বর্তমান সময়ে বহনযোগ্যতার কারণে কম দামে ভাল ব্র্যান্ডের ল্যাপটপ অধিক গুরুত্ব পাচ্ছে মানুষের কাছে। বিভিন্ন ব্র্যান্ডের ও ভালো কনফিগারেশনের এবং কম দামের মধ্যেই এখন ভালো মানের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। আপনার দরকার ল্যাপটপ কেনার সঠিক গাইডলাইন যা আপনি এই পোস্ট থেকে পাবেন।
ল্যাপটপ কেনার ক্ষেত্রে সাধারণত সবাই কনফিগারেশনের প্রতি বেশি গুরুত্ব দেয়। এছাড়াও রয়েছে কোয়ালিটি ও ব্র্যান্ড। ল্যাপটপ কিনতে গিয়ে একেক জন আসলে একেক দিকে গুরুত্ব দিয়ে থাকে। তবে, কমনলি সবারই ল্যাপটপ কেনার আগে এই ১০টি বিষয় বিবেচনায় রাখা দরকার।
যদিও হাতে হাতে মোবাইল রয়েছে, কিন্তু সব কাজ তো আর মোবাইলে হয় না। তাই, দরকার হয় ল্যাপটপের আর ল্যাপটপ কেনার সময় অনেকের ক্ষেত্রেই একদিকে যেমন কম দামের চিন্তা করতে হয়, অন্যদিকে ভাল ব্র্যান্ডকেও গুরুত্ব দিতে হয়। আমি এখানে কম দামের যে ল্যাপটপগুলো লিস্ট করেছি, সেগুলো পাবেন ২০ থেকে ২৫ হাজারের ভেতর।
আর আপনার বাজেট যদি আরো কম হয়, তবে ২০ হাজার টাকার ভেতর এই ১০টি ভাল মানের ল্যাপটপ দেখে নিতে পারেন। বাজারে এর চেয়েও কম দামে ল্যাপটপ পাওয়া যায় কিন্তু সেগুলো ভাল ব্র্যান্ডের নয়। বেশি কমে কিনতে গিয়ে যেন-তেন একটা ব্র্যান্ডের ল্যাপটপ কিনে আপনাকে যাতে ঠকতে না হয়, সে জন্যই আমি কম দাম ও ভাল ব্র্যান্ড দুই দিকটাই গুরুত্ব দিয়েছি। সুতরাং, এই পোস্টে কমদামের মধ্যে ভাল ব্র্যান্ডের কিছু ল্যাপটপ সম্পর্কে জানতে পারবেন।
কম দামে ভাল ব্র্যান্ডের ল্যাপটপ
লেনেভো, এইচপি, আসুস ইত্যাদির ল্যাপটপই সাধারণত ব্র্যান্ড ল্যাপটপ হিসাবে অধিক পরিচিত। তবে ভালো মানের এবং কম দামের মধ্যে সেরা ল্যাপটপটি খুঁজে নেওয়া অবশ্যই সহজ নয়। তো চলুন জেনে নেওয়া যাক ভালো ব্র্যান্ডের কিছু ল্যাপটপ সম্পর্কে।
১. HP 14-bw077au
২ GHz এর ফ্রিকোয়েন্সি প্রসেসর এবং 4 জিবি DDR4 র্যামের একটি আমেরিকান স্টাইলিশ ব্র্যান্ড, যাতে আরও রয়েছে 500 জিবি স্যাটা স্টোরেজ। প্রসেসর, র্যাম আর স্টোরেজ মিলে ল্যাপটপের ভাল সামঞ্জস্য নিশ্চিত করে। এছাড়াও 4-সেল লি-আয়ন ব্যাটারী দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপ প্রদান করবে এবং উচ্চতর পোর্টেবিলিটি নিশ্চিত করবে।
HP 14-bw077au ল্যাপটপের বিস্তারিত তথ্য-
- প্রোডাক্টের নাম: এইচপি 14-বিডাব্লিউ077এইউ
- প্রসেসর: AMD ডুয়াল কোর E2-9000e (1.5 GHz বেস ফ্রিকোয়েন্সি, 2 GHz ব্রাস্ট ফ্রিকোয়েন্সি, 1 এমবি ক্যাশ)
- মেমোরি: 4 গিগাবাইট ডিডিআর4
- হার্ড ডিস্ক: 500 জিবি স্যাটা
- গ্রাফিক্স: এএমডি রেডন R2
- ডিসপ্লে: 14″ ডায়াগোনাল এইচডি
- অডিও: ডুয়াল স্পিকার; ডিটিএস স্টুডিও সাউন্ড
- নেটওয়ার্কিং: ওয়্যারলেস কনেক্টিভিটি ইন্টেল 802.11 এ / বি / জি / এন / এসি (1×1) ওয়াই-ফাই® এবং ব্লুটুথ® 4.2 কম্বো নেটওয়ার্ক ইন্টারফেস ইন্টিগ্রেটেড 10/100/1000 জিবিইই ল্যান
