আপনি যদি আপনার ওয়েবসাইটের পেজ র্যাংক চেক করতে চান, তবে আপনার কিছু টুল দরকার হবে। যদিও সব টুলের র্যাংক চেকিং অ্যালগোরিদম প্রায় একই এবং সবগুলোই কাছাকাছি রেজাল্ট শো করে, তবু কিছুটা ভিন্নতা রয়েছে। আর এসইও এক্সপার্টদের জন্যে এই ভিন্নতা প্রয়োজন। যারফলে, তাদের একাধিক টুলের দরকার হয়।
পেজ র্যাংক কিংবা টোটাল র্যাংক অনেকখানি নির্ভর করে ওয়েবসাইটের পারফর্মেন্সের উপর। আর পারফর্মেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সাইট স্পিড। তাই, ওয়েবপেজের স্পিড চেক করার কিছু টুল সম্পর্কে আমরা একটা পোস্ট দিয়েছিলাম। আর আজকের পোস্ট হচ্ছে পেজ র্যাংক নিয়ে। প্রথমেই জানা যাক এটি কি।
পেজ র্যাক কি?
এক কথায়, পেজ র্যাংক হচ্ছে ওয়েব পেজের মূল্যায়ন। পেজ র্যাক মূলত এমন একটি প্রক্রিয়া যা বিশেষ একটি অ্যালগোরিদম ব্যবহার করে একটা ওয়েব পেজকে ইভালুয়েট করে এর অবস্থান জানান দেয়। আর এটি প্রায় পুরোটাই ব্যাকলিংকের উপর নির্ভর করে।
পেজ র্যাংকের আবিস্কারক Larry Page যিনি তার বন্ধু Sergeyi Brin এর সঙ্গে সমন্বিতভাবে এই অ্যালগোরিদম ডেভেলপ করেন। পরবর্তীতে গুগল তাদের র্যাংকিং ফ্যাক্টরে এই অ্যালগোরিদম ব্যবহার করে। তবে, গুগল এখন আর পাবলিকলি পেজ র্যাংক প্রকাশ করে না।
ওয়েবসাইটের পেজ র্যাংক চেক করার টুল
১. Check Page Rank
গুগলের পেজ র্যাংক, ডোমেইন অথরিটি, গ্লোবাল র্যাংক, লিংক ও অন্যান্য অনেক কিছু চেক করার জন্যে Check Page Rank একটি ফ্রি টুল। ব্যাংকলিংকের উপর বেইজ করে গুগল যে ০ থেকে ১০ পর্যন্ত ওয়েব পেজের র্যাংক নির্ধারণ করে, তা সঠিকভাবে জানিয়ে দেবে এই টুলটি।
২. PR Checker
ফ্রিতে ওয়েব পেজের র্যাংক চেক করার জন্যে যে কয়টি ভাল মানের টুল রয়েছে, তার মাঝে PR Checker অন্যতম। এটি দিয়ে আপনি নিজের কিংবা অন্যের যে কোনও ওয়েবসাইটের গুগল পেজ র্যাংক চেক করতে পারবেন। এমনকি, এই টুল দিয়ে আপনি নিজের ওয়েবসাইটে পেজ র্যাংক ভ্যালু অ্যাড করতে পারবেন।
৩. Search Engine Rankings
গুগলের এসইও র্যাংক চেকার আপনাকে আপনার ওয়েবসাইটের পেজ র্যাংকসহ আরো যাবতীয় সব তথ্য চেক করার সুযোগ দিয়ে থাকে। এটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের র্যাংকে থাকা কি-ওয়ার্ড চেক করতে পারেন। জাস্ট ওয়েবসাইটের লিংক দিয়ে View Google Ranking লেখা বাটনটিতে ক্লিক করুন, মূহুর্তের মধ্যে এটি আপনার ওয়েবসাইটের সার্বিক অবস্থা জানিয়ে দেবে।
৪. Google Pagerank Checker
এটি মূলত Small Seo Tools এর বিভিন্ন ফ্রি টুলের একটি। এই টুল দিয়ে আপনি গুগলের পেজ র্যাক রেজাল্টসহ আরো অনেক রেজাল্ট পাবেন। Enter Domain লেখা বক্সটিতে আপনার ওয়েবসাইটের ইউআরএল পেস্ট করে নিচে থাকা Check Page Rank বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করুন। একটু পরই ওয়েবসাইটের পেজ র্যাংক জানতে পারবেন।
৫. Pagerank Checker Tool
DNS Checker এর একটি ফ্রি টুল Pagerank Checker Tool যা দিয়ে আপনি অনায়াসেই যে কোন ওয়েব পেজের র্যাংক চেক করতে পারবেন।
ওয়েবসাইটের পেজ র্যাংক চেক করার উপরোক্ত টুলগুলোর সবগুলোই ফ্রি। আর এগুলোর যে কোনটি দিয়েই আপনি যে কারো ওয়েবসাইটের র্যাংক চেক করে দেখতে পারেন। আর নিজের ওয়েবসাইটের পজিশন জেনে আরো ভাল র্যাংকের জন্যে নতুনভাবে কাজ করতে পারেন।
Leave a Reply