাটারি সরানো থাকে, তবে কম্পিউটার চালু নাও হতে পারে। বিশ্বাস করুন আর না করুন, নষ্ট CMOS ব্যাটারির কারণে অনেক সময় কম্পিউটার পাওয়ার পায় না।
একটি নতুন CMOS ব্যাটারি ক্রয় করতে আপনাকে খুব বেশী অর্থ খরচ করতে হবে না। তাই একটি CMOS ব্যাটারি লাগিয়ে দেখুন কাজ করে কিনা। তবে CMOS ব্যাটারির প্রধান কাজ হল আপনার পিসির সময় এবং তারিখ ঠিক রাখা অর্থ্যৎ পিসি বন্ধ করলেও যেন সময় বা তারিখ এলোমেলো না হয়।
পাওয়ার বাটন পরীক্ষা করুন
আপনার পাওয়ার বাটনটি মাদারবোর্ডের সাথে ঠিকমত কানেক্টড আছে কিনা পরীক্ষা করুন। কারণ ঠিকমত কানেক্টড না থাকলে পাওয়ার পাবে না এবং পিসি চালু হবে না এটাই স্বাভাবিক। আবার অনেক সময় পাওয়ার বাটনও নষ্ট থাকে, সেক্ষেত্রে পাওয়ার বাটন পরিবর্তন করে দেখতে পারেন।
পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ যাচাই করুন
সম্পূর্ণ সিপিউকে বিদ্যুৎ সরবারহ করে পাওয়ার সাপ্লাই। তাই এর ভোল্টেজ যাচাই করে দেখুন। ডিফল্ট যে ভোল্টেজ আছে সেটা পাচ্ছে কিনা তা যাচাই করে দেখুন। সঠিক ভোল্টেজ না পেলে পিসি চালু হবে না।
পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন
যদি দেখেন পাওয়ার সাপ্লাইয়ে সঠিক ভোল্টেজ পাচ্ছে না কিংবা পাওয়ার দেয়ার পরও পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান ঘুরছে না, তবে বুঝতে হবে আপনার পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গেছে।
নিশ্চিত হতে পাওয়ার সাপ্লাইটি খুলে অন্য পিসিতে লাগিয়ে দেখুন কাজ করে কিনা। মনে রাখবেন অধিকাংশ সময় পাওয়ার সাপ্লাই নষ্ট হলে পিসি চালু হয় না।
মাদারবোর্ড পরিবর্তন করে দেখুন
প্রথমে জেনে নিন মাদারবোর্ড কি এবং এর কার্যকারিতা সম্পর্কে। আপনার পাওয়ার সাপ্লাই, পাওয়ার সুইচ কিংবা বিদ্যুৎ সংযোগ ঠিক আছে কিন্তু তারপরও পিসি চালু হচ্ছে না। তাহলে এবার আপনাকে মাদারবোর্ডের দিকে নজর দিতে হবে।
মাদারবোর্ড ভাল না খারাপ এটার বোঝার সবচেয়ে সহজ উপায় হল মাদারবোর্ডটি খুলে অন্য একটি পিসিতে লাগিয়ে দেখুন কাজ করে কিনা। কাজ না করলে বুঝতে হবে আপনার মাদারবোর্ড নষ্ট হয়েছে।
নতুন মাদারবোর্ড কেনার সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে আপনার মাদারবোর্ডটি প্রসেসর এবং অনান্য হার্ডওয়্যারের পোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা দেখে নিন।
শেষ কথা
উপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করলে আপনার পিসি চালু হবে। তবে প্রতিটি কাজ সাবধানতা এবং ধৈর্য নিয়ে করতে হবে। এই পদ্ধতি কেবল পিসি যদি একদম চালু না হয় সেক্ষেত্র প্রযোজ্য।
Md.Monir says
আমার লেপটপটি রেগুলার ব্যবহার হয় কিন্তু, হঠাৎ একদিন অন করতে চাচ্ছি আর অন হচ্ছে না। শুধু পাওয়ার বাটনে চাপলে একবার করে কিবোর্ডে লাইট আসে, তরপর আর কিছু আসে না।।। কিভাবে ঠিক করবো পরামর্শ দিলে উপকার হত।।।
রাসেল says
আমার পিসি ৪/৫ দিন পর পর অন হয়, কারণ কি?
টি আই অন্তর says
আপনার কথাটি বোঝা গেল না, ৪/৫ দিন পর অন হওয়ার মানে কি? অটোমেটিক অন হয়? নাকি আপনি প্রতিদিনই অন করেন, কিন্তু অন হয় না। চেষ্টা করতে করতে ৪/৫ দিন পরে হঠাৎ একদিন অন হয়?
Mukter says
আমার ডেস্কটপ কম্পিউটারের স্পিকারে চু চু শব্দ করে এবং গান শুনতে গেলে আগে যে পরিষ্কার সাউন্ড হতো, এখন পরিষ্কার সাউন্ড হচ্ছে নাG সাউন্ড বাড়িয়ে দিলে আওয়াজ খারাপ হয়ে যায়। উল্লেখ্য যে, স্পিকারে এবং কেবল এ কোন সমস্যা নেই। অন্য সবকিছু ঠিক আছে। কি কারনে সমস্যাটি হয় বা কিভাবে এই সমস্যা থেকে কম্পিউটারকে মুক্ত করতে পারি?
টি আই অন্তর says
প্রশ্ন করা ও সমাধান চাওয়ার জন্যে ধন্যবাদ, Mukter ভাই। আপনি এখান থেকে কম্পিউটারের সব ধরণের স্পিকার সমস্যা ও সমাধান জেনে নিন।
Neela says
সিপিউ অন করলে বাজে শব্দ হচ্ছে এবং মনিটর এ লাইন কানেক্ট পাচ্ছে না। মনিটর এ নো সিগনাল লেখা হয়ে অন্ধকার হয়ে যায়। সমাধানটা জানাবেন প্লিজ।
Amirul says
আমার পিসি পাওয়ার বাটন চাপ দিলে প্রথম বার ফ্যান ঘুরেই বন্ধ হয়ে যায়, পরে আর ঘুরে না। কেবল খুলে লাগালে আবার এক রকম। সমাধান প্লিজ…..।