- ব্যাটারি: 4-সেল, 41 ডাব্লিউ লি-অন
HP 14-bw077au এর দাম: ২৩,০০০
২. Asus X441SA
কম দামে ভাল ব্র্যান্ডের ল্যাপটপ হিসেবে Asus X441SA কে রাখতে পারেন আপনার সম্ভাব্য ল্যাপটপের তালিকায়। আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন। কারণ, এর 4 GB DDR3 র্যামের সাথে 500 GB SATA হার্ড ডিস্ক এবং ইন্টেলের HD গ্রাফিক্স আপনার ভালো লাগতে বাধ্য।
Asus X441SA ল্যাপটপের বিস্তারিত তথ্য-
- প্রোডাক্টের নাম: আসুস এক্স৪৪৪১এসএ
- প্রসেসর: ইন্টেল সেলেরন ডুয়াল কোর N3060 প্রসেসর (1.60 গিগাহার্জ আপ টু ২.48 গিগাহার্জ, CPU ক্যাশ 2 মেগাবাইট এল২)
- মেমোরি: 4 গিগাবাইট ডিডিআর3
- হার্ড ডিস্ক: 500 জিবি স্যাটা
- গ্রাফিক্স: ইন্টেল এইচডি গ্রাফিক্স
- ডিসপ্লে: 14″ এলইডি ব্যাকলিট এইচডি
- অডিও: বিল্ট ইন স্টেরিও ডাব্লিউ স্পিকারস এবং মাইক্রোফোন
- নেটওয়ার্কিং: ওয়াইফাই ৮০২ ১১ বি / জি / এন, ১০/১০০ বেস টি, বিল্ট ইন ব্লুটুথ V4.0
- ব্যাটারি: আপ টু ৪ ঘণ্টা ব্যাকআপ
Asus X441SA এর দাম: ২১,৮০০
৩. Compaq Presario V3000
HP Proprietary Expansion Port সম্বলিত এই ল্যাপটপটির মাধ্যমে আপনি খুব সহজেই পারবেন আপনার দরকারি যে কোনো কাজ করতে। এইচপির প্রিসারিও লাইনের অন্যান্য ল্যাপটপের চেয়ে এটির লুক অনেক আকষূণীয় ও সুন্দর। স্ক্রেচ প্রটেকটেড আর হাই গ্লস ফিনিশের এই ল্যাপটতে আপনি প্রয়োজনীয় সবকিছুই পাবে। ২ Kg ওজনের ল্যাপটপটি আপনি সহজেই বহন করতে পারবেন।
Compaq Presario V3000 ল্যাপটপের বিস্তারিত তথ্য-
- প্রোডাক্টের নাম: কম্প্যাক্ট প্রেসারিও ভি৩০০০
- প্রসেসর: ইন্টেল কোর 2 ডুয়ো (২.1 গিগাহার্জ)
- মেমোরি: 2 গিগাবাইট
- হার্ড ডিস্ক: 320 জিবি
- গ্রাফিক্স: ইন্টিগ্রেটেড
- ডিসপ্লে: 14″
- অডিও: ডুয়াল অ্যালটেক ল্যান্সিং স্টেরিও স্পিকারস
- নেটওয়ার্কিং: ওয়াই ফাই, ইথারনেট RJ45 ল্যান
- ব্যাটারি: 6-সেল 4400 এমএএইচ 43W
Compaq Presario V3000 এর দাম: ২১,৯০০
৪. ASUS E202SA
আসুসের এই ল্যাপটপটি আসলে একটি নোটবুক। যার ফলে খুব ভালোভাবে এবং কম জায়গার মধ্যেই আপনি ল্যাপটপ দিয়ে প্রয়োজনীয় কাজ কমপ্লিট করতে পারবেন। কম দামে ভাল ব্র্যান্ডের ল্যাপটপ হিসেবে এই নোটবুকটিও থাকতে পারে আপনার পছন্দের তালিকায়।
ASUS E202SA ল্যাপটপের বিস্তারিত তথ্য-
- প্রোডাক্টের নাম: আসুস ই২০২এসএ
- প্রসেসর: ইন্টেল সেলেরন ডুয়াল কোর N3050 (1.60 গিগাহার্জ আপ টু ২.16 গিগাহার্জ)
- মেমোরি: 4 গিগাবাইট ডিডিআর3
- হার্ড ডিস্ক: 500 জিবি স্যাটা
- গ্রাফিক্স: ইন্টিগ্রেটেড ইন্টেল এইচডি গ্রাফিক্স
- ডিসপ্লে: 11.6″ 16:10 ডাব্লিউএক্সজিএ ১৩৬৬ x ৭৬৮ এলইডি ব্যাকলাইট
- অডিও: বিল্ট ইন স্পীকার্স এবং ডিজিটাল অ্যারে মাইক্রোফোন
- নেটওয়ার্কিং: ইন্টিগ্রেটেড 802.11 এসি, বিল্ট-ইন ব্লুটুথ 4.0
- ব্যাটারি: 3 সেলস 48 Whrs পলিমার ব্যাটারি
ASUS E202SA এর দাম: ২২,০০০
৫. Lenovo Ideapad 110
কম মূল্যে এবং অধিক স্টোরেজ সমৃদ্ধ ল্যাপটপ যারা চান, তাদের জন্য এটি একটি সেরা ল্যাপটপ Lenovo Ideapad 110। কারণ, এতে পাবেন 1 TB স্টোরেজ, এছাড়াও পাবেন ৪ জিবি র্যাম। এই Lenovo নোটবুকটি নকশা, নির্ভরযোগ্যতা, এবং দারুণ বৈশিষ্ট্যের নিখুঁত সমন্বয়ে তৈরি।
Lenovo Ideapad 110 ল্যাপটপের বিস্তারিত তথ্য-
- প্রোডাক্টের নাম: ল্যাভোভো আইডিয়াপ্যাড ১১০
- প্রসেসর: ডুয়েল কোর N3060 (1.6 GHz প্রসেসর স্পীড আপ টু 2.48 GHz)
- মেমোরি: 4 জিবি ডিডিআর3
- হার্ড ডিস্ক: 1 টিবি
- গ্রাফিক্স: ইন্টেল এইচডি গ্রাফিক্স
- ডিসপ্লে: এইচডি (1366 x 768)
- অডিও: বিল্ট ইন স্টেরিও স্পিকার
- নেটওয়ার্কিং: ব্লুটুথ 4.0, 802.11 বিজিএন ওয়্যারলেস ল্যান
- ব্যাটারি: আপ টু ৪ ঘণ্টা
Lenovo Ideapad 110 এর দাম: ২৪,৪৯০
শেষ কথা
ভালো একটি ল্যাপটপ বাছাই করে নিতে না পারলে কখনোই মনের মতো করে তাতে কাজ করা যায় না। একইভাবে যদি সেই ল্যাপটপের কনফিগারেশন পছন্দসই না হয়, তাহলেও ঠিকভাবে কাজ করা সম্ভব হবে না। কারণ, বর্তমানের অত্যাধুনিক সব সফটওয়্যার যে কোনো ল্যাপটপে রান করানোর জন্য অবশ্যই ভালো মানের ল্যাপটপ হওয়া জরুরী।
তা না হলে দেখা যাবে আপনার দরকারি কোন সফটওয়্যার আপনি রান করাতে পারছেন না কিংবা রান করাতে পারলেও ঠিকভাবে কাজ করতে পারছেন না। তাই, অবশ্যই ভালো ব্র্যান্ডের ল্যাপটপ বাছাই করে নিতে হবে এবং তা অবশ্যই হতে হবে নিজের বাজেটের মধ্যে। এই পোস্টে আপনি সেরকমই কিছু কম দামে ভাল ব্র্যান্ডের ল্যাপটপ সম্পর্কে জানলেন। পরিচিত ভাল ব্র্যান্ডের এই ল্যাপটপগুলো মূল্য কম হলেও, এগুলো সবই ভালো কনফিগারের। আর আপনি যদি শুধু গেম খেলার জন্যে ল্যাপটপ কেনার চিন্তা করে থাকেন এবং বাজেট নিয়ে আপনার কোনও ঝামেলা না থাকে, তবে বাজারের সেরা ৫টি গেমিং ল্যাপটপ দেখে নিতে ভুলবেন না।
আপনি যদি মাত্র ২০ থেকে ২৫ হাজারের ভেতরে ভাল ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান, তাহলে অবশ্যই এই পোস্টটি আপনাকে সাহায্য করবে। আর এখান থেকে পছন্দ করে কোনও অনলাইন শপ কিংবা কম্পিউটার দোকান থেকে কিনে নিন। যেহেতু, অনলাইন শপ আর কম্পিউটার দোকানের দামের মাঝে কিছুটা পার্থক্য থাকে, আর মাঝে মাঝে তারা কিছুটা ছাড়ও দিয়ে থাকে, তাই ল্যাপটপ কেনার অনলাইন সোর্স দিলাম না।
তবে, সোর্স পেতে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার পছন্দের ল্যাপটপটির নাম লিখে সার্চ দিন। যেমন, Lenovo Ideapad 110 price in Bangladesh। তাহলে, অনলাইনে ল্যাপটপটি কে কত দামে বিক্রি করছে কিংবা কারা কত ছাড় দিচ্ছে, সব তথ্যই জানতে পারবেন।
Leave a Reply